চট্টগ্রামের সীতাকুণ্ডে ব্লগার ও অধিকারকর্মী আসাদ নূর – এর জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট শেয়ারকে কেন্দ্র করে এক হিন্দু যুবকের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ উঠেছে। শনিবার (৯ আগস্ট) দুপুরে স্থানীয় মুসলিম তৌহিদী জনতার পক্ষ থেকে অভিযোগ তোলার পর বিজয় দেবনাথ নামে ওই যুবককে গণপিটুনি দিয়ে থানায় সোপর্দ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বিজয় দেবনাথ সীতাকুণ্ড বাজার এলাকায় একটি কম্পিউটার দোকান পরিচালনা করেন। অভিযোগ অনুযায়ী, তিনি তার ব্যক্তিগত ইন্সটাগ্রাম স্টোরিতে আসাদ নূরের জন্মদিন উপলক্ষে একটি পোস্ট শেয়ার করেন। ওই পোস্টে তিনি লেখেন, “শুভ জন্মদিন আসাদ নূর। সর্বদা সত্য ও সঠিকটা বলতে পারা নির্ভীক সৈনিক।” এ বিষয়টি স্থানীয় কয়েকজন ব্যক্তি ধর্ম অবমাননাকর দাবি করে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন। বিজয় দেবনাথের বাড়ি সীতাকুণ্ডের প্রেমতলা এলাকায় বলে জানা গেছে।
শনিবার দুপুরে একদল যুবক বিজয় দেবনাথকে তার দোকান থেকে বের করে এনে মারধর করে এবং পরে তাকে সীতাকুণ্ড মডেল থানায় নিয়ে যায়। থানার সামনে উপস্থিত অবস্থায় কয়েকজনকে বলতে শোনা যায়, আসাদ নূরকে ‘প্রোমোট’ করার কারণে তারা বিজয় দেবনাথকে গণধোলাই দিয়ে সোপর্দ করেছে এবং পুলিশকে অনুরোধ করেছে তার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য।
এ সময় বিজয় দেবনাথকে থানায় সোপর্দকারী কয়েকজন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস (ইসকন) সম্পর্কেও মন্তব্য করে বলেন, “ইসকনের জায়গা এই বাংলায় হবে না, সীতাকুণ্ডে হবে না।” বিকেলের পর সীতাকুণ্ড বাজার এলাকায় ইসকন বিরোধী স্লোগান দিতে দেখা যায়, যা এলাকায় উত্তেজনা সৃষ্টি করে।
ঘটনার পর সন্ধ্যা পর্যন্ত বিজয় দেবনাথের বিরুদ্ধে কোনো মামলা হয়েছে কিনা বা তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়েছে কিনা— সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
তারিখ: ১০ আগস্ট, ২০২৫
Click here to read this article in English