December 15, 2025 4:14 pm

খিলক্ষেতে মন্দিরে হুমকি: মৌলবাদীদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম

খিলক্ষেতে মন্দিরে হুমকি

রাজধানীর খিলক্ষেতে রেলের জমিতে অস্থায়ীভাবে নির্মিত দুর্গা মন্দিরকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে চরম উত্তেজনাকর পরিস্থিতি। মৌলবাদীদল মন্দিরটি ২৪ ঘণ্টার মধ্যে অপসারণের দাবি জানায় এবং সোমবার (২৩ জুন) রাতে মিছিল করে তারা এই আল্টিমেটাম ঘোষণা করে। ঘটনার সূত্রপাত হয় যখন মন্দির কমিটি অস্থায়ী এই মন্দিরের সীমানায় পাকা দেয়াল নির্মাণের কাজ শুরু করে। মৌলবাদীরা মন্দিরটি মঙ্গলবার দুপুর ১২টার মধ্যে সরানোর দাবি তোলে।

 

AP1GczPCu3aZmQV2db93KB 3mJFTdDw34 3 k6UMuscClMPy7ll7uMhSOiYNB1Z2J6jytcDRmORH heS 1Z8iqBylH5gDILwahnNzkMe 0Pn9R5gJvx glJldbQAV6cuDjtmYNhfR6Z5F4u C mQNHqZsBM=w800 h450 s no gm?authuser=0

মন্দিরের সনাতন ধর্মাবলম্বী কমিটির সদস্য সুমন সুধা এই ঘটনার কথা সাংবাদিকদের জানান। তিনি বলেন, সোমবার গভীর রাতে অজ্ঞাত ব্যক্তিদের একটি দল মন্দিরে এসে জড়ো হয় এবং মঙ্গলবার বেলা ১২টার মধ্যে মন্দিরটি সরানোর আল্টিমেটাম দেয়। সুমন সুধা এই ঘটনার তীব্র উদ্বেগ জানিয়ে বলেন, এটি তাদের ধর্মীয় অধিকারের ওপর চাপ সৃষ্টি করার শামিল।

খিলক্ষেত থানার পরিদর্শক (তদন্ত) মো. আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার রাত সোয়া ১২টার দিকে তিনি ঘটনার কথা জানেন এবং তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেন। তিনি জানান, সনাতন ধর্মাবলম্বী নেতারা থানায় উপস্থিত হয়েছেন এবং পুলিশ তাদের সাথে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে। আশিকুর রহমান আরও বলেন, আগামীকাল স্থানীয় বাসিন্দাদের সাথেও বসে সমাধান খুঁজতে চেষ্টা করা হবে এবং কোনও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় তা তারা তদারকি করছেন।

মন্দিরটি অস্থায়ীভাবে খিলক্ষেতের রেলের জমিতে অবস্থিত বলে খিলক্ষেত থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন জানিয়েছেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে মন্দিরটি অস্থায়ীভাবে বসানো ছিল এবং এটি চারপাশে শুধু টিনের বেড়া দিয়ে ঘেরা ছিল। সোমবার মন্দির কর্তৃপক্ষ পাকা দেয়ালের কাজ শুরু করলে স্থানীয় বাসিন্দারা বাধা দেন এবং এর জের ধরে চরম উত্তেজনা সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে রাত ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণ নেয়।

মঙ্গলবার সকালে খিলক্ষেতে সেনাবাহিনী, র‌্যাব এবং বিজিবির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে এবং স্থানীয় বাসিন্দা ও মন্দির কমিটির সঙ্গে পৃথকভাবে বৈঠক করে। খিলক্ষেত থানার ওসি কামাল হোসেন জানিয়েছেন, উভয় পক্ষই প্রতিশ্রুতি দিয়েছেন যে আর কোনও ধরনের উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করবেন না। পাশাপাশি, মন্দিরটি রাখা বা না রাখার বিষয়ে সনাতন ধর্মাবলম্বী কমিটি এবং রেল কর্তৃপক্ষের মধ্যে আরেকটি বৈঠক হয়েছে। মন্দিরের ভবিষ্যৎ সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত রেল কর্তৃপক্ষই নেবে বলে তিনি জানান।

বর্তমানে খিলক্ষেত এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থান গ্রহণ করেছে এবং তারা নিয়মিতভাবে পরিস্থিতির ওপর নজর রাখছে। আগামী দিনগুলিতে মন্দিরটি রেলের জমিতে থাকা না থাকার চূড়ান্ত সিদ্ধান্ত কিভাবে নেওয়া হবে তা এখনও অমীমাংসিত রয়েছে।

তারিখ: ২৪ জুন, ২০২৫

এ বিষয়ে বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন: banglatribune

Click here to read this article in English

আরো খবর পড়ুন

ফটিকছড়িতে রাতভর গণপিটুনি Overnight Mob Beating in Fatikchhari
শিশু

ফটিকছড়িতে রাতভর গণপিটুনি: সেতুর সঙ্গে বেঁধে কিশোর হত্যা, আহত দুইজন

চট্টগ্রামের ফটিকছড়িতে চুরির সন্দেহে তিন কিশোরকে সেতুর রেলিংয়ের সঙ্গে বেঁধে রাতভর পিটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বেদনাদায়ক এই ঘটনায় ঘটনাস্থলেই নিহত

Read More »
আব্দুল্লাহ আল মাসুদ Abdullah Al Masud
অন্যান্য

বাংলাদেশী ব্লগার ও মানবাধিকার কর্মী মুফতি আব্দুল্লাহ আল মাসুদ ভারতে গ্রেফতার

নির্বাসিত বাংলাদেশী লেখক, ব্লগার ও মানবাধিকার কর্মী আব্দুল্লাহ আল মাসুদ ভারতে গ্রেফতার হয়েছেন। নভেম্বরের ৩ তারিখ পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কল্যাণী

Read More »
পাথর দিয়ে নির্মম হত্যা স্বর্ণময়ীর মৃত্যু
মতামত

“ভচকানো” বাংলার প্রতিশোধ: স্বর্ণময়ীর মৃত্যু নয়, এক কর্মসংস্কৃতির চপেটাঘাত

“যার ব্রে’স্টের শেপ এরকম ভচকানো, তার বাংলাটা ভচকানো হবে।” এই এক বাক্যই যথেষ্ট বুঝিয়ে দেয়, কেমন বিষাক্ত মানসিকতা লুকিয়ে থাকে

Read More »
শৈলকুপায় প্রতিমা ভাঙচুর Idol Vandalism in Shailkupa
ধর্ম

শৈলকুপায় প্রতিমা ভাঙচুরের ঘটনায় প্রশ্ন, ষড়যন্ত্র নাকি মানসিক অসুস্থতা?

ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায় আসন্ন দুর্গাপূজাকে ঘিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। ভোররাতে ঘটে যাওয়া এই ঘটনায় সিসিটিভি ফুটেজের মাধ্যমে শনাক্ত

Read More »
হিন্দু নিশ্চিহ্নের ইহুদিদের ভাগ্য ইসলামের সাথে কমিউনিজমের দুর্গোৎসবে
মতামত

বিকাশ মজুমদারের কলামঃ ইসলামের সাথে কমিউনিজমের অবৈধ সম্পর্ক

ছোটবেলা থেকে শুনে আসছি বাম রাজনীতি করা লোকজন সাধারণত নিরীশ্বরবাদী হয়ে থাকেন। সুতরাং আপাত দৃষ্টিতে বাম রাজনৈতিক মতাদর্শের সাথে ইসলামের

Read More »
Scroll to Top