October 31, 2025 8:47 am

লালমনিরহাটের হাতীবান্ধায় ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে চাচা গ্রেপ্তার

হাতীবান্ধা
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় এক মর্মান্তিক ঘটনায় ৫ বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তি শিশুটির চাচা রাবিউল ইসলামকে পুলিশ গ্রেপ্তার করেছে। রোববার সন্ধ্যায় সংঘটিত এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়েছে।

 

ঘটনার বিবরণ

রোববার সন্ধ্যায় হাতীবান্ধা উপজেলায় রাবিউল ইসলাম তার ৫ বছর বয়সী ভাতিজিকে নিজ কক্ষে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষণ করে সে। শিশুটির চিৎকার শুনে বাড়ির অন্য সদস্যরা ঘটনাস্থলে ছুটে এলে রাবিউল ইসলাম পালিয়ে যায়। এ সময় শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

শিশুটিকে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার অবস্থার অবনতি দেখা দিলে তাকে লালমনিরহাট সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। শিশুটির বাবা জানান, তার মেয়ের অবস্থা এখনও সঙ্কটাপন্ন।

চিকিৎসক ও পুলিশের বক্তব্য

হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আনোয়ারুল হক ঘটনাটি নিশ্চিত করে বলেন, “৫ বছর বয়সী শিশুটিকে ধর্ষণ করা হয়েছে। তাকে রক্তাক্ত অবস্থায় আমাদের কাছে আনা হয়। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।”

হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন নবী জানান, অভিযুক্ত রাবিউল ইসলামকে ঘটনার পরই গ্রেপ্তার করা হয়েছে। শিশুটির বাবা সোমবার সকালে থানায় অভিযোগ দায়ের করেছেন। এরপর আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পরিবারের প্রতিক্রিয়া

শিশুটির বাবা ঘটনায় গভীর মর্মবেদনা প্রকাশ করে বলেন, “অভিযুক্ত রাবিউল ইসলাম আমার চাচাত ভাই। আমার মেয়ের অবস্থা খুবই খারাপ। তাকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা ন্যায়বিচার চাই।”

এলাকাবাসীর প্রতিক্রিয়া

এ ঘটনায় হাতীবান্ধা উপজেলায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা শিশুটির প্রতি নৃশংসতার নিন্দা জানিয়ে দ্রুত বিচার দাবি করেছেন। অনেকেই প্রশ্ন তুলেছেন, কীভাবে একজন চাচা তার নিজের ভাতিজির প্রতি এমন নিষ্ঠুরতা দেখাতে পারে।

আইনানুগ ব্যবস্থা

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত রাবিউল ইসলামকে গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। শিশুটির বাবা থানায় মামলা দায়ের করেছেন এবং আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, তারা মামলাটি দ্রুত তদন্ত করে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা করবে।

এই ঘটনা শিশু নির্যাতন ও নারী নির্যাতনের বিরুদ্ধে সমাজে আরও সচেতনতা ও কঠোর আইন প্রয়োগের প্রয়োজনীয়তা তুলে ধরেছে।

তথ্যসূত্র: samakal

তারিখঃ ১৭ মার্চ, ২০২৫

Click here to read this article in English

আরো খবর পড়ুন

পাথর দিয়ে নির্মম হত্যা স্বর্ণময়ীর মৃত্যু
মতামত

“ভচকানো” বাংলার প্রতিশোধ: স্বর্ণময়ীর মৃত্যু নয়, এক কর্মসংস্কৃতির চপেটাঘাত

“যার ব্রে’স্টের শেপ এরকম ভচকানো, তার বাংলাটা ভচকানো হবে।” এই এক বাক্যই যথেষ্ট বুঝিয়ে দেয়, কেমন বিষাক্ত মানসিকতা লুকিয়ে থাকে

Read More »
শৈলকুপায় প্রতিমা ভাঙচুর Idol Vandalism in Shailkupa
ধর্ম

শৈলকুপায় প্রতিমা ভাঙচুরের ঘটনায় প্রশ্ন, ষড়যন্ত্র নাকি মানসিক অসুস্থতা?

ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায় আসন্ন দুর্গাপূজাকে ঘিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। ভোররাতে ঘটে যাওয়া এই ঘটনায় সিসিটিভি ফুটেজের মাধ্যমে শনাক্ত

Read More »
হিন্দু নিশ্চিহ্নের ইহুদিদের ভাগ্য ইসলামের সাথে কমিউনিজমের দুর্গোৎসবে
মতামত

বিকাশ মজুমদারের কলামঃ ইসলামের সাথে কমিউনিজমের অবৈধ সম্পর্ক

ছোটবেলা থেকে শুনে আসছি বাম রাজনীতি করা লোকজন সাধারণত নিরীশ্বরবাদী হয়ে থাকেন। সুতরাং আপাত দৃষ্টিতে বাম রাজনৈতিক মতাদর্শের সাথে ইসলামের

Read More »
নবী মুহাম্মদ–কে কটূক্তি Prophet Muhammad Insult
ধর্ম

নবী মুহাম্মদ–কে কটূক্তির অভিযোগে প্রবাসীর বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ, পরে মামলা

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বেলজিয়ামপ্রবাসী এক যুবকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলাম ধর্ম ও নবী মুহাম্মদ –কে নিয়ে কটূক্তির অভিযোগ ওঠার

Read More »
বানিশান্তা যৌনপল্লি Banisanta Brothel at Risk
নারী

নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কায় বানিশান্তা যৌনপল্লি

বিশেষ প্রতিবেদন: তীব্র নদীভাঙন, বারংবার প্রাকৃতিক দুর্যোগ ও বৈশ্বিক উষ্ণায়নের শিকার হয়ে অস্তিত্বের সংকটে পড়েছেন বানিশান্তার শতাধিক পরিবার। অসংখ্যবার বাসস্থান

Read More »
Scroll to Top