September 7, 2025 10:44 am

১০ টাকার প্রলোভনে মানসিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে পোস্টমাস্টার আটক

১০ টাকার প্রলোভনে মানসিক Postmaster Arrested for Allegedly Raping

সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ি ইউনিয়নের বাবুলিয়া পোস্ট অফিসে ১০ টাকার প্রলোভনে আট বছরের মানসিক প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত পোস্টমাস্টার শেখ শহিদুল ইসলাম (৫৫)–কে স্থানীয় জনতা আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করেছে। রবিবার (৩ আগস্ট) দুপুরে এই ঘটনা ঘটে।

AP1GczPt 2Rm9Q7T4cgM4k0bHMdV3QGtw6loyw5otzEJ qdOU5OXgGRQ9H9kpcOmN EQf43IW2llp9nNVlkbRkHpK6oLvHuW1r4EL61i7KvR9YSITVbAYQ2bQaXWkTQcMZdZZmirYdB BYB90RviN58gUhzE=w465 h280 s no gm?authuser=0

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটি তার মায়ের প্রথম স্বামীর সন্তান। বাবার সঙ্গে মায়ের বিচ্ছেদের পর তার মা পাশের বাঁশঘাটা গ্রামে দ্বিতীয় বিয়ে করেন। বাবুলিয়া গ্রামে মেয়েটির পিতার বাড়ি হওয়ায় প্রায় প্রতিদিনই সে পোস্ট অফিসের সামনে দিয়ে মায়ের সঙ্গে দেখা করতে যাওয়া-আসা করত। রবিবার সকালে মায়ের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় পোস্টমাস্টার শহিদুল ইসলাম অফিসের কাগজপত্র গুছিয়ে দিলে ১০ টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে তাকে ঘরের ভেতর ডেকে নেন। এরপর ঘরের দরজা বন্ধ করে শিশুটিকে ধর্ষণের অভিযোগ ওঠে।

 

ঘটনাটি স্থানীয় জনতার নজরে আসলে তারা ঘরের দরজা খুলে মেয়েটিকে উদ্ধার করে। অভিযুক্ত পোস্টমাস্টারকে আটক করে পুলিশ ও র‌্যাবকে খবর দেওয়া হয়। খবর পেয়ে র‌্যাব সদস্যরা ভুক্তভোগীকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন এবং শহিদুল ইসলামকে আটক করে হেফাজতে নেন।

পোস্ট অফিসের পিয়ন আশরাফ আলী বলেন, দুপুরের খাবার শেষে অফিসে এসে দেখেন উত্তেজিত জনতা পোস্টমাস্টারকে আটক করেছে। পরে পুলিশ ও র‌্যাব এসে তাকে নিয়ে যায়। স্থানীয় গ্রামপুলিশ সদস্য শহিদুল ইসলামও একই তথ্য জানান এবং বলেন, ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়।

 

AP1GczP5HSpNM62VBveD9Oo cCmkCCdZX400VgNRzDCXCCFtJDKC5N4ipu5f6mthKRLDOefgIDCYb H4GlmYGkKWMnsGsWomHGRQO3icznH1XZufmDSp6AV5LD3spr7BunDuNqfxl1RkRdCpZAaEIciai mG=w830 h499 s no gm?authuser=0

এ ঘটনায় ভুক্তভোগীর মা অভিযোগ করেন, মেয়েটি তার বাবার বিচ্ছেদের পর মাঝে মাঝে খালার বাড়ি ও আত্মীয়দের বাড়িতে থাকে। কখনো খাবারের অভাব হয়, আবার কখনো খাওয়ার ব্যবস্থা হয়। রবিবার সকাল ১০টার দিকে মেয়েটি বাবুলিয়া পোস্ট অফিসের সামনে গেলে পোস্টমাস্টার কাগজপত্র ফেলে দেওয়ার কথা বলে ১০ টাকা দেওয়ার প্রস্তাব দেন। পরে ঘর ঝাড় দিতে বলার সময় মেয়েটিকে ধর্ষণ করেন বলে তার দাবি।

তবে অভিযুক্ত শহিদুল ইসলাম অভিযোগ অস্বীকার করে জানান, ঊর্ধ্বতন কর্মকর্তা আসবেন বলে মেয়েটিকে ১০ টাকা দিয়ে জমে থাকা ময়লা ও কাগজপত্র পরিষ্কার করতে বলেছিলেন, কিন্তু তার গায়ে হাত দেননি। তিনি বলেন, ডাক্তারি পরীক্ষায় ঘটনার সত্যতা বেরিয়ে আসবে।

স্থানীয় এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান, পোস্ট অফিসে আটক শহিদুল ইসলামকে ঘর থেকে বের করা মাত্র পুলিশের উপস্থিতিতে একদল লোক মারধর শুরু করে। পুলিশ তখন তার মাথায় হেলমেট পরিয়ে দ্রুত থানায় নিয়ে যায়।

AP1GczNEX2AMpVquNkbPHm XBvycWjryVqU0lRnYqHWnHVs146XryRFGbL8F8QrjQZTyanfXQ8PtHeeydkM1url0o4O6TjkH5Mz FCI0ScpbSbSY7ypiComtq6RCoWmXSPSVrshX GecW ss5KuKmoZkq6 Z=w711 h400 s no gm?authuser=0

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ডালিয়া আক্তার জানান, রবিবার দুপুর ১২টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত হাসপাতালে কোনো আট বছরের ধর্ষণ–সংক্রান্ত ভুক্তভোগী ভর্তি হয়নি বা প্রাথমিক চিকিৎসা নেননি।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম জানান, স্থানীয় জনতা রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে পোস্টমাস্টার শহিদুল ইসলামকে পুলিশের কাছে সোপর্দ করে। দুপুর ১টার দিকে ভুক্তভোগীকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেওয়া হয়। ভুক্তভোগীর মা বাদী হয়ে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধিত ২০০৩)–এর ৯(১) ধারায় মামলা দায়ের করেছেন। সোমবার আসামিকে আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।

ঘটনার তদন্ত চলমান রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী বলছে, লিখিত অভিযোগ ও তদন্ত–সংশ্লিষ্ট প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তারিখ: ০৩ আগস্ট, ২০২৫

এ বিষয়ে বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন: itvbd, jugantor, dhakamail, somoynews

Click here to read this article in English

আরো খবর পড়ুন

হিন্দু নিশ্চিহ্নের ইহুদিদের ভাগ্য ইসলামের সাথে কমিউনিজমের
মতামত

বিকাশ মজুমদারের কলামঃ ইসলামের সাথে কমিউনিজমের অবৈধ সম্পর্ক

ছোটবেলা থেকে শুনে আসছি বাম রাজনীতি করা লোকজন সাধারণত নিরীশ্বরবাদী হয়ে থাকেন। সুতরাং আপাত দৃষ্টিতে বাম রাজনৈতিক মতাদর্শের সাথে ইসলামের

Read More »
নবী মুহাম্মদ–কে কটূক্তি Prophet Muhammad Insult
ধর্ম

নবী মুহাম্মদ–কে কটূক্তির অভিযোগে প্রবাসীর বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ, পরে মামলা

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বেলজিয়ামপ্রবাসী এক যুবকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলাম ধর্ম ও নবী মুহাম্মদ –কে নিয়ে কটূক্তির অভিযোগ ওঠার

Read More »
বানিশান্তা যৌনপল্লি Banisanta Brothel at Risk
নারী

নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কায় বানিশান্তা যৌনপল্লি

বিশেষ প্রতিবেদন: তীব্র নদীভাঙন, বারংবার প্রাকৃতিক দুর্যোগ ও বৈশ্বিক উষ্ণায়নের শিকার হয়ে অস্তিত্বের সংকটে পড়েছেন বানিশান্তার শতাধিক পরিবার। অসংখ্যবার বাসস্থান

Read More »
সীতাকুণ্ডে আসাদ নূরের
ধর্ম

সীতাকুণ্ডে আসাদ নূরকে জন্মদিনের শুভেচ্ছা জানানোয় ধর্ম অবমাননার অভিযোগে যুবক থানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে ব্লগার ও অধিকারকর্মী আসাদ নূর – এর জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট শেয়ারকে কেন্দ্র করে এক হিন্দু

Read More »
হিন্দু নিশ্চিহ্নের ইহুদিদের ভাগ্য ইসলামের সাথে কমিউনিজমের
মতামত

ইহুদিদের ভাগ্য লিখন । শেষ পর্ব । বিকাশ মজুমদার

প্রথম পর্বের পর…… মদিনায় হিজরত আরবের বিভিন্ন গোত্র গোষ্ঠী সবসময় পরস্পরের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত ছিল। এরমধ্যে মক্কাবাসীর অবস্থান সবথেকে সুবিধাজনক।

Read More »
হিন্দু নিশ্চিহ্নের ইহুদিদের ভাগ্য ইসলামের সাথে কমিউনিজমের
মতামত

ইহুদিদের ভাগ্য লিখন । প্রথম পর্ব । বিকাশ মজুমদার

ইসলামের উত্থানের হাজার আগে থেকেই সৌদি আরবে খুব সমৃদ্ধশালী ইহুদি সম্প্রদায় বসবাস করছিল। আরব উপদ্বীপের উত্তরাঞ্চলে মরুভূমির বৈরি পরিবেশে মরুদ্যান

Read More »
Scroll to Top