October 25, 2025 12:18 pm

অর্ধগলিত মরদেহ উদ্ধার: বরিশালে বিধবা নারীকে ধর্ষণ ও শ্বাসরোধ করে হত্যা

অর্ধগলিত মরদেহ উদ্ধার

বরিশালের উজিরপুর পৌরসদরে এক বিধবা নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নিহত নারীর নাম আলেয়া বেগম (৬০), তিনি তিন সন্তানের জননী এবং ওই এলাকার মৃত নূরে আলম তালুকদারের স্ত্রী হিসেবে পরিচিত ছিলেন। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে উজিরপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ভিআইপি সড়কের বাসা থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।

 

AP1GczN WVQA9sihrIW2TklC2o8UQ6ejC67hgujARJkkz dSH nKqay xf4Qc6MAs jLTxfHdyqoX7wEvJ5mbt6lrZqOkRBTHLMF3IZaK5CmbUQe835BWyoKUdsKn1ks2PM6oRa6j0C19sWWZQdCsJHKO9r=w800 h449 s no gm?authuser=0

অর্ধগলিত মরদেহটি উদ্ধারের সময় কক্ষের দরজা খোলা এবং আলেয়া বেগমের লাশ উলঙ্গ অবস্থায় ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। নিহত নারীর গলায় ওড়না পেঁচানো এবং মুখ গামছা দিয়ে ঢাকা ছিল বলে জানিয়েছেন উজিরপুর মডেল থানার কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম। তিনি বলেন, স্থানীয়দের মাধ্যমে তারা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

পুলিশ জানিয়েছে, নিহত আলেয়া বেগমের একমাত্র ছেলে মাহতাব হোসেন কর্মসূত্রে ঢাকায় বসবাস করেন এবং দুই মেয়ে তাদের শ্বশুরবাড়িতে বসবাস করেন। এই কারণে তিনি দীর্ঘদিন ধরে বাসায় একা থাকতেন। ঘটনার সময় বাসার আশপাশ দিয়ে পথচারীরা দুর্গন্ধ পেয়ে জানালা দিয়ে উঁকি দেন এবং কক্ষের মধ্যে অর্ধগলিত মরদেহ দেখতে পেয়ে চমকে ওঠেন। তারা তৎক্ষণাৎ স্থানীয়দের ডেকে পুলিশকে খবর দেন।

ঘটনাস্থলে উপস্থিত থাকা নিহত নারীর প্রতিবেশী আফসানা বেগম জানিয়েছেন, তিনি বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে আলেয়া বেগমকে খুঁজতে গেলে বাসার দরজা খোলা দেখতে পান এবং কক্ষের মধ্যে মেঝেতে উলঙ্গ অবস্থায় তার অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখেন। চমকে উঠে তিনি চিৎকার করলে স্থানীয় লোকজন জড়ো হয়ে থানা পুলিশকে ঘটনার কথা জানায়।

পুলিশ কর্মকর্তা আব্দুস সালাম জানিয়েছেন, প্রাথমিকভাবে তাদের ধারণা, দুইদিন আগে অজ্ঞাত দুর্বৃত্তরা আলেয়া বেগমকে শ্বাসরোধ করে হত্যা করেছে এবং হত্যাকাণ্ডের আগে তাকে ধর্ষণ করা হয়েছে বলে তারা সন্দেহ করছেন। তিনি আরও জানিয়েছেন, এই রহস্যজনক হত্যাকাণ্ডের মূল কারণ এবং ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের সনাক্ত করার জন্য পুলিশের একাধিক দল মাঠে কাজ শুরু করেছে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন উজিরপুর এবং বানারীপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) একরামুল আহাদ। তিনি ঘটনার মূল রহস্য দ্রুত উদ্‌ঘাটন এবং দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন।

এদিকে, এই হত্যাকাণ্ডের ঘটনার পর পুরো এলাকাজুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত তদন্ত এবং ন্যায়বিচারের আশায় আছেন। পুলিশ জানায়, হত্যা মামলার প্রস্তুতি চলছে এবং তারা অচিরেই তদন্তের অগ্রগতি জানাবেন বলে আশা করা হচ্ছে।

তারিখ: ১৯ জুন, ২০২৫

এ বিষয়ে বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন: manobkantha, bdnews24, dailyjanakantha

Click here to read this article in English

আরো খবর পড়ুন

পাথর দিয়ে নির্মম হত্যা স্বর্ণময়ীর মৃত্যু
মতামত

“ভচকানো” বাংলার প্রতিশোধ: স্বর্ণময়ীর মৃত্যু নয়, এক কর্মসংস্কৃতির চপেটাঘাত

“যার ব্রে’স্টের শেপ এরকম ভচকানো, তার বাংলাটা ভচকানো হবে।” এই এক বাক্যই যথেষ্ট বুঝিয়ে দেয়, কেমন বিষাক্ত মানসিকতা লুকিয়ে থাকে

Read More »
শৈলকুপায় প্রতিমা ভাঙচুর Idol Vandalism in Shailkupa
ধর্ম

শৈলকুপায় প্রতিমা ভাঙচুরের ঘটনায় প্রশ্ন, ষড়যন্ত্র নাকি মানসিক অসুস্থতা?

ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায় আসন্ন দুর্গাপূজাকে ঘিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। ভোররাতে ঘটে যাওয়া এই ঘটনায় সিসিটিভি ফুটেজের মাধ্যমে শনাক্ত

Read More »
হিন্দু নিশ্চিহ্নের ইহুদিদের ভাগ্য ইসলামের সাথে কমিউনিজমের দুর্গোৎসবে
মতামত

বিকাশ মজুমদারের কলামঃ ইসলামের সাথে কমিউনিজমের অবৈধ সম্পর্ক

ছোটবেলা থেকে শুনে আসছি বাম রাজনীতি করা লোকজন সাধারণত নিরীশ্বরবাদী হয়ে থাকেন। সুতরাং আপাত দৃষ্টিতে বাম রাজনৈতিক মতাদর্শের সাথে ইসলামের

Read More »
নবী মুহাম্মদ–কে কটূক্তি Prophet Muhammad Insult
ধর্ম

নবী মুহাম্মদ–কে কটূক্তির অভিযোগে প্রবাসীর বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ, পরে মামলা

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বেলজিয়ামপ্রবাসী এক যুবকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলাম ধর্ম ও নবী মুহাম্মদ –কে নিয়ে কটূক্তির অভিযোগ ওঠার

Read More »
বানিশান্তা যৌনপল্লি Banisanta Brothel at Risk
নারী

নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কায় বানিশান্তা যৌনপল্লি

বিশেষ প্রতিবেদন: তীব্র নদীভাঙন, বারংবার প্রাকৃতিক দুর্যোগ ও বৈশ্বিক উষ্ণায়নের শিকার হয়ে অস্তিত্বের সংকটে পড়েছেন বানিশান্তার শতাধিক পরিবার। অসংখ্যবার বাসস্থান

Read More »
Scroll to Top