ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায় আসন্ন দুর্গাপূজাকে ঘিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। ভোররাতে ঘটে যাওয়া এই ঘটনায় সিসিটিভি ফুটেজের মাধ্যমে শনাক্ত করে মনজের বিশ্বাস (৫০) নামের স্থানীয় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তি মানসিক প্রতিবন্ধী বলে দাবি করা হয়েছে।
ঘটনার সময় ও স্থান
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ভোররাতে শৈলকুপার ফুলহরি গ্রামের হরিতলা সর্বজনীন পূজা মন্দিরে প্রতিমা ভাঙচুর করা হয়। প্রত্যক্ষভাবে কেউ ঘটনাটি না দেখলেও মন্দিরে স্থাপন করা সিসিটিভি ক্যামেরার ভিডিওতে পুরো ভাঙচুরের চিত্র ধরা পড়ে। ভিডিওতে দেখা যায়, রাতের শেষ প্রহরে শৈলকুপা উপজেলারই স্থানীয় বাসিন্দা মনজের বিশ্বাস মন্দিরে প্রবেশ করেন এবং একে একে প্রতিমার মাথা ভেঙে ফেলেন। পরে তিনি ভাঙা অংশগুলো সরিয়ে নিয়ে গিয়ে পানিতে ফেলে দেন।
মন্দির কমিটির বক্তব্য
মন্দির কমিটির সভাপতি বিকাশ কুমার বিশ্বাস বলেন, “ভোর রাত চারটা পর্যন্ত আমাদের স্বেচ্ছাসেবীরা মন্দির পাহারা দিয়েছেন। তাদের সরে যাওয়ার পরপরই এ ঘটনা ঘটে। মনজের অসুর, কার্তিক ও সরস্বতীসহ মোট ছয়টি প্রতিমার মাথা ভেঙে ফেলেছেন। সকাল নয়টার দিকে এসে আমরা ভাঙচুরের বিষয়টি প্রত্যক্ষ করি।”
মন্দির কমিটির সাধারণ সম্পাদক তাপস বিশ্বাস জানান, “মনজের বিশ্বাস যেখানে পূজা হয়, সেখানেই তিনি উপস্থিত হন। আমাদের মন্দিরেও তিনি প্রায়ই আসেন, খাওয়াদাওয়া করেন। এখন এই ভাঙচুর তার মানসিক অস্থিরতার বহিঃপ্রকাশ, নাকি এর পেছনে কোনো পরিকল্পিত ষড়যন্ত্র রয়েছে—এ বিষয়ে আমরা নিশ্চিত নই। তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে বিষয়টি বিস্তারিত তদন্তের অনুরোধ জানিয়েছি।”
পুলিশি ব্যবস্থা ও তদন্ত
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান সাংবাদিকদের বলেন, “সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আমরা অভিযুক্ত মনজের বিশ্বাসকে আটক করেছি। ঘটনার তদন্ত চলছে এবং আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”
ঘটনার পর খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক, ঝিনাইদহের পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ সিদ্দিকী ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তারা স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন।
নিরাপত্তা ব্যবস্থা জোরদার
ঘটনার পরপরই খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক জেলার সব মন্দিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দেন। একই সঙ্গে দ্রুত নতুন প্রতিমা নির্মাণ করে পূজার কার্যক্রম যথাসময়ে সম্পন্ন করার পদক্ষেপ নিতে স্থানীয় পূজা উদযাপন কমিটিকে আশ্বস্ত করেন।
তারিখ: ২৩ সেপ্টেম্বর, ২০২৫
এ বিষয়ে বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন: prothomalo, kalerkantho, bdnews24, thefinancialpostbd
Click here to read this article in English




