October 31, 2025 8:55 am

একই দিনে চার নারী ও শিশু ধর্ষণের ঘটনা: চাঁদপুর, রংপুর, যশোর ও রাজশাহীতে

চার নারী ও শিশু
চাঁদপুর, রংপুর, যশোর ও রাজশাহীতে চারটি পৃথক ঘটনায় নারী ও শিশু ধর্ষণের অভিযোগ উঠেছে। এসব ঘটনায় পুলিশ ইতিমধ্যে দুজনকে গ্রেফতার করেছে এবং অন্যান্য অভিযুক্তদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রেখেছে। এই ঘটনাগুলো স্থানীয় সম্প্রদায় ও নারী ও শিশু অধিকার নিয়ে কাজ করে এমন মানবাধিকার সংগঠনগুলোর মধ্যে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি করেছে।

 

চাঁদপুর: আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে গৃহবধূ ধর্ষণের শিকার

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এক গৃহবধূ (৩৫) ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার দিবাগত রাতে মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নারী ওই ইউনিয়নে তার আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে গেলে আত্মীয়ের এক প্রতিবেশী তাকে ধর্ষণ করে। এ ঘটনায় মতলব উত্তর উপজেলার মৃত জয়নাল আবেদিন মিয়াজির ছেলে মামুন (৪৫) এবং একই এলাকার মফিজ মৃধার ছেলে আব্দুল মজিদ টুটুলকে (৪৩) আসামি করে মতলব উত্তর থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে ধর্ষণের সহযোগী মজিদ টুটুলকে গ্রেফতার করেছে। তবে মূল অভিযুক্ত মামুন এখনও পলাতক রয়েছে।

মতলব উত্তর থানার ওসি মো. রবিউল হক বলেন, “ধর্ষণের সহযোগী টুটুলকে গ্রেফতার করা হয়েছে। মূল অভিযুক্ত মামুনকে গ্রেফতারের জন্য অভিযান চলছে। ভুক্তভোগীর মেডিক্যাল পরীক্ষা বুধবার করা হবে।”

485743059 122114298050794668 3337594606279286056 n.jpg? nc cat=103&ccb=1 7& nc sid=127cfc& nc ohc=5fo0yXHhg IQ7kNvgHY5iOh& nc oc=AdkC7o5 h3O SVbljTz3y2bjgNGyMuyhlgFK8DLh6Wfk3o9HMxtjPv7WEqRwJYfgYDZjk9syxF98ujMzs0ecPB9l& nc zt=23& nc ht=scontent.fktm3 1

যশোর: ১১ বছরের শিশু ধর্ষণের অভিযোগ

যশোর সদর উপজেলায় ১১ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে শিশুটি অভিযোগ নিয়ে যশোর কোতোয়ালি থানায় যায়। চুড়ামনকাটি উত্তরপাড়ার পিয়ার আলীর ছেলে আব্দুর রহমানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করা হয়েছে। পুলিশ এখনও মামলা না হলেও অভিযুক্তকে গ্রেফতারের জন্য অভিযান শুরু করেছে।

শিশুটির অভিযোগ, তার মা ভিক্ষা করতে বাইরে গেলে আব্দুর রহমান তাদের বাড়িতে যাতায়াত শুরু করে। মোবাইল ফোন কিনে দেওয়ার লোভ দেখিয়ে আব্দুর রহমান তাকে কয়েকদিন ধরে ধর্ষণ করে আসছিল। ১৫ মার্চ সন্ধ্যায় শিশুটিকে পাশের একটি বন্ধ দোকানের সামনে ডেকে নিয়ে আবারও ধর্ষণ করা হয়। পরে শিশুটি তার মাকে ঘটনাটি জানায়।

শিশুটির মা বলেন, “আব্দুর রহমানের স্ত্রী আমাদের বাড়িতে এসে হুমকি দিয়েছে যে, যদি ধর্ষণের মামলা করা হয় তবে তাদের এলাকা ছাড়তে হবে।”

কোতোয়ালি থানার পরিদর্শক কাজী বাবুল হোসেন বলেন, “মেয়েটির সঙ্গে কথা বলা হয়েছে। পরিবারটি এখনও লিখিত অভিযোগ দেয়নি। তবে অভিযুক্তকে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।”

রাজশাহী: কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ

রাজশাহীর তানোর উপজেলায় এক কলেজছাত্রী (১৮) ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গত রবিবার তানোর উপজেলার চান্দুড়িয়া বাজারে এ ঘটনা ঘটে। সোমবার (১৭ মার্চ) তানোর থানায় ধর্ষণের মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ছাত্রীর বাবা।

মামলার আসামিরা হলেন চান্দুড়িয়া ইউনিয়নের দেওতলা গ্রামের ইকবাল হোসেন (২৮), তার বাবা আনছার আলী (৬৫) এবং একই গ্রামের চা দোকানি আবদুল মালেক (৬০)। বর্তমানে তারা পলাতক রয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, ঘটনার দিন বিকালে ওই কলেজছাত্রী তার শিক্ষকের বাসায় গাইড নিতে যাচ্ছিলেন। পথে পূর্বপরিচিত মুদি দোকানি ইকবাল তাকে ডাকে। ছাত্রী দোকানে গেলে চা দোকানি মালেক দোকানের শাটার নামিয়ে দেয় এবং ইকবাল তাকে ধর্ষণ করে। ঘটনা জানাজানি হলে সন্ধ্যায় ছাত্রীকে দোকান থেকে বের করে দেওয়া হয়। পরে অভিযুক্তের বাবা আনছার আলী ছাত্রীকে উল্টো দোষারোপ করে তার পরিবারের কাছে রেখে আসে।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, “এ ঘটনায় একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের জন্য অভিযান চলছে। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।”

রংপুর: স্কুলছাত্রীকে ভুট্টাক্ষেতে ধর্ষণের অভিযোগ

রংপুরের মিঠাপুকুর উপজেলায় ১২ বছরের এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে স্কুল থেকে বাসায় ফেরার পথে শাহ আলম নামে এক ব্যক্তি শিশুটিকে রাস্তা থেকে তুলে নিয়ে পাশের ভুট্টাক্ষেতে ধর্ষণ করে।

পুলিশ জানায়, শিশুটির চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এলে শাহ আলম পালিয়ে যায়। পরে বোরকা পরে পালানোর সময় তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মিঠাপুকুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

মিঠাপুকুর থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “আমরা অভিযুক্তকে গ্রেফতার করেছি এবং আইনি প্রক্রিয়া চলছে।”

উপসংহার

চাঁদপুর, রংপুর, যশোর ও রাজশাহীতে নারী ও শিশু ধর্ষণের এই ঘটনাগুলো সমাজে নারী ও শিশুদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। পুলিশের তদন্ত ও অভিযান চলমান থাকলেও, এই ধরনের ঘটনাগুলো প্রতিরোধে আরও কঠোর পদক্ষেপ ও সামাজিক সচেতনতা প্রয়োজন। নারী ও শিশুদের অধিকার নিয়ে কাজ করে এমন মানবাধিকার সংগঠনগুলো এই ঘটনাগুলোর তদন্তে স্বচ্ছতা ও ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

তারিখ: ২০ মার্চ, ২০২৫

তথ্যসূত্র: banglatribune

Click here to read this article in English

আরো খবর পড়ুন

পাথর দিয়ে নির্মম হত্যা স্বর্ণময়ীর মৃত্যু
মতামত

“ভচকানো” বাংলার প্রতিশোধ: স্বর্ণময়ীর মৃত্যু নয়, এক কর্মসংস্কৃতির চপেটাঘাত

“যার ব্রে’স্টের শেপ এরকম ভচকানো, তার বাংলাটা ভচকানো হবে।” এই এক বাক্যই যথেষ্ট বুঝিয়ে দেয়, কেমন বিষাক্ত মানসিকতা লুকিয়ে থাকে

Read More »
শৈলকুপায় প্রতিমা ভাঙচুর Idol Vandalism in Shailkupa
ধর্ম

শৈলকুপায় প্রতিমা ভাঙচুরের ঘটনায় প্রশ্ন, ষড়যন্ত্র নাকি মানসিক অসুস্থতা?

ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায় আসন্ন দুর্গাপূজাকে ঘিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। ভোররাতে ঘটে যাওয়া এই ঘটনায় সিসিটিভি ফুটেজের মাধ্যমে শনাক্ত

Read More »
হিন্দু নিশ্চিহ্নের ইহুদিদের ভাগ্য ইসলামের সাথে কমিউনিজমের দুর্গোৎসবে
মতামত

বিকাশ মজুমদারের কলামঃ ইসলামের সাথে কমিউনিজমের অবৈধ সম্পর্ক

ছোটবেলা থেকে শুনে আসছি বাম রাজনীতি করা লোকজন সাধারণত নিরীশ্বরবাদী হয়ে থাকেন। সুতরাং আপাত দৃষ্টিতে বাম রাজনৈতিক মতাদর্শের সাথে ইসলামের

Read More »
নবী মুহাম্মদ–কে কটূক্তি Prophet Muhammad Insult
ধর্ম

নবী মুহাম্মদ–কে কটূক্তির অভিযোগে প্রবাসীর বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ, পরে মামলা

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বেলজিয়ামপ্রবাসী এক যুবকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলাম ধর্ম ও নবী মুহাম্মদ –কে নিয়ে কটূক্তির অভিযোগ ওঠার

Read More »
বানিশান্তা যৌনপল্লি Banisanta Brothel at Risk
নারী

নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কায় বানিশান্তা যৌনপল্লি

বিশেষ প্রতিবেদন: তীব্র নদীভাঙন, বারংবার প্রাকৃতিক দুর্যোগ ও বৈশ্বিক উষ্ণায়নের শিকার হয়ে অস্তিত্বের সংকটে পড়েছেন বানিশান্তার শতাধিক পরিবার। অসংখ্যবার বাসস্থান

Read More »
Scroll to Top