April 28, 2025 11:05 pm

অভিযুক্ত বৃদ্ধ গ্রেফতার
মুন্সিগঞ্জে খাবার ও বেলুনের লোভ দেখিয়ে দুই শিশুকে ধর্ষণের অভিযোগ

দুই শিশু

মুন্সিগঞ্জ সদরে ঘটনাটি ঘটেছে, পুলিশ অভিযুক্তকে আটক করেছে।

মুন্সিগঞ্জ সদর উপজেলায় খাবার ও বেলুনের লোভ দেখিয়ে দুই শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক বৃদ্ধের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। শুক্রবার (৭ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে মুন্সিগঞ্জ সদর থানা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

ধর্ষণের শিকার দুই শিশুর মধ্যে একজনের বয়স ৮ বছর এবং অন্যজনের বয়স ১০ বছর। শিশু দুটি মুন্সিগঞ্জ সদরে তাদের পরিবারের সঙ্গে একটি ভাড়া বাড়িতে বসবাস করত। অভিযুক্ত বৃদ্ধের নাম মোহাম্মদ সেকেন্দার আলী (৬৫)। তিনি ভ্রাম্যমাণ দোকানে শরবত বিক্রি করতেন। তার বাড়ি মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায়।

পুলিশের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, ২ মার্চ বেলা ৩টার দিকে সেকেন্দার আলী শিশু দুটিকে খাবার ও বেলুন কিনে দেওয়ার লোভ দেখিয়ে একটি নির্জন স্থানে নিয়ে যান। সেখানে তিনি তাদের ধর্ষণ করেন। ঘটনার পর শিশু দুটিকে বিষয়টি কারও কাছে প্রকাশ না করতে ভয়ভীতি দেখান তিনি।

পরিবারের সদস্যরা শিশু দুটির ভবিষ্যতের কথা চিন্তা করে ঘটনাটি গোপন রাখার চেষ্টা করেন। তবে শুক্রবার স্থানীয়ভাবে বিষয়টি জানাজানি হলে স্থানীয় বাসিন্দারা সেকেন্দার আলীকে আটক করেন। এরপর তারা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে পুলিশকে বিষয়টি জানান।

মুন্সিগঞ্জ সদর থানার পরিদর্শক সজীব দে সংবাদমাধ্যমকে জানান, “ভুক্তভোগী দুই শিশুর শরীরে ধর্ষণের আলামত পাওয়া গেছে। তাদের শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এক শিশুর মা বাদী হয়ে অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছেন।”

তবে পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে অভিযুক্ত সেকেন্দার আলী ধর্ষণের অভিযোগ স্বীকার করেননি। পুলিশ এখন ঘটনাটি তদন্ত করছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তারিখ: ৮ মার্চ, ২০২৪

তথ্যসূত্রঃ ঢাকাট্রিবিউন

আরো খবর পড়ুন

মুর্শিদাবাদ বিক্ষোভ
ধর্ম

মুর্শিদাবাদ বিক্ষোভ: বাংলাদেশ ও ইসলামি জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে সুপরিকল্পিত সহিংসতার অভিযোগ

সম্প্রতি মুর্শিদাবাদ জেলার সুতি, ধুলিয়ান এবং সামসেরগঞ্জসহ বেশ কয়েকটি অঞ্চলে ঘটে যাওয়া সহিংসতা রাজ্যের গোয়েন্দা মহলে গভীর উদ্বেগ ও নানা

Read More »
ছায়ায় প্রতিবন্ধী নারীরা
বাংলা

নিরাপত্তাহীনতার ছায়ায় প্রতিবন্ধী নারীরা: রংপুর, হবিগঞ্জ ও পিরোজপুরে প্রতিবন্ধী নারীদের উপর যৌন সহিংসতার ভয়াবহ অভিযোগ

বাংলাদেশের তিনটি জেলার পৃথক তিনটি ঘটনায় প্রতিবন্ধী নারীদের ওপর যৌন সহিংসতার গুরুতর অভিযোগ উঠেছে। এই ঘটনাগুলো একদিকে যেমন মানবাধিকারের চরম

Read More »
বিদেশী নারীকে ধর্ষণ Feni
নারী

বিদেশী নারীকে ধর্ষণ ও প্রতারণার অভিযোগে ফেনীতে মামলা, অভিযুক্ত গ্রেপ্তার

বাংলাদেশের ফেনী জেলার শর্শদি ইউনিয়নে থাইল্যান্ডের এক নারী নাগরিকের (৪০) দায়ের করা ধর্ষণ ও প্রতারণার মামলায় মোখসুদুর রহমান (৪৮) নামের

Read More »
ওয়াকফ আইন
ধর্ম

অশান্ত পশ্চিমবঙ্গ: বিতর্কিত ওয়াকফ আইন ঘিরে জ্বলছে প্রতিবাদের আগুন

ভারতের সংসদে পাস হওয়া বিতর্কিত ওয়াকফ (সংশোধন) আইন, ২০২৫-এর বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনা ও হুগলি জেলায় ব্যাপক

Read More »
Scroll to Top