July 30, 2025 3:25 am

রংপুরে ধর্ম অবমাননার অভিযোগে কিশোর গ্রেপ্তার, ১৫টি হিন্দু বসতঘর লণ্ডভণ্ড: আতঙ্কে সনাতন পল্লী

অভিযোগে কিশোর গ্রেপ্তার

রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নের এক সনাতন ধর্মাবলম্বী কিশোরকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নবী মুহাম্মদ–কে কটূক্তি করার অভিযোগে গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে সংঘটিত হয়েছে ভয়াবহ সহিংসতা। এই একক অভিযোগকে কেন্দ্র করে দুই দিনে কমপক্ষে ১৫টি হিন্দু বসতঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। পুলিশ ও সেনাবাহিনী মোতায়েনের পরও এলাকাজুড়ে রয়ে গেছে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা।

AP1GczPkCSsVCPslfAa9MsBdN0icrKFTdqMvwSebeXv9yl tzqA4rXpSJygViqEmHYj5G tlvmvrp6zGuCiIrUE 8vht9zTMilKg1vIwRbXmmr7oFMtfeRYblbc T1BvjN9udTPQBPFLC0M8aDOmXnkqZuKB=w724 h408 s no gm?authuser=0

অভিযোগ ও গ্রেপ্তার:

শনিবার, ২৬ জুলাই ২০২৫, বিকেলে এক সনাতন কিশোর (বয়স ১৭), যিনি স্থানীয় একটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউশনের তৃতীয় বর্ষের শিক্ষার্থী, তার বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ওঠে। পুলিশের ভাষ্য অনুযায়ী, কিশোরের ফেসবুক অ্যাকাউন্ট থেকে নবী মুহাম্মদ–কে নিয়ে অবমাননাকর লেখা ও ছবি পোস্ট করা হয়েছিল।

ওসি আল এমরান জানান, অভিযোগের সত্যতা পাওয়ার পর শনিবার রাত সাড়ে ৮টার দিকে তাকে আটক করে থানায় নেওয়া হয়। পরদিন রোববার, সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করে কিশোরকে আদালতের মাধ্যমে রংপুর সম্মিলিত শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়।

AP1GczNj8ZSeKgf0Vo4NpR0CBENqkLet1nY0 nFw vnzi6DddLuJ01aYpzihiEOCCK6KeNWtt Aslae8 xBe3UwvV6mUR2zX3lnLOy7XO8YooL5mB6GdYyPX 6uPElin5zQ BHfuiYxKCrQwhLRQ4cdeN1XN=w640 h360 s no gm?authuser=0

উত্তেজনার সূত্রপাত ও দফায় দফায় হামলা:

কিশোরকে আটক করার খবর ছড়িয়ে পড়ার পর শনিবার রাতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাত ৯টার দিকে স্থানীয় মিছিলকারীরা কিশোরের বাড়ির সামনে জড়ো হয়ে প্রথমবার হামলা চালায়। এরপর রাত সাড়ে ১০টায় দ্বিতীয় দফায় আরেকটি মিছিল এসে কিশোরের দাদার বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় বাসিন্দা ও কিশোরের পরিবারের সদস্যরা জানান, পুলিশ ও সেনাবাহিনী তখন ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। রাত ১২টা থেকে ১টা পর্যন্ত এলাকায় পুলিশের টহল ছিল বলে পুলিশ জানিয়েছে।

রবিবারের সহিংসতা: পরিকল্পিত হামলার অভিযোগ

২৭ জুলাই, রোববার জোহরের নামাজের পর আবারও উত্তেজনা বৃদ্ধি পায়। পুলিশের ভাষ্য অনুযায়ী, হাজার হাজার লোক জড়ো হবে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং সেনাবাহিনীর সহায়তা চাওয়া হয়।

দুপুর ১টা থেকে পুলিশ মোতায়েন থাকলেও বিকেল সাড়ে ৩টার দিকে খিলালগঞ্জ বাজার থেকে আসা একদল মিছিলকারী ওই কিশোরের গ্রামে পৌঁছে হিন্দু পরিবারের বাড়িঘরে হামলা চালায়। পুলিশের বাধা দেওয়ার চেষ্টায় সংঘর্ষ বাধে, এতে একজন কনস্টেবল গুরুতর আহত হন এবং তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়।

পরে বিকেল সাড়ে ৪টার দিকে সেনাবাহিনী এসে ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সরেজমিনে দেখা যায়, আলদাতপুর নতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং এর আশপাশের এলাকা ছিল সেনা-পুলিশে ঘেরা।

AP1GczMW o2u41vEFpvKwF2G kN2W8Z6DSrGnxLokpmp2fz GRXrTAWSHlebIu7YKYXyq2oeH3d AIcA9aMuVNTESjCi5m3w2AJsI fC8uJvMU1lSdzDQ8GhN04bVrhibIIKuoNJXNw3G3XmNXAhz9Znw7wl=w1024 h768 s no gm?authuser=0

ক্ষতিগ্রস্ত পরিবার ও আতঙ্কের চিত্র:

রোববার রাত ও সোমবার সকালজুড়ে এলাকায় আতঙ্ক বিরাজ করেছে। প্রায় ৫০টি পরিবার বাড়ি ছেড়ে চলে গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। সোমবার সকালে দেখা যায়, ক্ষতিগ্রস্ত পরিবারগুলো গরু-ছাগল, হাঁস-মুরগি, ধান, আসবাবপত্র, এমনকি কাঁথা-তোশকও ভ্যানে করে সরিয়ে নিচ্ছে। কেউ কেউ তাদের মালামাল বিক্রি করতেও বাধ্য হচ্ছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলাকারীদের হাতে দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা ছিল। পুলিশের উপস্থিতিতে বাধা দেওয়া হলে পুলিশ সদস্যদেরও লক্ষ্য করে হামলা চালানো হয়। পরে পুলিশের পিছু হটার পর হামলাকারীরা একে একে প্রতিটি হিন্দু বাড়িতে প্রবেশ করে ভাঙচুর ও লুটপাট চালায়।

AP1GczOWAjAINwm rD4G0PUdHfH3B0bZ6Mpjz2bgB5VIGLxRCl5jFmZcx8bmfjNeV2FGYLQr4RrnwNbm72upO46x0YEg0mM hN8iL7ishNxm6Ts32BpXHWuHhtuu7mBLFPStK4xKV JchEht6EWDd1kX0ZqI=w1200 h800 s no gm?authuser=0

ক্ষতির বিবরণ:

স্থানীয় ইউপি সদস্য পরেশ চন্দ্র রায় ও অন্যান্য সূত্রের মতে, আক্রান্ত ঘরের সংখ্যা অন্তত ১৫টি। যাঁদের বাড়িতে ক্ষতি হয়েছে, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—ধরনী কান্ত মোহন্ত, ধনঞ্জয় কুমার, অতুল চন্দ্র, কমলা কান্ত ও দুলাল চন্দ্র।

রবীন্দ্রনাথ রায় নামের এক ব্যক্তি জানান, তাঁর স্ত্রীর এক ভরি স্বর্ণ, জমির দলিল এবং প্রয়োজনীয় কাপড়চোপড় লুট হয়ে গেছে। তাঁর স্ত্রী রোহেলা রানী বলেন, “যদি আবার আগুন দেয়, তবে আর কিছু থাকবে না।”

প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কালী রঞ্জন রায় জানান, বিদ্যালয়ের ৯৫% শিক্ষার্থী সনাতন ধর্মাবলম্বী। হামলার ভয়ে কোনো শিক্ষার্থী আসেনি।

AP1GczNlRG6U7IYf9IhLhb AQDFGRk7WgJpsdmclnVsSi63dpy6mJjOoL0oo5PIE NTdWrukcvpZxi4 0hxQqtDLTahNcyYKosqxa6Bsd9Ku vneRk3iNyeRgIgclnsCPUHQQ94FvI16EBomSdo fhv3WWDR=w1200 h800 s no gm?authuser=0

প্রশাসনিক প্রতিক্রিয়া:

ঘটনার পর রোববার সন্ধ্যায় খিলালগঞ্জ বাজারে উত্তেজিত জনতার সঙ্গে কথা বলতে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা। তিনি বলেন, “ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে। আমরা পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করছি।”

রংপুরের পুলিশ সুপার আবু সাইম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ইউএনও জানান, হামলার সঙ্গে কিশোরগঞ্জ উপজেলার মাগুরা ইউনিয়নের লোকজন জড়িত থাকতে পারে বলে তথ্য পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত ১৫টি পরিবারের তালিকা করা হয়েছে এবং তাঁদের আর্থিক ও অন্যান্য সহযোগিতার বিষয়ে কাজ চলছে।

তদন্ত ও মামলা:

এত বড় ঘটনা সত্ত্বেও সোমবার পর্যন্ত কোনো হামলাকারীর বিরুদ্ধে মামলা হয়নি এবং কাউকে আটক করা হয়নি। ওসি আল এমরান জানান, ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং এখনো পরিস্থিতি শান্ত রয়েছে।

স্থানীয়দের প্রশ্ন ও উদ্বেগ:

ঘটনার বিষয়ে এক তরুণী বলেন, “আমার কথা, আমরা চাই, যে দোষ করেছে, তাকে শাস্তির আওতায় আনা হোক। আমাদের নির্দোষ মানুষদের ঘরবাড়ি কেন ভাঙা হলো, লুটপাট কেন করা হলো?”

স্থানীয়রা মনে করছেন, এই ঘটনাকে কেন্দ্র করে পুরো একটি সনাতন পল্লির ওপর যেভাবে গণহামলা চালানো হয়েছে, তা স্পষ্টতই পরিকল্পিত ও সাম্প্রদায়িক সহিংসতার উদাহরণ।

তারিখ: ২৮ জুলাই, ২০২৫

এ বিষয়ে বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন: prothomalo, banglatribune, ajkerpatrika, dailyjanakantha, itvbd, prothomalo

Click here to read this article in English

আরো খবর পড়ুন

 

১২ বছরের শিশুকে ধর্ষণ 12-Year-Old Child Raped
শিশু

খাবারের লোভ দেখিয়ে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও বেল্ট দিয়ে পিটিয়ে হত্যা

রাজধানীর যাত্রাবাড়ীতে এক আবাসিক হোটেলে ১২ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধারের পর তদন্তে ধর্ষণ ও পাশবিক হত্যাকাণ্ডের মর্মান্তিক বিবরণ

Read More »
বাংলাদেশ ব্যাংকের Bangladesh Bank’s Controversial Dress
নারী

বাংলাদেশ ব্যাংকের বিতর্কিত পোশাকবিধি নির্দেশনা: নারী কর্মীদের পোশাকে বিধিনিষেধ

বাংলাদেশ ব্যাংকে সম্প্রতি তাদের সব স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য একটি নতুন পোশাকবিধি জারি করেছে, যা দেশব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত

Read More »
ঢাকায় হাসপাতালের পেছনেChild Raped Behind Hospital
শিশু

নির্মম নির্যাতন: ঢাকায় হাসপাতালের পেছনে ৯ বছরের পথশিশু ধর্ষণের শিকার

রাজধানী ঢাকার মহাখালী এলাকায় এক ভয়াবহ বর্বরতার শিকার হয়েছে নয় বছরের এক পথশিশু। সোমবার, ১৪ জুলাই ২০২৫, রাত আনুমানিক ৮টার

Read More »
হোটেলে আটকে শিশু ধর্ষণের Madrasa Teacher Arrested for Abducting
শিশু

নৃশংস অপরাধ: অপহরণ করে হোটেলে আটকে শিশু ধর্ষণের অভিযোগ, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে উঠে এসেছে মর্মান্তিক ও নৃশংস এক অভিযোগ। ১০ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে

Read More »
পাথর দিয়ে নির্মম হত্যা
মতামত

বাংলাদেশে সহিংসতার নতুন রূপ: যুবদলের হাতে পাথর দিয়ে নির্মম হত্যা—রাষ্ট্র কী করছে?

একটি রাষ্ট্র তখনই শক্তিশালী হয়ে ওঠে, যখন আইনের শাসন, মানবিকতা ও ন্যায়বিচার সবকিছুর উপরে থাকে। কিন্তু আজকের বাংলাদেশে এসব শব্দ

Read More »
অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণ Girl Abducted and Gang-Raped
অন্যান্য

সিলেটে বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণ: তিন গাড়িচালক গ্রেপ্তার

সিলেটের কানাইঘাট উপজেলায় বুদ্ধিপ্রতিবন্ধী এক তরুণীকে (১৮) অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজন গাড়িচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ জুলাই

Read More »
Scroll to Top