September 15, 2025 6:44 am

গাজীপুরে পোশাক শ্রমিককে দলবদ্ধ ধর্ষণ ও থানায় যেতে বাধাদানের অভিযোগ: ৩ যুবকের নামে মামলা

গাজীপুরে পোশাক শ্রমিককে

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় এক নারী পোশাক শ্রমিককে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়, ওই নারীকে রাস্তা থেকে জোরপূর্বক তুলে নিয়ে পাশের জঙ্গলে নিয়ে গিয়ে তার ওপর পালাক্রমে শারীরিক নির্যাতন চালানো হয়। ধর্ষণের পর তাকে হুমকি দেওয়া হয় যেন তিনি ঘটনাটি কাউকে না জানান। পরবর্তীতে স্থানীয়ভাবে সালিশ বৈঠকের মাধ্যমে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয় এবং থানায় যেতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীর পরিবার।

 

৩৫ বছর বয়সী ওই নারী গাজীপুরের স্থানীয় সিআরসি নামক একটি পোশাক কারখানায় কর্মরত। তাঁর স্বামী জানান, ঘটনার দিন গত মঙ্গলবার (২০ মে) রাত ১১টার দিকে কাজ শেষে কারখানা থেকে তিনি ব্যাটারিচালিত অটোরিকশায় বাড়ির উদ্দেশে রওনা দেন। রাত সাড়ে ১১টার দিকে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের নতুন পটকা গ্রামের একটি দোকানের সামনে অটোরিকশা থেকে নেমে হেঁটে বাড়ি ফেরার পথে আগে থেকে ওঁৎ পেতে থাকা তিন যুবক তার পথরোধ করে।

অভিযোগ অনুযায়ী, অভিযুক্তরা ওই নারীকে জাপটে ধরে মুখ গামছা দিয়ে বেঁধে নিকটস্থ গজারি বনের ভেতরে নিয়ে যায় এবং সেখানে পালাক্রমে তাকে ধর্ষণ করে। ধর্ষণের পর বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দিয়ে তারা ঘটনাস্থল ত্যাগ করে। পরে তিনি নিজেই ফোন করে স্বামীকে জানালে তিনি গিয়ে তাঁকে উদ্ধার করেন।

 

AP1GczPVVQ4lc 2g029xF2d0cTM307LWOWCNhODisjBsOIuhHfyJxcdLNQVQbwOV060fvFy j207kh9VYcqcczl0KKNPW1DzDsvkWoriG v Zb56V1SVBJ 1L iBNI7zdgwVEaTz UubObTok3HtJ1xNIeaY=w863 h486 s no gm?authuser=0

 

পরদিন সকালে ভুক্তভোগীর পরিবার অভিযুক্তদের পরিবারের কাছে বিচার চাইলে, তাদের পক্ষ থেকে উল্টো হুমকি দেওয়া হয় এবং স্থানীয় সালিশ ডেকে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। থানায় না যাওয়ার জন্য চাপ দেওয়া হয় বলে জানানো হয়। দীর্ঘ চাপ ও হুমকি উপেক্ষা করে গত শুক্রবার (২৩ মে) বিকেলে ভুক্তভোগীর স্বামী গাজীপুরের শ্রীপুর থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

মামলায় নাম উল্লেখ করে তিন ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে। তাঁরা হলেন—নতুন পটকা গ্রামের সইদ আলীর ছেলে আল আমিন (২৭), সাইফুল ইসলামের ছেলে শান্ত (২৫) এবং মোন্তাজ উদ্দিনের ছেলে সুমন (২৬)। অভিযোগের পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে বলে জানায় পুলিশ।

গাজীপুর জেলার শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক জানান, ভুক্তভোগী নিজে বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে দুটি পুলিশ দল গঠন করে অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। তিনি আরও জানান, ধর্ষণের মতো গুরুতর অভিযোগের ঘটনায় যারা সালিশ বৈঠকের মাধ্যমে বিচার বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে, তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

ওসি আরও বলেন, “ভুক্তভোগী নারীকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং প্রয়োজনীয় আইনি সহায়তা নিশ্চিত করা হচ্ছে।”

এ ঘটনায় অভিযুক্তদের মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের ফোন বন্ধ পাওয়া যায়। পুলিশ জানিয়েছে, আসামিদের দ্রুত গ্রেপ্তারের লক্ষ্যে তৎপরতা অব্যাহত রয়েছে।

তারিখ: ২৬ মে, ২০২৫

এ বিষয়ে বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন: banglatribune, ajkerpatrika, ittefaq, ntvbd, bdnews24, kalerkantho

Click here to read this article in English

আরো খবর পড়ুন

হিন্দু নিশ্চিহ্নের ইহুদিদের ভাগ্য ইসলামের সাথে কমিউনিজমের
মতামত

বিকাশ মজুমদারের কলামঃ ইসলামের সাথে কমিউনিজমের অবৈধ সম্পর্ক

ছোটবেলা থেকে শুনে আসছি বাম রাজনীতি করা লোকজন সাধারণত নিরীশ্বরবাদী হয়ে থাকেন। সুতরাং আপাত দৃষ্টিতে বাম রাজনৈতিক মতাদর্শের সাথে ইসলামের

Read More »
নবী মুহাম্মদ–কে কটূক্তি Prophet Muhammad Insult
ধর্ম

নবী মুহাম্মদ–কে কটূক্তির অভিযোগে প্রবাসীর বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ, পরে মামলা

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বেলজিয়ামপ্রবাসী এক যুবকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলাম ধর্ম ও নবী মুহাম্মদ –কে নিয়ে কটূক্তির অভিযোগ ওঠার

Read More »
বানিশান্তা যৌনপল্লি Banisanta Brothel at Risk
নারী

নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কায় বানিশান্তা যৌনপল্লি

বিশেষ প্রতিবেদন: তীব্র নদীভাঙন, বারংবার প্রাকৃতিক দুর্যোগ ও বৈশ্বিক উষ্ণায়নের শিকার হয়ে অস্তিত্বের সংকটে পড়েছেন বানিশান্তার শতাধিক পরিবার। অসংখ্যবার বাসস্থান

Read More »
সীতাকুণ্ডে আসাদ নূরের
ধর্ম

সীতাকুণ্ডে আসাদ নূরকে জন্মদিনের শুভেচ্ছা জানানোয় ধর্ম অবমাননার অভিযোগে যুবক থানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে ব্লগার ও অধিকারকর্মী আসাদ নূর – এর জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট শেয়ারকে কেন্দ্র করে এক হিন্দু

Read More »
হিন্দু নিশ্চিহ্নের ইহুদিদের ভাগ্য ইসলামের সাথে কমিউনিজমের
মতামত

ইহুদিদের ভাগ্য লিখন । শেষ পর্ব । বিকাশ মজুমদার

প্রথম পর্বের পর…… মদিনায় হিজরত আরবের বিভিন্ন গোত্র গোষ্ঠী সবসময় পরস্পরের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত ছিল। এরমধ্যে মক্কাবাসীর অবস্থান সবথেকে সুবিধাজনক।

Read More »
হিন্দু নিশ্চিহ্নের ইহুদিদের ভাগ্য ইসলামের সাথে কমিউনিজমের
মতামত

ইহুদিদের ভাগ্য লিখন । প্রথম পর্ব । বিকাশ মজুমদার

ইসলামের উত্থানের হাজার আগে থেকেই সৌদি আরবে খুব সমৃদ্ধশালী ইহুদি সম্প্রদায় বসবাস করছিল। আরব উপদ্বীপের উত্তরাঞ্চলে মরুভূমির বৈরি পরিবেশে মরুদ্যান

Read More »
Scroll to Top