September 15, 2025 6:06 am

অভিযুক্ত বৃদ্ধ গ্রেপ্তার
কুমিল্লায় বাকপ্রতিবন্ধী তরুণী দলবদ্ধ ধর্ষণের শিকার

বাকপ্রতিবন্ধী তরুণী
কুমিল্লার লালমাই উপজেলায় এক বাকপ্রতিবন্ধী তরুণীকে চিপস কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইতিমধ্যে একজন বৃদ্ধকে গ্রেপ্তার করা হয়েছে এবং অপরজনকে আটকাতে পুলিশ তদন্ত ও অভিযান চালাচ্ছে। গতকাল বৃহস্পতিবার রাতে ভুক্তভোগীর বাবা লালমাই থানায় ধর্ষণের অভিযোগে দুজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন।

 

ঘটনার বিবরণ
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের পোহনকুচা গ্রামের একটি নির্মাণাধীন ভবনের শ্রমিকদের থাকার কক্ষে এ ধর্ষণের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে ওই বাকপ্রতিবন্ধী তরুণীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিমাদ্রি খিসা ঘটনাটি নিশ্চিত করে বলেন, “বাকপ্রতিবন্ধী তরুণীর বাবা একজন চা বিক্রেতা। ঘটনার পর বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। পরে ভুক্তভোগীর বাবা পুলিশকে জানালে পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে একজনকে গ্রেপ্তার করে। অপরজনকে আটকাতে অভিযান চলছে।”

482085612 122103040688794668 7593525546404941112 n.jpg? nc cat=108&ccb=1 7& nc sid=127cfc& nc ohc=0bP9IgnE8p4Q7kNvgHSao2w& nc oc=AdlblTJDDfxqzjDv1qeZckxzoc1vlOIVS5u5OkYykWuwhKXRyxC14XgZPWilFL NVC35nphLTY6r3GhemHmnVDGw& nc zt=23& nc ht=scontent.fktm3 1

মামলার বিবরণ
মামলায় অভিযুক্ত দুই ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে। তারা হলেন লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের পোহনকুচা গ্রামের মৃত আরব আলীর ছেলে মো. জাহাঙ্গীর (৫০) এবং মৃত রজ্জব আলীর ছেলে বাহার মিয়া (৫০)।

অভিযোগের পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে মামলার ১ নম্বর আসামি মো. জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামি বাহার মিয়াকে আটকাতে পুলিশ তদন্ত চালাচ্ছে।

ভুক্তভোগীর পরিবারের বক্তব্য
ধর্ষণের শিকার তরুণীর খালা ঘটনার বিস্তারিত বর্ণনা করে বলেন, “আমার বোনের মেয়ে শারীরিক ও বাক প্রতিবন্ধী। সে প্রতিদিন সকালে বাড়ির পাশের রাস্তায় হাঁটাহাঁটি করে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে বাড়ি থেকে বের হলে জাহাঙ্গীর তাকে সড়কের পাশের দুলালের দোকানে নিয়ে চিপস কিনে দেন। এরপর তাকে একটি নির্মাণাধীন ভবনের শ্রমিকদের থাকার কক্ষে নিয়ে যান। বিষয়টি জানতে পেরে আমি সকাল ৮টার দিকে ওই কক্ষে গিয়ে দেখি জাহাঙ্গীর ও বাহার মিয়া তাকে ধর্ষণ করছেন। আমি বাহার মিয়াকে চড়-থাপ্পড় দিই। এরপর তারা দুজনেই পালিয়ে যায়।”

পুলিশের বক্তব্য
লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, “বাকপ্রতিবন্ধী তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার ১ নম্বর আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগীকে মেডিকেল পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা অপর আসামিকে আটকাতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি।”

তথ্যসূত্রঃ ইন্ডিপেন্ডেন্ট

তারিখঃ ০৮ মার্চ, ২০২৫

আরো খবর পড়ুন

হিন্দু নিশ্চিহ্নের ইহুদিদের ভাগ্য ইসলামের সাথে কমিউনিজমের
মতামত

বিকাশ মজুমদারের কলামঃ ইসলামের সাথে কমিউনিজমের অবৈধ সম্পর্ক

ছোটবেলা থেকে শুনে আসছি বাম রাজনীতি করা লোকজন সাধারণত নিরীশ্বরবাদী হয়ে থাকেন। সুতরাং আপাত দৃষ্টিতে বাম রাজনৈতিক মতাদর্শের সাথে ইসলামের

Read More »
নবী মুহাম্মদ–কে কটূক্তি Prophet Muhammad Insult
ধর্ম

নবী মুহাম্মদ–কে কটূক্তির অভিযোগে প্রবাসীর বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ, পরে মামলা

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বেলজিয়ামপ্রবাসী এক যুবকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলাম ধর্ম ও নবী মুহাম্মদ –কে নিয়ে কটূক্তির অভিযোগ ওঠার

Read More »
বানিশান্তা যৌনপল্লি Banisanta Brothel at Risk
নারী

নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কায় বানিশান্তা যৌনপল্লি

বিশেষ প্রতিবেদন: তীব্র নদীভাঙন, বারংবার প্রাকৃতিক দুর্যোগ ও বৈশ্বিক উষ্ণায়নের শিকার হয়ে অস্তিত্বের সংকটে পড়েছেন বানিশান্তার শতাধিক পরিবার। অসংখ্যবার বাসস্থান

Read More »
সীতাকুণ্ডে আসাদ নূরের
ধর্ম

সীতাকুণ্ডে আসাদ নূরকে জন্মদিনের শুভেচ্ছা জানানোয় ধর্ম অবমাননার অভিযোগে যুবক থানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে ব্লগার ও অধিকারকর্মী আসাদ নূর – এর জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট শেয়ারকে কেন্দ্র করে এক হিন্দু

Read More »
হিন্দু নিশ্চিহ্নের ইহুদিদের ভাগ্য ইসলামের সাথে কমিউনিজমের
মতামত

ইহুদিদের ভাগ্য লিখন । শেষ পর্ব । বিকাশ মজুমদার

প্রথম পর্বের পর…… মদিনায় হিজরত আরবের বিভিন্ন গোত্র গোষ্ঠী সবসময় পরস্পরের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত ছিল। এরমধ্যে মক্কাবাসীর অবস্থান সবথেকে সুবিধাজনক।

Read More »
হিন্দু নিশ্চিহ্নের ইহুদিদের ভাগ্য ইসলামের সাথে কমিউনিজমের
মতামত

ইহুদিদের ভাগ্য লিখন । প্রথম পর্ব । বিকাশ মজুমদার

ইসলামের উত্থানের হাজার আগে থেকেই সৌদি আরবে খুব সমৃদ্ধশালী ইহুদি সম্প্রদায় বসবাস করছিল। আরব উপদ্বীপের উত্তরাঞ্চলে মরুভূমির বৈরি পরিবেশে মরুদ্যান

Read More »
Scroll to Top