July 30, 2025 3:31 am

বান্দরবানে ম্রো শিশুর ওপর নৃশংস নির্যাতন: ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ব্যক্তি পলাতক

বান্দরবানে ম্রো শিশুর

বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের একটি দুর্গম পাহাড়ি এলাকায় ১২ বছর বয়সী এক ম্রো কিশোরী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার রাতে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনার পর গুরুতর আহত অবস্থায় শিশুটিকে বান্দরবান জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

অভিযোগের ভিত্তিতে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি মেনইয়া ম্রো (৪০), পেশায় কৃষিজীবী। তিনি একই এলাকার বাকীছড়া বটতলী গোদার পাড়ার বাসিন্দা এবং স্থানীয়ভাবে আগে থেকেই তার বিরুদ্ধে খারাপ আচরণের অভিযোগ ছিল বলে জানিয়েছেন পাড়ার কয়েকজন। ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছে।

শিশুটির মা জানান, শনিবার সন্ধ্যায় মেনইয়া ম্রো তার মেয়ে ও আরেক কিশোরীকে সঙ্গে নিয়ে স্থানীয় ঝিরিতে কাঁকড়া ধরতে নিয়ে যান। কাঁকড়া ধরার কাজ করতে করতে রাত গভীর হয়ে গেলে তিনি শিশুদের জানান যে এত রাতে বাড়ি ফেরা সম্ভব হবে না এবং কাছাকাছি একটি জুমঘরে রাত কাটানোর প্রস্তাব দেন।

AP1GczMGPVHJMIezlsFYT0PN 1 m5vaFwQLW6EUEvCSlvCBPzWXvedu8xLXwqN0ioZHNpu6FxSqgZ3FQhXG4NbS75jY4OtMK8NGoRJdzR0moNqlMRjkqNtnnmBtegbIUtDjn uxH7naVy7zCd48gHybn2Fcj=w800 h453 s no gm?authuser=0

পাহাড়ি এলাকায় চাষের কাজে ব্যবহৃত এই জুমঘরে রাতের বেলায় অবস্থান করার সময় গভীর রাতে মেনইয়া ম্রো ১২ বছর বয়সী শিশুটিকে ধর্ষণ করেন বলে অভিযোগ করেছেন শিশুটির মা।

রাতের একপর্যায়ে শিশুটি রক্তাক্ত অবস্থায় চিৎকার করে একা বাড়িতে ফিরে আসে। তার মায়ের ভাষ্য, “মেয়ে বাড়িতে ফিরে রক্তাক্ত অবস্থায় অজ্ঞান হয়ে পড়ে। জিজ্ঞাসা করলে সে জানায়, মেনইয়া ম্রো তাকে ধর্ষণ করেছে।

রোববার সকাল ৮টার দিকে গুরুতর অবস্থায় শিশুটিকে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়। বান্দরবান সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. দিলীপ চৌধুরী জানান, “শিশুটিকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে আনা হয়। অতিরিক্ত রক্তক্ষরণে তার শরীর ফ্যাকাশে হয়ে গিয়েছিল। জরুরি ভিত্তিতে স্থানীয় কয়েকজন যুবকের সহযোগিতায় রক্ত সংগ্রহ করে অপারেশন শুরু করা হয়।”

অপারেশনের বিষয়ে তিনি আরও বলেন, “শিশুটির পায়ুপথ ও জরায়ুর ভেতরে ও বাইরে ৯০ শতাংশ কাটাছেঁড়া পাওয়া গেছে। প্রাথমিকভাবে যা ধর্ষণের ঘটনার সঙ্গে সঙ্গতিপূর্ণ। চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে এ ধরনের ক্ষত অন্য কোনো সাধারণ কারণে হওয়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ।”

ম্রো স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি তনয়া ম্রো জানিয়েছেন, “ওই এলাকায় কিছু ম্রো পরিবার বসবাস করে, যারা অত্যন্ত দরিদ্র। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে এর আগেও খারাপ আচরণের অভিযোগ শোনা গেছে।”

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুদ পারভেজ বলেন, “গতরাতে মাছ ধরার সময় শিশুটি ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে শিশুটি সদর হাসপাতালে চিকিৎসাধীন। ইতোমধ্যে আমরা একজন সন্দেহভাজনকে আটক করেছি এবং ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা প্রক্রিয়াধীন।”

বান্দরবান থানার উপ-পরিদর্শক (এসআই) আবু নাছের জানান, “কিশোরী ও তার পরিবারের সঙ্গে কথা বলে এবং চিকিৎসকদের কাছ থেকে প্রাপ্ত তথ্যে ধর্ষণের সত্যতা পাওয়া গেছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।”

তারিখ: ০৯ জুন, ২০২৫

এ বিষয়ে বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন: ittefaq, dailyjanakantha, prothomalo, bdnews24

Click here to read this article in English

আরো খবর পড়ুন

অভিযোগে কিশোর গ্রেপ্তার
ধর্ম

রংপুরে ধর্ম অবমাননার অভিযোগে কিশোর গ্রেপ্তার, ১৫টি হিন্দু বসতঘর লণ্ডভণ্ড: আতঙ্কে সনাতন পল্লী

রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নের এক সনাতন ধর্মাবলম্বী কিশোরকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নবী মুহাম্মদ–কে কটূক্তি করার অভিযোগে গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র

Read More »
১২ বছরের শিশুকে ধর্ষণ 12-Year-Old Child Raped
শিশু

খাবারের লোভ দেখিয়ে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও বেল্ট দিয়ে পিটিয়ে হত্যা

রাজধানীর যাত্রাবাড়ীতে এক আবাসিক হোটেলে ১২ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধারের পর তদন্তে ধর্ষণ ও পাশবিক হত্যাকাণ্ডের মর্মান্তিক বিবরণ

Read More »
বাংলাদেশ ব্যাংকের Bangladesh Bank’s Controversial Dress
নারী

বাংলাদেশ ব্যাংকের বিতর্কিত পোশাকবিধি নির্দেশনা: নারী কর্মীদের পোশাকে বিধিনিষেধ

বাংলাদেশ ব্যাংকে সম্প্রতি তাদের সব স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য একটি নতুন পোশাকবিধি জারি করেছে, যা দেশব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত

Read More »
ঢাকায় হাসপাতালের পেছনেChild Raped Behind Hospital
শিশু

নির্মম নির্যাতন: ঢাকায় হাসপাতালের পেছনে ৯ বছরের পথশিশু ধর্ষণের শিকার

রাজধানী ঢাকার মহাখালী এলাকায় এক ভয়াবহ বর্বরতার শিকার হয়েছে নয় বছরের এক পথশিশু। সোমবার, ১৪ জুলাই ২০২৫, রাত আনুমানিক ৮টার

Read More »
হোটেলে আটকে শিশু ধর্ষণের Madrasa Teacher Arrested for Abducting
শিশু

নৃশংস অপরাধ: অপহরণ করে হোটেলে আটকে শিশু ধর্ষণের অভিযোগ, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে উঠে এসেছে মর্মান্তিক ও নৃশংস এক অভিযোগ। ১০ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে

Read More »
পাথর দিয়ে নির্মম হত্যা
মতামত

বাংলাদেশে সহিংসতার নতুন রূপ: যুবদলের হাতে পাথর দিয়ে নির্মম হত্যা—রাষ্ট্র কী করছে?

একটি রাষ্ট্র তখনই শক্তিশালী হয়ে ওঠে, যখন আইনের শাসন, মানবিকতা ও ন্যায়বিচার সবকিছুর উপরে থাকে। কিন্তু আজকের বাংলাদেশে এসব শব্দ

Read More »
Scroll to Top