September 15, 2025 3:59 am

রাজশাহীর বাগসারায় সাঁওতালপাড়ায় হামলা: ছয় দিন পরও মানুষশূন্য ১২টি বাড়ি

সাঁওতালপাড়ায় হামলা Devastating Attack Leaves Santals’ Homes

রাজশাহীর পবা উপজেলার বাগসারা গ্রামের সাঁওতালপাড়া ছয় দিন ধরে প্রায় জনমানবশূন্য। গত ৩০ জুলাই বুধবার দুপুর ও সন্ধ্যায় দুই দফা হামলার পর ক্ষুদ্র নৃগোষ্ঠীর ১২টি পরিবারের মধ্যে ১১টি পরিবার বাড়িঘর ছেড়ে চলে গেছে। কেবল এক বৃদ্ধা অচল অবস্থায় রয়ে গেছেন একটি বাড়িতে। ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, ভাঙচুর করা বাড়িঘরে ছড়িয়ে–ছিটিয়ে রয়েছে জিনিসপত্র, কোথাও পচে যাওয়া খাবার, কোথাও বিছানায় মশারি টাঙানো অবস্থায় পড়ে আছে কুকুর।

পটভূমি ও বসবাসের ইতিহাস

প্রায় পাঁচ বছর আগে বারনই নদীর তীরে পানি উন্নয়ন বোর্ডের(পাউবো) বাঁধের ওপর স্থানীয় তিনজন কাউন্সিলরের অনুমতিতে সাতটি সাঁওতাল, চারটি ধাঙ্গড় (ওরাঁও) এবং একটি রবিদাস সম্প্রদায়ের পরিবার বসতি স্থাপন করে। বাঁধের ঠিক পরেই রয়েছে স্থানীয় বিএনপি কর্মী মো. বাবলুর জমি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবারগুলো তাঁর জমির সামনে বসবাস শুরু করায় দীর্ঘদিন ধরে তিনি ক্ষুব্ধ ছিলেন বলে অভিযোগ রয়েছে, যদিও জমি সরকারি (পাউবো) হিসেবে উল্লেখ করা হয়েছে।

AP1GczPQm1uEehaPLE6NV4JISKFOrdVvUfQkPklH27Z9ruq q2exIWQqpzhEZLebzfCryXsOAy2sPoCRdelGy NAk2scMTWwZr7IQ4IJGu52LjT7lVBga725Nav1Qx8mFHRyRiVApqW9n1Aft6w9 Y8EqqX=w1170 h878 s no gm?authuser=0

ঘটনার সূচনা

স্থানীয়দের বর্ণনা অনুযায়ী, ঘটনার দিন সকালে বাবলুর সঙ্গে সাঁওতালপাড়ার বাসিন্দাদের কথা–কাটাকাটি ও হাতাহাতি হয়। অভিযোগ রয়েছে, বাবলু পাড়ার এক নারীকে অশালীন ভাষায় গালিগালাজ করলে নিষেধ করতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে পাড়ার কয়েকজন যুবক বাবলুকে আঘাত করে। বাবলুর স্ত্রী ডলি বেগমের দাবি, সেদিন সকালে কিছু বাসিন্দা বাড়ির সামনে দেশি মদ পান করছিলেন এবং বাবলু তাঁদের এভাবে প্রকাশ্যে মদ না খাওয়ার জন্য বললে এক নারী তাঁর শার্টের কলার ধরেন ও তাঁকে মারধর করা হয়।

দুই দফা হামলা

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের তথ্যমতে, প্রথম হামলা হয় দুপুরে, দ্বিতীয় হামলা সন্ধ্যার আগমুহূর্তে। সাঁওতালপাড়ার সর্দার শ্যামল মুর্মুর অভিযোগ, প্রথম হামলায় বাবলু ও তাঁর লোকজন হরি মুর্মু, তাঁর স্ত্রী ও মেয়েকে মারধর করে। পুলিশ এসে শান্ত থাকার নির্দেশ দিয়ে চলে গেলে কিছুক্ষণ পরই দ্বিতীয় হামলা হয়। হামলাকারীদের হাতে হাঁসুয়া, বল্লম ও ছোরা ছিল বলে অভিযোগ করেন শ্যামল। তাঁর দাবি, ওই আক্রমণের পর সবাই আতঙ্কে পালিয়ে যায়, কেউ বাড়ি থেকে কোনো কিছু নিয়ে যেতে পারেনি। নগদ টাকা, গৃহপালিত কবুতর ও অন্যান্য সামগ্রী লুট হয়েছে বলে অভিযোগ।

 

AP1GczNVFsE4xHaQ3O P9QLXab0amp0FtWzk8AbRZees3Fb4 kCRBpVRhiyROUb10mdhOzPjiQlsR4hxJ0ctqAs34El iZlfVfg99xrbYQ8DfPoLVVLpC0JJOuRifzhA22ttvy8BsJ3JfvlNXxHLuQrkDgU=w640 h360 s no gm?authuser=0

ফাঁকা বাড়ির চিত্র

হামলার ছয় দিন পর সোমবার সকালে দেখা যায়, বেশ কয়েকটি বাড়ি ভাঙচুরের চিহ্ন বহন করছে। কোথাও দরজা তালাবদ্ধ, কোথাও খোলা কিন্তু বাসিন্দাশূন্য। কিছু বাড়িতে বিছানায় মশারি টাঙানো, মেঝেতে পচে যাওয়া ভাত, রান্নাঘরে ছড়িয়ে–ছিটিয়ে থাকা আলু ও পেঁয়াজ দেখা গেছে। একটি বাড়ির ভেতরে দুটি কুকুর শুয়ে থাকতে দেখা যায়। কেবল হিমেন রবিদাসের বাড়িতে তাঁর শাশুড়ি অমলা দাসীকে পাওয়া যায়। নওগাঁর নিয়ামতপুর থেকে চিকিৎসার জন্য ১৫ দিন আগে এখানে আসা অমলা দাসী হাঁটতে পারেন না বলে সরে যাননি।

অভিযুক্ত পক্ষের বক্তব্য

বাবলুর স্ত্রী ডলি বেগম বলেন, তাঁদের জমির সামনে ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবারগুলো অত্যাচার করে ও জমির ফসল হতে দেয় না। তিনি দাবি করেন, মদ খেতে নিষেধ করায় তাঁর স্বামীকে মারধর করা হয়, পরে তাঁর স্বামী লোকজন নিয়ে গেলেও কাউকে মারেনি এবং বাসিন্দারা নিজেরাই ভয়ে পালিয়ে গেছে। ভাঙচুরের বিষয়ে তিনি বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকেরাই নিজের বাড়ি নিজেরা ভেঙেছে।

AP1GczMOAUaDKQuaS9N1uuHIBMIteoBVNJ4KR9cNq2uLv5W5AmW7YnrZ12gnPVmhdf6j293HIXHrnIkEDXLFXEoj4km EbEDRnvdMa4DCLILTiZVhGJVgSFHSCrn1 q3iVBhTCXd7KyPLLzR1yw5cO3XhU4G=w640 h359 s no gm?authuser=0

প্রশাসনিক পদক্ষেপ

পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত আমান আজিজ জানান, সাঁওতালদের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পবা থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে। পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, উভয়পক্ষই থানায় অভিযোগ দিয়েছে। আহতদের চিকিৎসা সহায়তা ও মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে। তবে এখনো মামলা দায়ের করা হয়নি। পুলিশ ঘটনার তদন্ত করছে, সংশ্লিষ্টতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।

বর্তমান অবস্থা

বাগসারার সাঁওতালপাড়া এখনো আতঙ্কে নিস্তব্ধ। ১২টি বাড়ির মধ্যে ১১টি বাড়ি ফাঁকা, ছড়িয়ে–ছিটিয়ে পড়ে আছে ভাঙচুর ও লুটপাটের চিহ্ন। ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাসিন্দারা ভয়ে ফিরতে পারছেন না। অভিযুক্ত পক্ষ অভিযোগ অস্বীকার করলেও, ক্ষতিগ্রস্তদের দাবি—হামলার ফলে তাঁরা জীবিকা, সম্পদ ও আশ্রয় হারিয়েছেন। প্রশাসনিক তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ এলাকায় স্বাভাবিকতা ফেরার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

তারিখ: ০৫ আগস্ট, ২০২৫

এ বিষয়ে বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন: prothomalo, jugantor, ajkerpatrika, ittefaq

Click here to read this article in English

আরো খবর পড়ুন

হিন্দু নিশ্চিহ্নের ইহুদিদের ভাগ্য ইসলামের সাথে কমিউনিজমের
মতামত

বিকাশ মজুমদারের কলামঃ ইসলামের সাথে কমিউনিজমের অবৈধ সম্পর্ক

ছোটবেলা থেকে শুনে আসছি বাম রাজনীতি করা লোকজন সাধারণত নিরীশ্বরবাদী হয়ে থাকেন। সুতরাং আপাত দৃষ্টিতে বাম রাজনৈতিক মতাদর্শের সাথে ইসলামের

Read More »
নবী মুহাম্মদ–কে কটূক্তি Prophet Muhammad Insult
ধর্ম

নবী মুহাম্মদ–কে কটূক্তির অভিযোগে প্রবাসীর বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ, পরে মামলা

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বেলজিয়ামপ্রবাসী এক যুবকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলাম ধর্ম ও নবী মুহাম্মদ –কে নিয়ে কটূক্তির অভিযোগ ওঠার

Read More »
বানিশান্তা যৌনপল্লি Banisanta Brothel at Risk
নারী

নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কায় বানিশান্তা যৌনপল্লি

বিশেষ প্রতিবেদন: তীব্র নদীভাঙন, বারংবার প্রাকৃতিক দুর্যোগ ও বৈশ্বিক উষ্ণায়নের শিকার হয়ে অস্তিত্বের সংকটে পড়েছেন বানিশান্তার শতাধিক পরিবার। অসংখ্যবার বাসস্থান

Read More »
সীতাকুণ্ডে আসাদ নূরের
ধর্ম

সীতাকুণ্ডে আসাদ নূরকে জন্মদিনের শুভেচ্ছা জানানোয় ধর্ম অবমাননার অভিযোগে যুবক থানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে ব্লগার ও অধিকারকর্মী আসাদ নূর – এর জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট শেয়ারকে কেন্দ্র করে এক হিন্দু

Read More »
হিন্দু নিশ্চিহ্নের ইহুদিদের ভাগ্য ইসলামের সাথে কমিউনিজমের
মতামত

ইহুদিদের ভাগ্য লিখন । শেষ পর্ব । বিকাশ মজুমদার

প্রথম পর্বের পর…… মদিনায় হিজরত আরবের বিভিন্ন গোত্র গোষ্ঠী সবসময় পরস্পরের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত ছিল। এরমধ্যে মক্কাবাসীর অবস্থান সবথেকে সুবিধাজনক।

Read More »
হিন্দু নিশ্চিহ্নের ইহুদিদের ভাগ্য ইসলামের সাথে কমিউনিজমের
মতামত

ইহুদিদের ভাগ্য লিখন । প্রথম পর্ব । বিকাশ মজুমদার

ইসলামের উত্থানের হাজার আগে থেকেই সৌদি আরবে খুব সমৃদ্ধশালী ইহুদি সম্প্রদায় বসবাস করছিল। আরব উপদ্বীপের উত্তরাঞ্চলে মরুভূমির বৈরি পরিবেশে মরুদ্যান

Read More »
Scroll to Top