August 1, 2025 3:10 pm

লাকী রানী দে: এক অসহায় মায়ের কান্না

লাকী রানী দে
স্বামীর অকালমৃত্যুর পর সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন লাকী রানী দে। স্বামীর রেখে যাওয়া সামান্য সম্পদ ও গরু পালনের মাধ্যমে তিনি সংসার চালিয়ে যাচ্ছিলেন। পাঁচটি গরু ছিল তাঁর একমাত্র অবলম্বন, যার আয় দিয়ে তিনি সংসার ও দুই মেয়ের পড়াশোনার খরচ চালানোর পরিকল্পনা করেছিলেন। তবে দুর্বৃত্তদের হামলায় সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। সম্প্রতি এক চোরের দল তাঁর গোয়ালঘরের তালা ভেঙে চারটি গরু চুরি করে নিয়ে যায়, ফেলে যায় নিঃস্ব এক মা ও তার পরিবারকে।

 

লাকী রানী দে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের উত্তর ভবানীপুর গ্রামের বাসিন্দা। তাঁর স্বামী প্রশান্ত দে ভবানীগঞ্জ বাজার বাসস্ট্যান্ড এলাকায় একটি ছোট্ট পানের দোকান চালাতেন। প্রায় তিন বছর আগে তিনি আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান, সেই সঙ্গে লাকীর সাজানো সংসারও ভেঙে পড়ে। স্বামীর মৃত্যুর পর তিনি পরিবার চালানোর দায়িত্ব নেন এবং গরু পালন শুরু করেন। তাঁদের বড় মেয়ে রিয়া রানী দে এবারের এসএসসি পরীক্ষার্থী, আর ছোট মেয়ে রুহি রানী দে পঞ্চম শ্রেণিতে পড়ে।

লাকী রানী দে
লাকী রানী দে

পরিবারে নেমে এসেছে শোকের ছায়া

গত রোববার বিকেলে লাকীর বাড়িতে গিয়ে দেখা যায়, পাশের একটি ঘরে বিয়ের আয়োজন চললেও লাকীদের ঘর নীরব, শোকাবহ পরিবেশ। পরিবারের সবাই চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন।

লাকী রানী দে জানালেন, অর্থসংকটে পড়ে ১০-১৫ দিন আগে তিনি ৩৫ হাজার টাকায় একটি বলদ বিক্রি করেন। গোয়ালঘরে বাকি ছিল দুটি গাভি ও দুটি বাছুর। কিন্তু ২৮ ফেব্রুয়ারি রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর দুর্বৃত্তরা গোয়ালঘরের তালা কেটে গরুগুলো চুরি করে নিয়ে যায়। সকালে উঠে লাকি দেখেন, গোয়ালের দরজা খোলা, তালা ভাঙা, আর ভেতরে শূন্যতা। কথাগুলো বলতে বলতেই কান্নায় ভেঙে পড়েন তিনি।

চোখ মুছতে মুছতে লাকি রানী বললেন, ‘এই গরুগুলাই ছিল আমার সংসারের শেষ সম্বল। বড় মেয়ের সামনে পরীক্ষা, তার বই-খাতা, প্রাইভেট পড়ার খরচ দরকার। সব শেষ হয়ে গেল। চোরে মরা মানুষরে মারিয়া গেল!’

গরু চুরি রোধে পুলিশি তৎপরতা

প্রশান্ত দের ভাই বেচন দে জানিয়েছেন, তাঁরা ইতিমধ্যে জুড়ী থানায় লিখিত অভিযোগ করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শনও করেছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ফেব্রুয়ারি মাসে জুড়ী উপজেলার বিভিন্ন গ্রামে অন্তত ৩০টি গরু চুরির ঘটনা ঘটেছে। কয়েকটি ঘটনায় থানায় লিখিত অভিযোগ জমা দেওয়া হলেও চুরি বন্ধ হয়নি।

এ বিষয়ে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদুল আলম ভূঁইয়া বলেন, ‘প্রতিটি চুরির ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। গরু চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি আরও বলেন, ‘রাতে পুলিশের টহল বাড়ানো হয়েছে। তবে গ্রামবাসীদেরও নিজ নিজ এলাকায় পাহারার ব্যবস্থা করা উচিত।’

সোর্স: প্রথমআলো, ইত্তেফাক

Click here to read this article in English.

অভিযোগে কিশোর গ্রেপ্তার
ধর্ম

রংপুরে ধর্ম অবমাননার অভিযোগে কিশোর গ্রেপ্তার, ১৫টি হিন্দু বসতঘর লণ্ডভণ্ড: আতঙ্কে সনাতন পল্লী

রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নের এক সনাতন ধর্মাবলম্বী কিশোরকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নবী মুহাম্মদ–কে কটূক্তি করার অভিযোগে গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র

Read More »
১২ বছরের শিশুকে ধর্ষণ 12-Year-Old Child Raped
শিশু

খাবারের লোভ দেখিয়ে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও বেল্ট দিয়ে পিটিয়ে হত্যা

রাজধানীর যাত্রাবাড়ীতে এক আবাসিক হোটেলে ১২ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধারের পর তদন্তে ধর্ষণ ও পাশবিক হত্যাকাণ্ডের মর্মান্তিক বিবরণ

Read More »
বাংলাদেশ ব্যাংকের Bangladesh Bank’s Controversial Dress
নারী

বাংলাদেশ ব্যাংকের বিতর্কিত পোশাকবিধি নির্দেশনা: নারী কর্মীদের পোশাকে বিধিনিষেধ

বাংলাদেশ ব্যাংকে সম্প্রতি তাদের সব স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য একটি নতুন পোশাকবিধি জারি করেছে, যা দেশব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত

Read More »
ঢাকায় হাসপাতালের পেছনেChild Raped Behind Hospital
শিশু

নির্মম নির্যাতন: ঢাকায় হাসপাতালের পেছনে ৯ বছরের পথশিশু ধর্ষণের শিকার

রাজধানী ঢাকার মহাখালী এলাকায় এক ভয়াবহ বর্বরতার শিকার হয়েছে নয় বছরের এক পথশিশু। সোমবার, ১৪ জুলাই ২০২৫, রাত আনুমানিক ৮টার

Read More »
হোটেলে আটকে শিশু ধর্ষণের Madrasa Teacher Arrested for Abducting
শিশু

নৃশংস অপরাধ: অপহরণ করে হোটেলে আটকে শিশু ধর্ষণের অভিযোগ, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে উঠে এসেছে মর্মান্তিক ও নৃশংস এক অভিযোগ। ১০ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে

Read More »
পাথর দিয়ে নির্মম হত্যা
মতামত

বাংলাদেশে সহিংসতার নতুন রূপ: যুবদলের হাতে পাথর দিয়ে নির্মম হত্যা—রাষ্ট্র কী করছে?

একটি রাষ্ট্র তখনই শক্তিশালী হয়ে ওঠে, যখন আইনের শাসন, মানবিকতা ও ন্যায়বিচার সবকিছুর উপরে থাকে। কিন্তু আজকের বাংলাদেশে এসব শব্দ

Read More »
Scroll to Top