সারা দেশে ধর্ষণ ও ধর্ষণচেষ্টার অভিযোগের অভিযোগে পুলিশ একইদিনে ছয়জনকে গ্রেপ্তার করেছে। বাংলাদেশে ধর্ষণ ও ধর্ষণচেষ্টার ঘটনা ক্রমাগত বেড়ে চলেছে, যা মানবাধিকার লঙ্ঘনের একটি অন্ধকার দিককে উন্মোচিত করছে। সম্প্রতি কুড়িগ্রাম, বগুড়া, কুমিল্লা, রাজশাহী, লক্ষ্মীপুর, সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলায় ধর্ষণ ও ধর্ষণচেষ্টার মোট ১০টি ঘটনা ঘটেছে। এসব ঘটনায় তবে সবচেয়ে মর্মান্তিক ঘটনা ঘটেছে কুড়িগ্রামের রাজারহাট উপজেলায়, যেখানে একটি কিশোরীকে ১৮ দিন ধরে আটকে রেখে ধর্ষণ করা হয়েছে।
কুড়িগ্রামের মর্মান্তিক ঘটনা
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের মধ্য সুলতান মাহমুদ গ্রামের এক কিশোরীকে গত ২ মার্চ অপহরণ করা হয়। লালমনিরহাট জেলার সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের চড়গকুন্ডা গ্রামের ফজলুল হক (৪৮) নামের এক ব্যক্তি এই কিশোরীকে জোরপূর্বক অপহরণ করে ১৮ দিন ধরে আটকে রেখে ধর্ষণ করে। এ সময় ধর্ষণের ভিডিও ধারণ করা হয় এবং কিশোরীকে ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।
ভুক্তভোগী কিশোরী জানান, ফজলুল হক ও তার স্ত্রী দীর্ঘদিন ধরে তাকে অনৈতিক কাজে জড়ানোর চেষ্টা করছিলেন। তিনি রাজি না হওয়ায় তাকে জোরপূর্বক অপহরণ করে ধর্ষণ করা হয়। কিশোরী আরও বলেন, “আমি বিচার চাই। এই অপরাধীদের শাস্তি পেতে হবে।”
গত বৃহস্পতিবার কুড়িগ্রাম ক্যাম্প সেনাবাহিনীর একটি দল অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধার করে পুলিশের হেফাজতে দেয়। পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ফজলুল হককে গ্রেপ্তার করা হয়েছে।
বগুড়ায় ভাইয়ের বিরুদ্ধে বোন ধর্ষণের অভিযোগ
বগুড়ার ধুনট উপজেলায় নববিবাহিত এক কিশোরীকে তার বড় ভাই সুজন মণ্ডল ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর মা ছেলের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। পুলিশ গত বুধবার রাতে সুজন মণ্ডলকে গ্রেপ্তার করে। সুজন মণ্ডল উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের চুনিয়াপাড়া আশ্রয়ণপল্লীর বাসিন্দা।
কুমিল্লায় চাচার বিরুদ্ধে ভাতিজি ধর্ষণের অভিযোগ
কুমিল্লার চান্দিনায় এবার চাচার বিরুদ্ধে ১১ বছরের ভাতিজিকে ধর্ষণের অভিযোগ উঠেছে। আবু সাঈদ (২১) নামের অভিযুক্ত টাকার লোভ দেখিয়ে এক বছর ধরে মাদরাসা শিক্ষার্থীকে ধর্ষণ করেছে বলে অভিযোগ রয়েছে। ভুক্তভোগীর মা চান্দিনা থানায় মামলা দায়ের করেছেন।
রাজশাহীতে আট বছরের শিশু ধর্ষণ
রাজশাহীর বাঘায় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত বুধবার উপজেলার চকছাতারী গ্রামের জয় হোসেন (১৮) শিশুটিকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
নবীনগরে শিশু ধর্ষণচেষ্টা: গণধোলাই
নবীনগরে সাত বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আব্দুল খালেদ (২৫) নামের এক যুবককে গণধোলাই দেওয়া হয়। পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।
ময়মনসিংহে মুয়াজ্জিন গ্রেপ্তার
ময়মনসিংহের গফরগাঁও থানা পুলিশ শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে হায়াতুল ইসলাম (২৬) নামের এক মুয়াজ্জিনকে গ্রেপ্তার করেছে। গত বুধবার রাতে ফুলপুর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাকে আটক করা হয়। তাকে ময়মনসিংহ আদালতে পাঠানো হয়েছে।
লক্ষ্মীপুরে দুই শিশু ধর্ষণচেষ্টা
লক্ষ্মীপুরে ছয় বছর বয়সী দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। মনির হোসেন ও রিপন হোসেন নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। লক্ষ্মীপুর আদালত তাদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
সিরাজগঞ্জে মাদরাসাছাত্র আটক
সিরাজগঞ্জের তাড়াশে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে ১২ বছর বয়সী এক মাদরাসাছাত্রকে আটক করেছে পুলিশ। উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের আড়ংগাইল গুচ্ছগ্রামের বাসিন্দা ওই কিশোর আড়ংগাইল দাখিল মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্র।
বেলকুচিতে বৃদ্ধ গ্রেপ্তার
সিরাজগঞ্জের বেলকুচিতে ৯ বছরের এক মাদরাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছর বয়সী হাজি আব্দুস সালামকে গ্রেপ্তার করা হয়েছে। উপজেলার কামারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
তারিখ: ২২ মার্চ, ২০২৫
তথ্যসূত্র: kalerkantho
Click here to read this article in English