December 13, 2025 11:45 am

ফটিকছড়িতে রাতভর গণপিটুনি: সেতুর সঙ্গে বেঁধে কিশোর হত্যা, আহত দুইজন

ফটিকছড়িতে রাতভর গণপিটুনি Overnight Mob Beating in Fatikchhari

চট্টগ্রামের ফটিকছড়িতে চুরির সন্দেহে তিন কিশোরকে সেতুর রেলিংয়ের সঙ্গে বেঁধে রাতভর পিটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বেদনাদায়ক এই ঘটনায় ঘটনাস্থলেই নিহত হয়েছে রিহান উদ্দিন মাহিন (১৫) নামে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তার দুই বন্ধু—মানিক ও রাহাত।

ঘটনাটি ঘটে শুক্রবার ভোরে ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের সাকর আলী তালুকদারবাড়ি সংলগ্ন চেইঙ্গার ব্রিজ এলাকায়। নিহত মাহিন ওই এলাকার মুদি দোকানদার মুহাম্মদ লোকমানের একমাত্র ছেলে। তিনি কাঞ্চননগর বহুমুখী উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিলেন। পরিবারের দাবি, সন্তানকে উদ্ধার করতে ঘটনাস্থলে ছুটে গেলে মাহিনের বাবাকেও মারধর করা হয়।

AP1GczOXQRs3QGUDQZKoiinpZf6p8OxHb91P5WTDksMP66qUbmGfyzAvSsGApJZiUr v1ac09ydVCc vxn2Jo2KQxRXKjnyFJEAmyAdv9p8M0vl 9LKYDId09 bkx3Z8Kcd2gw2tQUjuAvnqLDT5zvxzDran=w970 h545 s no gm?authuser=0

 

ঘটনার বর্ণনা

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে চট্টগ্রাম নগর থেকে ঘুরে মাহিন ও তার দুই বন্ধু বাড়ি ফিরছিল। রাত প্রায় ৩টার দিকে তারা সিএনজিচালিত অটোরিকশায় করে এলাকায় প্রবেশ করলে ওত পেতে থাকা ৭–৮ জন যুবক তাদের ‘চোর’ সন্দেহে ধাওয়া করে।
জানমাল রক্ষায় তিন কিশোর পার্শ্ববর্তী হাফেজ বখতিয়ারের একটি নির্মাণাধীন ভবনের ছাদে উঠে আশ্রয় নেয়। তবে ধাওয়াকারীরা সেখানে পৌঁছে তাদের ছাদ থেকে নামিয়ে চেইঙ্গার ব্রিজের ওপর নিয়ে আসে। এরপর রশি দিয়ে সেতুর রেলিংয়ের সঙ্গে বেঁধে রাতভর মারধর করা হয়।

পরিবারের সদস্যরা জানান, রিহান পানি চাইলে তাকে পানি দিতেও বাধা দেওয়া হয়। আহত বাবাকেও ঘটনাস্থলে পিটিয়ে জখম করা হয়।

AP1GczMMsqL62QwzzEWz8Grf0F7ELCYP qxtGP9qGao8lA4DX4Vp h hvUbPw 2XiGJsUVGh3SuNUTrjJPxxOzO yfUptBQinNuIH R1D9gvlPHAhBzkrbPu2FpU9JXfge55Ml WsHnpKc sMxmjemB0hXYS=w1024 h576 s no gm?authuser=0

নিহত কিশোরের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য

মাহিনের ফুফু সুখী বেগম বলেন, তাদের চোখের সামনে ছেলেকে বেঁধে পেটানো হয়েছে। পানি চাইলেও তাকে তা দেওয়া হয়নি।
যে বাড়িতে তিন কিশোর আশ্রয় নিয়েছিল, সেই বাড়ির মালিক মোবারক জানান, তাঁর বাড়িতে কোনো চুরির ঘটনা ঘটেনি। চিৎকার শুনে ঘুম ভাঙলে দেখেন, কয়েকজন যুবক ওই তিন কিশোরকে ধরে নিয়ে যাচ্ছেন।

স্থানীয়রা জানান, তালুকদারবাড়ির একটি সড়কে রাত সাড়ে ৩টার দিকে কয়েকজন কিশোর দাঁড়িয়ে ছিল। তাদের দেখে কিছু লোক ‘চোর’ সন্দেহে ধাওয়া করে। তিনজন পালিয়ে নির্মাণাধীন ভবনের ছাদে উঠে। পরে সেখান থেকে নামিয়ে সেতুর ওপর বেঁধে মারধর করা হয়।
নিহত মাহিনের বাবা-মা ঘটনাস্থলে পৌঁছে ছেলেকে বাঁচানোর চেষ্টা করলে তাদের সামনেই মারধর করা হয়। বাবাও গুরুতর আহত হন।

কাঞ্চননগর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল কাদের চৌধুরী বলেন, চোর সন্দেহে এ ধরনের মারধর আইন-বহির্ভূত বলে তিনি স্থানীয়ভাবে জানতে পেরেছেন।

পুলিশের তথ্য

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বলেন, ভোর ৬টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখতে পান তিন কিশোর সেতুর রেলিংয়ের সঙ্গে বাঁধা অবস্থায় রয়েছে। এর মধ্যে মাহিন মারা গেছে। আহত মানিক ও রাহাতকে হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ‘নিহত পরিবারের সঙ্গে কথা বলে মনে হচ্ছে, এটি কেবল সাধারণ গণপিটুনি নয়। হামলাকারীরা একই গ্রামের হওয়ায় স্থানীয় পূর্ববিরোধের বিষয়ও তদন্তে বিবেচনায় আনা হচ্ছে।’

ঘটনার পর নোমান নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়। পরে আজাদ নামের আরও একজনকে আটক করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের অভিযান চলছে বলে ওসি জানান।

তারিখ: ২২ আগস্ট, ২০২৫

এ বিষয়ে বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন: ajkerpatrika, prothomalo, thedailystar, rtv, dailyjanakantha, dhakapost, desh.tv

Click here to read this article in English

আরো খবর পড়ুন

আব্দুল্লাহ আল মাসুদ Abdullah Al Masud
অন্যান্য

বাংলাদেশী ব্লগার ও মানবাধিকার কর্মী মুফতি আব্দুল্লাহ আল মাসুদ ভারতে গ্রেফতার

নির্বাসিত বাংলাদেশী লেখক, ব্লগার ও মানবাধিকার কর্মী আব্দুল্লাহ আল মাসুদ ভারতে গ্রেফতার হয়েছেন। নভেম্বরের ৩ তারিখ পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কল্যাণী

Read More »
পাথর দিয়ে নির্মম হত্যা স্বর্ণময়ীর মৃত্যু
মতামত

“ভচকানো” বাংলার প্রতিশোধ: স্বর্ণময়ীর মৃত্যু নয়, এক কর্মসংস্কৃতির চপেটাঘাত

“যার ব্রে’স্টের শেপ এরকম ভচকানো, তার বাংলাটা ভচকানো হবে।” এই এক বাক্যই যথেষ্ট বুঝিয়ে দেয়, কেমন বিষাক্ত মানসিকতা লুকিয়ে থাকে

Read More »
শৈলকুপায় প্রতিমা ভাঙচুর Idol Vandalism in Shailkupa
ধর্ম

শৈলকুপায় প্রতিমা ভাঙচুরের ঘটনায় প্রশ্ন, ষড়যন্ত্র নাকি মানসিক অসুস্থতা?

ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায় আসন্ন দুর্গাপূজাকে ঘিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। ভোররাতে ঘটে যাওয়া এই ঘটনায় সিসিটিভি ফুটেজের মাধ্যমে শনাক্ত

Read More »
হিন্দু নিশ্চিহ্নের ইহুদিদের ভাগ্য ইসলামের সাথে কমিউনিজমের দুর্গোৎসবে
মতামত

বিকাশ মজুমদারের কলামঃ ইসলামের সাথে কমিউনিজমের অবৈধ সম্পর্ক

ছোটবেলা থেকে শুনে আসছি বাম রাজনীতি করা লোকজন সাধারণত নিরীশ্বরবাদী হয়ে থাকেন। সুতরাং আপাত দৃষ্টিতে বাম রাজনৈতিক মতাদর্শের সাথে ইসলামের

Read More »
নবী মুহাম্মদ–কে কটূক্তি Prophet Muhammad Insult
ধর্ম

নবী মুহাম্মদ–কে কটূক্তির অভিযোগে প্রবাসীর বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ, পরে মামলা

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বেলজিয়ামপ্রবাসী এক যুবকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলাম ধর্ম ও নবী মুহাম্মদ –কে নিয়ে কটূক্তির অভিযোগ ওঠার

Read More »
Scroll to Top