March 14, 2025 8:37 am

শিক্ষক পলাতক
ইফতারে বেঁচে যাওয়া কমলা খাওয়ায় মাদ্রাসা ছাত্রকে হাত-পা বেঁধে পেটানোর অভিযোগ

মাদ্রাসা ছাত্র
ঝিনাইদহ সদর উপজেলায় এক মাদ্রাসা ছাত্রকে ইফতারের বেঁচে যাওয়া দুই কোয়া কমলা খাওয়ার অপরাধে হাত-পা বেঁধে পিটানোর অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মথুরাপুর আদর্শ ইয়াতিমখানায়। নির্যাতনের শিকার মাদ্রাসা ছাত্রকে বুধবার (৫ মার্চ) ঝিনাইদহ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক হাফেজ ইমরান হাওলাদার ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনাটি নিশ্চিত করে জানান, “নির্যাতনের শিকার কিশোরটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি।”

মাদ্রাসা ছাত্র ১

ঘটনার বিস্তারিত
ঘটনার সূত্রপাত হয় সোমবার (৩ মার্চ)। সেদিন এক ব্যক্তি মথুরাপুর আদর্শ এতিমখানায় শিশু-কিশোরদের জন্য ইফতারের আয়োজন করেন। ইফতার শেষে কিছু কমলা বেঁচে যায়। ওই বেঁচে যাওয়া কমলার মধ্যে থেকে দুই কোয়া কমলা খেয়ে ফেলে ওই কিশোর ছাত্র। বিষয়টি জানতে পেরে বুধবার সকালে শিক্ষক হাফেজ ইমরান হাওলাদার ছাত্রটিকে ডেকে নিয়ে হাত-পা বেঁধে পিটানোর অভিযোগ ওঠে।

নির্যাতিত মাদ্রাসা ছাত্রের পরিবারের সদস্যরা জানান, এতিমখানার ভেতরেই এই ঘটনাটি ঘটে। ছাত্রটির শরীরে লাঠি দিয়ে পেটানোর কারণে লাল দাগ পড়ে যায়। সহপাঠীরাও এই তথ্য নিশ্চিত করে। ঘটনার পর এলাকাবাসী এতিমখানায় জড়ো হয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং দায়ী শিক্ষকের বিচারের দাবি জানান।

মাদ্রাসা ছাত্র ২

শিক্ষকের পলায়ন ও প্রশাসনের পদক্ষেপ
ঘটনার পর পরই শিক্ষক হাফেজ ইমরান হাওলাদার এতিমখানা ছেড়ে পালিয়ে যান। এতিমখানা পরিচালনা কমিটি বিষয়টি জানার পর জরুরি বৈঠক করে। কমিটির সভাপতি মো. আলাউদ্দিন বলেন, “শিক্ষক ইমরানকে সাময়িকভাবে চাকরিচ্যুত করা হয়েছে। আমরা ঘটনাটি গুরুত্বের সঙ্গে নিয়েছি এবং নির্যাতিত ছাত্রের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে।”

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, “আমরা ঘটনাটি তদন্ত করছি। দায়ী ব্যক্তিকে আইনের আওতায় আনা হবে।”

মাদ্রাসা ছাত্র ৩

মানবাধিকার সংগঠন ও স্থানীয় বাসিন্দাদের প্রতিক্রিয়া
এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন। তারা দাবি করেন, এতিমখানার মতো একটি প্রতিষ্ঠানে শিশু-কিশোরদের নিরাপত্তা ও মানবাধিকার নিশ্চিত করা উচিত। এই ধরনের ঘটনা শিশুদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি।

মানবাধিকার সংগঠনগুলোর পক্ষ থেকে এই ঘটনায় তদন্তের দাবি উঠেছে। তারা বলছেন, শিশুদের প্রতি এই ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই ঘটনায় দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। ঝিনাইদহের মথুরাপুর আদর্শ এতিমখানায় ঘটে যাওয়া এই ঘটনা শিশু অধিকার ও মানবাধিকার লঙ্ঘনের একটি মর্মান্তিক উদাহরণ। এই ঘটনায় জড়িত অভিযুক্ত শিক্ষক হাফেজ ইমরান হাওলাদার এখনও পলাতক।

তারিখ: ৬ মার্চ ২০২৫

সূত্রঃ বিডিনিউজ২৪

Click here to read this article in English

আরো খবর পড়ুন

আট বছরের শিশু আছিয়া
শিশু

মাগুরার আট বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা
আরো তিন দিন আগেই মারা যায় আট বছরের শিশু আছিয়া

মাগুরার আট বছরের শিশু আছিয়া, যাকে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের শিকার হওয়ার পর সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল, আজ

Read More »
মন্টু চন্দ্র দাস
শিশু

বরগুনায় ধর্ষণ মামলার বাদীকে হত্যার অভিযোগ
মামলা দায়েরের পর ভুক্তভোগী শিশুর বাবা মন্টু চন্দ্র দাসের মরদেহ উদ্ধার

বরগুনায় নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে মামলা দায়েরের মাত্র ছয় দিন পর হত্যার শিকার হয়েছেন ভুক্তভোগী শিশুর বাবা মন্টু চন্দ্র দাস

Read More »
মানসিক ভারসাম্যহীন তরুণী
অন্যান্য

দুই আসামি আটক
সিলেটে মানসিক ভারসাম্যহীন তরুণীকে দলবেঁধে ধর্ষণ

সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন এলাকায় এক মানসিক ভারসাম্যহীন তরুণীকে দলবেঁধে ধর্ষণের মর্মান্তিক ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ

Read More »
মানসিক ভারসাম্যহীন
অন্যান্য

স্থানীয় নির্মাণশ্রমিক আটক
বান্দরবানে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানসিক ভারসাম্যহীন কিশোরীকে ধর্ষণের অভিযোগ

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় একটি মর্মান্তিক ঘটনায় স্থানীয় সম্প্রদায় ও প্রশাসন স্তম্ভিত হয়ে পড়েছে। খিয়াং ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানসিক ভারসাম্যহীন এক কিশোরীকে

Read More »
মার্কিন নারী
নারী

কক্সবাজারে মার্কিন নারীকে শ্লীলতাহানির অভিযোগ

কক্সবাজারে এক মার্কিন নারীকে শ্লীলতাহানির ঘটনায় স্থানীয় পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে। সোমবার (১০ মার্চ ২০২৫) সকাল ১০টার দিকে শহরের

Read More »
Scroll to Top