October 30, 2025 8:54 pm

ছুরিকাঘাতে আহত ৫
পুরান ঢাকার তাঁতীবাজারে পূজামণ্ডপে পেট্রোল বোমা হামলা

তাঁতীবাজারে পূজামণ্ডপে পেট্রোল বোমা হামলা
পুরান ঢাকার তাঁতীবাজারে একটি পূজামণ্ডপে দুর্গা পূজা চলাকালীন পেট্রোল বোমা হামলা চালানো হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে এবং এর পরবর্তীতে ছুরিকাঘাতের ঘটনায় অন্তত পাঁচজন আহত হন। এই হামলায় এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়গুলোর ধর্মীয় উৎসবের সময় নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

 

স্থানীয়দের বর্ণনা অনুযায়ী, একদল যুবক পাশের একটি গলি থেকে পূজামণ্ডপের দিকে পেট্রোল ভর্তি কাচের বোতল ছুড়ে মারে। বোতলটি বিস্ফোরিত না হলেও আগুন ধরে যায়। তখন স্বেচ্ছাসেবকরা হামলাকারীদের ধরতে এগিয়ে এলে তারা ছুরিকাঘাত করে। এতে পাঁচজন আহত হন।

আহতদের মধ্যে রয়েছেন দীপ্ত দে (২৬), ঝন্টু ধর (৫০), খোকন ধর (৪০), সাগর ঘোষ (২৬) এবং মো. রমিজ উদ্দিন (৩০)। তারা সবাই স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন। কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন যে, তাদের অবস্থা স্থিতিশীল এবং আশঙ্কাজনক নয়।

পূজামণ্ডপে হামলার ঘটনার পর ঘটনাস্থলে পুলিশ ও গোয়েন্দা বাহিনী উপস্থিত হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক ঘটনাস্থলে এসে তদন্ত তদারকি করেন। তিনি সাংবাদিকদের বলেন, এই হামলার পিছনে একটি ছিনতাইয়ের ঘটনা জড়িত থাকতে পারে। এ পর্যন্ত তিনজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

লালবাগ বিভাগের উপকমিশনার জসীম উদ্দিন জানান, আটককৃত একজনের কাছ থেকে একটি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। আটককৃত সন্দেহভাজনরা হলেন গাইবান্ধার আকাশ (২৩), পটুয়াখালীর মো. হৃদয় (২৩) এবং নোয়াখালীর মো. জীবন (১৯)। তারা বর্তমানে কোতোয়ালি থানায় হেফাজতে রয়েছেন।

তবে তাঁতীবাজার পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিজয় শাহ পুলিশের এই বক্তব্যের সাথে একমত নন। তিনি দাবি করেন, পেট্রোল বোমা হামলা এবং ছিনতাই দুটি আলাদা ঘটনা। পূজামণ্ডপে এই হামলা একটি সুনির্দিষ্ট নাশকতামূলক কর্মকাণ্ড।

ঘটনাস্থলে রাত ১০টার দিকে গিয়ে দেখা যায়, পূজামণ্ডপের চারপাশে পুলিশ ও র‍্যাবের সদস্যরা নিরাপত্তা জোরদার করেছে। স্থানীয় বাসিন্দারা জানান, হামলার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং লোকজন ছোটাছুটি শুরু করে।

পূজামণ্ডপের নিরাপত্তায় স্বেচ্ছাসেবকরা নিয়োজিত ছিলেন। তাদের একজন জয় শাহ জানান, হামলাকারীরা পেট্রোল বোমা ছুড়ে মারার পর পালানোর চেষ্টা করে। স্বেচ্ছাসেবকরা তাদের ধরতে এগিয়ে এলে তারা ছুরিকাঘাত করে। এতে চারজন স্বেচ্ছাসেবক এবং একজন দর্শনার্থী আহত হন।

ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, পূজামণ্ডপের পাশের একটি গলিতে তিন যুবক জড়ো হয়ে আলোচনা করছেন। কিছুক্ষণ পর তারা পূজামণ্ডপের দিকে এগিয়ে হামলা চালায়। এই ফুটেজ তদন্তে সহায়তা করছে বলে পুলিশ জানিয়েছে।

এই ঘটনায় স্থানীয় সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। অনেকেই ধর্মীয় অনুষ্ঠানের সময় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন। কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং তদন্ত চলমান।

তারিখ: ১২ অক্টোবর, ২০২৪ [১]

Click here to read this article in English

পাথর দিয়ে নির্মম হত্যা স্বর্ণময়ীর মৃত্যু
মতামত

“ভচকানো” বাংলার প্রতিশোধ: স্বর্ণময়ীর মৃত্যু নয়, এক কর্মসংস্কৃতির চপেটাঘাত

“যার ব্রে’স্টের শেপ এরকম ভচকানো, তার বাংলাটা ভচকানো হবে।” এই এক বাক্যই যথেষ্ট বুঝিয়ে দেয়, কেমন বিষাক্ত মানসিকতা লুকিয়ে থাকে

Read More »
শৈলকুপায় প্রতিমা ভাঙচুর Idol Vandalism in Shailkupa
ধর্ম

শৈলকুপায় প্রতিমা ভাঙচুরের ঘটনায় প্রশ্ন, ষড়যন্ত্র নাকি মানসিক অসুস্থতা?

ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায় আসন্ন দুর্গাপূজাকে ঘিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। ভোররাতে ঘটে যাওয়া এই ঘটনায় সিসিটিভি ফুটেজের মাধ্যমে শনাক্ত

Read More »
হিন্দু নিশ্চিহ্নের ইহুদিদের ভাগ্য ইসলামের সাথে কমিউনিজমের দুর্গোৎসবে
মতামত

বিকাশ মজুমদারের কলামঃ ইসলামের সাথে কমিউনিজমের অবৈধ সম্পর্ক

ছোটবেলা থেকে শুনে আসছি বাম রাজনীতি করা লোকজন সাধারণত নিরীশ্বরবাদী হয়ে থাকেন। সুতরাং আপাত দৃষ্টিতে বাম রাজনৈতিক মতাদর্শের সাথে ইসলামের

Read More »
নবী মুহাম্মদ–কে কটূক্তি Prophet Muhammad Insult
ধর্ম

নবী মুহাম্মদ–কে কটূক্তির অভিযোগে প্রবাসীর বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ, পরে মামলা

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বেলজিয়ামপ্রবাসী এক যুবকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলাম ধর্ম ও নবী মুহাম্মদ –কে নিয়ে কটূক্তির অভিযোগ ওঠার

Read More »
বানিশান্তা যৌনপল্লি Banisanta Brothel at Risk
নারী

নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কায় বানিশান্তা যৌনপল্লি

বিশেষ প্রতিবেদন: তীব্র নদীভাঙন, বারংবার প্রাকৃতিক দুর্যোগ ও বৈশ্বিক উষ্ণায়নের শিকার হয়ে অস্তিত্বের সংকটে পড়েছেন বানিশান্তার শতাধিক পরিবার। অসংখ্যবার বাসস্থান

Read More »
Scroll to Top