April 27, 2025 8:46 pm

অভিযুক্ত বৃদ্ধ গ্রেপ্তার
কুমিল্লায় বাকপ্রতিবন্ধী তরুণী দলবদ্ধ ধর্ষণের শিকার

বাকপ্রতিবন্ধী তরুণী
কুমিল্লার লালমাই উপজেলায় এক বাকপ্রতিবন্ধী তরুণীকে চিপস কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইতিমধ্যে একজন বৃদ্ধকে গ্রেপ্তার করা হয়েছে এবং অপরজনকে আটকাতে পুলিশ তদন্ত ও অভিযান চালাচ্ছে। গতকাল বৃহস্পতিবার রাতে ভুক্তভোগীর বাবা লালমাই থানায় ধর্ষণের অভিযোগে দুজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন।

 

ঘটনার বিবরণ
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের পোহনকুচা গ্রামের একটি নির্মাণাধীন ভবনের শ্রমিকদের থাকার কক্ষে এ ধর্ষণের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে ওই বাকপ্রতিবন্ধী তরুণীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিমাদ্রি খিসা ঘটনাটি নিশ্চিত করে বলেন, “বাকপ্রতিবন্ধী তরুণীর বাবা একজন চা বিক্রেতা। ঘটনার পর বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। পরে ভুক্তভোগীর বাবা পুলিশকে জানালে পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে একজনকে গ্রেপ্তার করে। অপরজনকে আটকাতে অভিযান চলছে।”

মামলার বিবরণ
মামলায় অভিযুক্ত দুই ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে। তারা হলেন লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের পোহনকুচা গ্রামের মৃত আরব আলীর ছেলে মো. জাহাঙ্গীর (৫০) এবং মৃত রজ্জব আলীর ছেলে বাহার মিয়া (৫০)।

অভিযোগের পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে মামলার ১ নম্বর আসামি মো. জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামি বাহার মিয়াকে আটকাতে পুলিশ তদন্ত চালাচ্ছে।

ভুক্তভোগীর পরিবারের বক্তব্য
ধর্ষণের শিকার তরুণীর খালা ঘটনার বিস্তারিত বর্ণনা করে বলেন, “আমার বোনের মেয়ে শারীরিক ও বাক প্রতিবন্ধী। সে প্রতিদিন সকালে বাড়ির পাশের রাস্তায় হাঁটাহাঁটি করে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে বাড়ি থেকে বের হলে জাহাঙ্গীর তাকে সড়কের পাশের দুলালের দোকানে নিয়ে চিপস কিনে দেন। এরপর তাকে একটি নির্মাণাধীন ভবনের শ্রমিকদের থাকার কক্ষে নিয়ে যান। বিষয়টি জানতে পেরে আমি সকাল ৮টার দিকে ওই কক্ষে গিয়ে দেখি জাহাঙ্গীর ও বাহার মিয়া তাকে জোরপূর্বক ধর্ষণ করছেন। আমি বাহার মিয়াকে চড়-থাপ্পড় দিই। এরপর তারা দুজনেই পালিয়ে যায়।”

পুলিশের বক্তব্য
লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, “বাকপ্রতিবন্ধী তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার ১ নম্বর আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগীকে মেডিকেল পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা অপর আসামিকে আটকাতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি।”

তথ্যসূত্রঃ ইন্ডিপেন্ডেন্ট

তারিখঃ ০৮ মার্চ, ২০২৫

আরো খবর পড়ুন

মুর্শিদাবাদ বিক্ষোভ
ধর্ম

মুর্শিদাবাদ বিক্ষোভ: বাংলাদেশ ও ইসলামি জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে সুপরিকল্পিত সহিংসতার অভিযোগ

সম্প্রতি মুর্শিদাবাদ জেলার সুতি, ধুলিয়ান এবং সামসেরগঞ্জসহ বেশ কয়েকটি অঞ্চলে ঘটে যাওয়া সহিংসতা রাজ্যের গোয়েন্দা মহলে গভীর উদ্বেগ ও নানা

Read More »
ছায়ায় প্রতিবন্ধী নারীরা
বাংলা

নিরাপত্তাহীনতার ছায়ায় প্রতিবন্ধী নারীরা: রংপুর, হবিগঞ্জ ও পিরোজপুরে প্রতিবন্ধী নারীদের উপর যৌন সহিংসতার ভয়াবহ অভিযোগ

বাংলাদেশের তিনটি জেলার পৃথক তিনটি ঘটনায় প্রতিবন্ধী নারীদের ওপর যৌন সহিংসতার গুরুতর অভিযোগ উঠেছে। এই ঘটনাগুলো একদিকে যেমন মানবাধিকারের চরম

Read More »
বিদেশী নারীকে ধর্ষণ Feni
নারী

বিদেশী নারীকে ধর্ষণ ও প্রতারণার অভিযোগে ফেনীতে মামলা, অভিযুক্ত গ্রেপ্তার

বাংলাদেশের ফেনী জেলার শর্শদি ইউনিয়নে থাইল্যান্ডের এক নারী নাগরিকের (৪০) দায়ের করা ধর্ষণ ও প্রতারণার মামলায় মোখসুদুর রহমান (৪৮) নামের

Read More »
ওয়াকফ আইন
ধর্ম

অশান্ত পশ্চিমবঙ্গ: বিতর্কিত ওয়াকফ আইন ঘিরে জ্বলছে প্রতিবাদের আগুন

ভারতের সংসদে পাস হওয়া বিতর্কিত ওয়াকফ (সংশোধন) আইন, ২০২৫-এর বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনা ও হুগলি জেলায় ব্যাপক

Read More »
তামিলনাড়ুতে ঋতুস্রাবের
ধর্ম

ভারতের তামিলনাড়ুতে ঋতুস্রাবের সময় দলিত ছাত্রীকে বাইরে বসিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ

ভারতের তামিলনাড়ুতে ঋতুস্রাবের সময় দলিত ছাত্রীকে বাইরে বসিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠেছে। ঐ ছাত্রীকে শ্রেণিকক্ষে প্রবেশে নিষেধ করা হয় এবং

Read More »
Scroll to Top