October 30, 2025 4:30 pm

বান্দরবানে ম্রো শিশুর ওপর নৃশংস নির্যাতন: ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ব্যক্তি পলাতক

বান্দরবানে ম্রো শিশুর

বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের একটি দুর্গম পাহাড়ি এলাকায় ১২ বছর বয়সী এক ম্রো কিশোরী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার রাতে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনার পর গুরুতর আহত অবস্থায় শিশুটিকে বান্দরবান জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

অভিযোগের ভিত্তিতে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি মেনইয়া ম্রো (৪০), পেশায় কৃষিজীবী। তিনি একই এলাকার বাকীছড়া বটতলী গোদার পাড়ার বাসিন্দা এবং স্থানীয়ভাবে আগে থেকেই তার বিরুদ্ধে খারাপ আচরণের অভিযোগ ছিল বলে জানিয়েছেন পাড়ার কয়েকজন। ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছে।

শিশুটির মা জানান, শনিবার সন্ধ্যায় মেনইয়া ম্রো তার মেয়ে ও আরেক কিশোরীকে সঙ্গে নিয়ে স্থানীয় ঝিরিতে কাঁকড়া ধরতে নিয়ে যান। কাঁকড়া ধরার কাজ করতে করতে রাত গভীর হয়ে গেলে তিনি শিশুদের জানান যে এত রাতে বাড়ি ফেরা সম্ভব হবে না এবং কাছাকাছি একটি জুমঘরে রাত কাটানোর প্রস্তাব দেন।

AP1GczMGPVHJMIezlsFYT0PN 1 m5vaFwQLW6EUEvCSlvCBPzWXvedu8xLXwqN0ioZHNpu6FxSqgZ3FQhXG4NbS75jY4OtMK8NGoRJdzR0moNqlMRjkqNtnnmBtegbIUtDjn uxH7naVy7zCd48gHybn2Fcj=w800 h453 s no gm?authuser=0

পাহাড়ি এলাকায় চাষের কাজে ব্যবহৃত এই জুমঘরে রাতের বেলায় অবস্থান করার সময় গভীর রাতে মেনইয়া ম্রো ১২ বছর বয়সী শিশুটিকে ধর্ষণ করেন বলে অভিযোগ করেছেন শিশুটির মা।

রাতের একপর্যায়ে শিশুটি রক্তাক্ত অবস্থায় চিৎকার করে একা বাড়িতে ফিরে আসে। তার মায়ের ভাষ্য, “মেয়ে বাড়িতে ফিরে রক্তাক্ত অবস্থায় অজ্ঞান হয়ে পড়ে। জিজ্ঞাসা করলে সে জানায়, মেনইয়া ম্রো তাকে ধর্ষণ করেছে।

রোববার সকাল ৮টার দিকে গুরুতর অবস্থায় শিশুটিকে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়। বান্দরবান সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. দিলীপ চৌধুরী জানান, “শিশুটিকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে আনা হয়। অতিরিক্ত রক্তক্ষরণে তার শরীর ফ্যাকাশে হয়ে গিয়েছিল। জরুরি ভিত্তিতে স্থানীয় কয়েকজন যুবকের সহযোগিতায় রক্ত সংগ্রহ করে অপারেশন শুরু করা হয়।”

অপারেশনের বিষয়ে তিনি আরও বলেন, “শিশুটির পায়ুপথ ও জরায়ুর ভেতরে ও বাইরে ৯০ শতাংশ কাটাছেঁড়া পাওয়া গেছে। প্রাথমিকভাবে যা ধর্ষণের ঘটনার সঙ্গে সঙ্গতিপূর্ণ। চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে এ ধরনের ক্ষত অন্য কোনো সাধারণ কারণে হওয়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ।”

ম্রো স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি তনয়া ম্রো জানিয়েছেন, “ওই এলাকায় কিছু ম্রো পরিবার বসবাস করে, যারা অত্যন্ত দরিদ্র। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে এর আগেও খারাপ আচরণের অভিযোগ শোনা গেছে।”

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুদ পারভেজ বলেন, “গতরাতে মাছ ধরার সময় শিশুটি ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে শিশুটি সদর হাসপাতালে চিকিৎসাধীন। ইতোমধ্যে আমরা একজন সন্দেহভাজনকে আটক করেছি এবং ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা প্রক্রিয়াধীন।”

বান্দরবান থানার উপ-পরিদর্শক (এসআই) আবু নাছের জানান, “কিশোরী ও তার পরিবারের সঙ্গে কথা বলে এবং চিকিৎসকদের কাছ থেকে প্রাপ্ত তথ্যে ধর্ষণের সত্যতা পাওয়া গেছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।”

তারিখ: ০৯ জুন, ২০২৫

এ বিষয়ে বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন: ittefaq, dailyjanakantha, prothomalo, bdnews24

Click here to read this article in English

আরো খবর পড়ুন

পাথর দিয়ে নির্মম হত্যা স্বর্ণময়ীর মৃত্যু
মতামত

“ভচকানো” বাংলার প্রতিশোধ: স্বর্ণময়ীর মৃত্যু নয়, এক কর্মসংস্কৃতির চপেটাঘাত

“যার ব্রে’স্টের শেপ এরকম ভচকানো, তার বাংলাটা ভচকানো হবে।” এই এক বাক্যই যথেষ্ট বুঝিয়ে দেয়, কেমন বিষাক্ত মানসিকতা লুকিয়ে থাকে

Read More »
শৈলকুপায় প্রতিমা ভাঙচুর Idol Vandalism in Shailkupa
ধর্ম

শৈলকুপায় প্রতিমা ভাঙচুরের ঘটনায় প্রশ্ন, ষড়যন্ত্র নাকি মানসিক অসুস্থতা?

ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায় আসন্ন দুর্গাপূজাকে ঘিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। ভোররাতে ঘটে যাওয়া এই ঘটনায় সিসিটিভি ফুটেজের মাধ্যমে শনাক্ত

Read More »
হিন্দু নিশ্চিহ্নের ইহুদিদের ভাগ্য ইসলামের সাথে কমিউনিজমের দুর্গোৎসবে
মতামত

বিকাশ মজুমদারের কলামঃ ইসলামের সাথে কমিউনিজমের অবৈধ সম্পর্ক

ছোটবেলা থেকে শুনে আসছি বাম রাজনীতি করা লোকজন সাধারণত নিরীশ্বরবাদী হয়ে থাকেন। সুতরাং আপাত দৃষ্টিতে বাম রাজনৈতিক মতাদর্শের সাথে ইসলামের

Read More »
নবী মুহাম্মদ–কে কটূক্তি Prophet Muhammad Insult
ধর্ম

নবী মুহাম্মদ–কে কটূক্তির অভিযোগে প্রবাসীর বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ, পরে মামলা

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বেলজিয়ামপ্রবাসী এক যুবকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলাম ধর্ম ও নবী মুহাম্মদ –কে নিয়ে কটূক্তির অভিযোগ ওঠার

Read More »
বানিশান্তা যৌনপল্লি Banisanta Brothel at Risk
নারী

নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কায় বানিশান্তা যৌনপল্লি

বিশেষ প্রতিবেদন: তীব্র নদীভাঙন, বারংবার প্রাকৃতিক দুর্যোগ ও বৈশ্বিক উষ্ণায়নের শিকার হয়ে অস্তিত্বের সংকটে পড়েছেন বানিশান্তার শতাধিক পরিবার। অসংখ্যবার বাসস্থান

Read More »
Scroll to Top