মুরাদনগরে হিন্দু নারীকে ধর্ষণের অভিযোগে মামলা: অভিযুক্ত ফজর আলী এখনো পলাতক

ফজর আলী এখনো পলাতক

কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের বাহেরচর পাচকিত্তা গ্রামে হিন্দু সম্প্রদায়ের এক নারীকে ধর্ষণের অভিযোগে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। ফজর আলী নামের এক ব্যক্তির বিরুদ্ধে এ অভিযোগ ওঠে। বৃহস্পতিবার (২৬ জুন) দিবাগত রাতে ঘটে যাওয়া এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকাজুড়ে এবং অনলাইনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ঘটনার পরদিন শুক্রবার (২৭ জুন) ভুক্তভোগী নারী নিজেই বাদী হয়ে মুরাদনগর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

 

AP1GczMoaUm8 yu29JVAR5tZdm0Ei1r1aOY3g2QyGU4OCDpQYwzotMH4bjXxOX6BhAe0pvC gtuNAeGReMuGqldXhALIXj9sDnFbMBKfqDFLRc9nTNx JsfImDEArxDxoO7P5SWjNIfdWD WXNAoz0FKbq41=w1000 h600 s no gm?authuser=0

মামলায় অভিযুক্ত ফজর আলী (৩৮) একই গ্রামের শহীদ মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ফজর আলী গত কয়েক মাস ধরে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ গড়ে তুলেছেন এবং নিজেকে ইউনিয়ন পর্যায়ের দলীয় নেতা হিসেবে পরিচয় দিয়ে আসছেন।

ভুক্তভোগী নারীর অভিযোগ অনুযায়ী, তিনি প্রায় ১৫ দিন আগে হোমনা উপজেলার স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি বেড়াতে আসেন। বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টা থেকে ১১টার মধ্যে তার বাবা-মা বাড়ির বাইরে গেলে, অভিযুক্ত ফজর আলী তার বাড়িতে গিয়ে দরজা খুলতে বলেন। নারী দরজা খুলতে অস্বীকৃতি জানালে, ফজর আলী একপর্যায়ে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং তাকে ধর্ষণ করেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও প্রতিবেশীরা জানান, ধর্ষণের সময় ভুক্তভোগীর চিৎকার শুনে স্থানীয়রা সেখানে ছুটে যান। ভুক্তভোগীর চাচি শ্বরসতী বর্মন বলেন, “আমাদের হিন্দু সম্প্রদায়ের একটি পূজা চলছিল পাশের বাড়িতে। আমি সেখানে যেতে ঘর থেকে বের হই, তখন পাশের বাড়ি থেকে শব্দ শুনে ভয় পেয়ে পূজার অনুষ্ঠান থেকে লোক ডেকে আনি। পরে দরজা ভাঙা অবস্থায় দেখতে পাই এবং সকলে মিলে ভুক্তভোগীকে উদ্ধার করি।”

স্থানীয় বাসিন্দা সজীবও ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “রাত আনুমানিক সাড়ে দশটার দিকে চাচি এসে জানান তার পাশে কিছু হচ্ছে। আমরা সেখানে গিয়ে দরজা ভাঙা অবস্থায় দেখতে পাই এবং ভেতরে গিয়ে দেখি ফজর আলী ধর্ষণ করছে। আমরা তাকে ধরে মারধর করি এবং অনেকে সেই দৃশ্য ভিডিও করে ফেলে।”

এলাকার আরও কয়েকজন বাসিন্দা জানান, অভিযুক্ত ফজর আলী নিজেকে রাজনৈতিকভাবে সক্রিয় দাবি করলেও এলাকায় তার বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগ রয়েছে।

ভুক্তভোগীর চাচা নকুল বর্মন বলেন, “ঘরের দরজা ভেঙে আমার ভাতিজিকে ধর্ষণ করেছে। আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। আজ ভাতিজিকে ধর্ষণ করা হলো, কাল আমাদের পরিবারকেও টার্গেট করা হতে পারে। আমরা বিচার চাই, নিরাপত্তা চাই।”

ভুক্তভোগী নারী জানিয়েছেন, তার স্বামী দীর্ঘদিন ধরে প্রবাসে আছেন এবং তিনি দুই সন্তানের জননী। তিনি আরও বলেন, “ফজর আলীর সঙ্গে আমাদের পরিচয় ছিল পারিবারিকভাবে, মূলত টাকা ধার নেওয়ার সূত্রে। সেই সম্পর্ক কাজে লাগিয়েই সে বাড়িতে প্রবেশ করেছে।”

মামলার তদন্ত ও আইনগত অগ্রগতি সম্পর্কে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, “ভুক্তভোগী নারী নিজেই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত ফজর আলীকে গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান চলছে। তার অবস্থান শনাক্তে পুলিশের দুটি টিম কাজ করছে। ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষাও সম্পন্ন হয়েছে।”

তিনি আরও জানান, “এই ঘটনায় যেসব ব্যক্তি ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিয়েছে, তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এমন ঘটনা রেকর্ড এবং প্রচার করা অপরাধ এবং তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”

এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযুক্ত ফজর আলী পলাতক রয়েছেন।

তারিখ: ২৮ জুন, ২০২৫

এ বিষয়ে বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন: bdnews24, kalerkantho, manobkantha

Click here to read this article in English

আরো খবর পড়ুন

শিশুর গলায় ছুরি ধরে মাকে
নারী

পঞ্চগড়ে ডায়রিয়া আক্রান্ত শিশুর গলায় ছুরি ধরে মাকে গণধর্ষণ, আপোষের চাপ 

পঞ্চগড়ের সদর উপজেলায় এক মর্মান্তিক গণধর্ষণের ঘটনা ঘটেছে । শুক্রবার (৪ জুলাই) দিবাগত রাতে দুই বছর বয়সী একটি শিশুর গলায়

Read More »
উত্তেজনা: পদোন্নতির দিনে
বাংলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা: পদোন্নতির দিনে সহকারী অধ্যাপকের বিরুদ্ধে বিক্ষোভ, বোর্ড স্থগিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষক পদোন্নতিকে কেন্দ্র করে গত ৪ জুলাই ২০২৫ (শুক্রবার) একটি নজিরবিহীন উত্তেজনার সৃষ্টি হয়। প্রশাসনিক ভবনে তালা

Read More »
স্বামীকে রাতভর আটকে Gang-Rape of Housewife and Overnight Tortur
নারী

ভোলায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ ও স্বামীকে রাতভর আটকে রেখে নির্যাতনের অভিযোগ

ভোলার তজুমদ্দিন উপজেলায় সংঘবদ্ধ ধর্ষণ এবং চাঁদা আদায়ের উদ্দেশ্যে স্বামীকে আটকে রেখে মারধরের ঘটনায় স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে একটি মামলা

Read More »
নারীকে এসিডে দগ্ধ করে
নারী

অন্তঃসত্ত্বা নারীকে এসিডে দগ্ধ করে পলিথিনে মোড়ানো অবস্থায় ফেলে যায়

বরিশাল-ভোলা মহাসড়কের পাশে জঙ্গল থেকে হাত-পা বাঁধা এবং পলিথিনে মোড়ানো অবস্থায় তিন মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে জীবিত উদ্ধার করেছে পুলিশ।

Read More »
সংখ্যালঘুদের দেয়া একটি গালি
মতামত

বাংলাদেশে ‘মালাউনের বাচ্চা’ সংখ্যালঘুদের দেয়া একটি গালি!

প্রবাদে আছে, যদি কোন গ্রামের অবস্থা বুঝতে চাও। তবে সেই গ্রামের শিশুদের অবস্থা দেখে নিও। তাহলেই বুঝা যাবে গ্রামের অবস্থা।

Read More »
মাদ্রাসা শিক্ষার্থীরা সংখ্যালঘুদের কান্না
মতামত

সংখ্যালঘুদের কান্না, রাষ্ট্রের নীরবতা: মানবাধিকারের ভয়াবহ পরাজয়

ইন্ডিয়ায় একটা বাবরি মসজিদ ভাঙাকে কেন্দ্র করে সারা পৃথিবী তোলপাড় হয়ে গেলো। আমরা মুসলিমরা সেই দুঃখে এখনও কাঁদি। বাংলাদেশে প্রতি

Read More »
Scroll to Top