October 31, 2025 2:46 am

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে ডাকাতি ও ধর্ষণ
পুলিশের দাবীঃ কোন ধর্ষণের ঘটনা ঘটেনি

ঘটনা ঘটেনি
টাঙ্গাইল জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানিয়েছেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটলেও ধর্ষণের কোনো ঘটনা ঘটেনি। তবে, প্রাথমিকভাবে শ্লীলতাহানির ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে বলে তিনি উল্লেখ করেছেন। শনিবার বেলা সাড়ে ১১টায় এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।

 

গত বৃহস্পতিবার রাতের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল পুলিশ। পুলিশ সুপার মিজানুর রহমান জানান, গ্রেপ্তারকৃত তিনজনই আন্তঃজেলার একটি ডাকাত দলের সক্রিয় সদস্য। শুক্রবার রাতে সাভার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় পুলিশের হাতে তিনটি মোবাইল ফোন, একটি ছুরি এবং ২৯ হাজার ৩৭০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত তিনজনের মধ্যে একজন হলেন মুহিত, যার বাড়ি মানিকগঞ্জে। অপর দুইজন হলেন শরীয়তপুরের সবুজ এবং ঢাকার শরীফ। পুলিশ সুপার জানান, গ্রেপ্তার হওয়া তিনজন প্রাথমিকভাবে তাদের অপরাধ স্বীকার করেছে। তিনি আরও বলেন, এই ঘটনার সঙ্গে আরও কয়েকজন জড়িত থাকতে পারে এবং তাদের দ্রুত গ্রেপ্তার করা হবে।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে পুলিশ সুপার বলেন, “প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, চলন্ত বাসে ধর্ষণের কোনো ঘটনা ঘটেনি। তবে, ডাকাতদের স্বর্ণালঙ্কার ও টাকা-পয়সা লুটের সময় শ্লীলতাহানির ঘটনা ঘটতে পারে।” তিনি আরও যোগ করেন, “বাসের নারী যাত্রীদের সঙ্গে কথা বলা হয়েছে। তারা আমাদের কাছে ঘটনার বর্ণনা দিয়েছে। আমরা তদন্ত চালাচ্ছি এবং আশা করি দ্রুতই পুরো ঘটনা সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।”

এই ঘটনার প্রেক্ষাপটে গত বৃহস্পতিবার রাতে ওমর আলী নামে এক বাসযাত্রী মির্জাপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়েছে।

এর আগে, গত সোমবার রাতে ঢাকা থেকে রাজশাহীগামী ইউনিক রোড রয়েলসের ‘আমরি ট্রাভেলসের’ একটি বাসে ডাকাতির ঘটনা ঘটে। চলন্ত বাসে প্রায় তিন ঘণ্টা ধরে ডাকাতি চালানোর পর একই জায়গায় বাসটি ঘুরিয়ে নিয়ে গিয়ে ভোর ৪টার দিকে ডাকাতরা নেমে যায়। এই ঘটনায় ডাকাতি ছাড়াও নারী যাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ উঠেছে।

ডাকাতির ঘটনায় বাসের সুপারভাইজার, চালক ও চালকের সহকারীকে আটক করা হয়। পরে তাদের ৫৪ ধারায় আদালতে তোলা হলে তারা জামিনে মুক্তি পান।

এই ঘটনাগুলো ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রী নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। পুলিশ জানিয়েছে, তারা এই ধরনের অপরাধ প্রতিরোধে কঠোর পদক্ষেপ নেবে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবে।

তারিখঃ ২৩ ফেব্রুয়ারি ২০২৫

তথ্যসূত্র: যুগান্তর

পাথর দিয়ে নির্মম হত্যা স্বর্ণময়ীর মৃত্যু
মতামত

“ভচকানো” বাংলার প্রতিশোধ: স্বর্ণময়ীর মৃত্যু নয়, এক কর্মসংস্কৃতির চপেটাঘাত

“যার ব্রে’স্টের শেপ এরকম ভচকানো, তার বাংলাটা ভচকানো হবে।” এই এক বাক্যই যথেষ্ট বুঝিয়ে দেয়, কেমন বিষাক্ত মানসিকতা লুকিয়ে থাকে

Read More »
শৈলকুপায় প্রতিমা ভাঙচুর Idol Vandalism in Shailkupa
ধর্ম

শৈলকুপায় প্রতিমা ভাঙচুরের ঘটনায় প্রশ্ন, ষড়যন্ত্র নাকি মানসিক অসুস্থতা?

ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায় আসন্ন দুর্গাপূজাকে ঘিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। ভোররাতে ঘটে যাওয়া এই ঘটনায় সিসিটিভি ফুটেজের মাধ্যমে শনাক্ত

Read More »
হিন্দু নিশ্চিহ্নের ইহুদিদের ভাগ্য ইসলামের সাথে কমিউনিজমের দুর্গোৎসবে
মতামত

বিকাশ মজুমদারের কলামঃ ইসলামের সাথে কমিউনিজমের অবৈধ সম্পর্ক

ছোটবেলা থেকে শুনে আসছি বাম রাজনীতি করা লোকজন সাধারণত নিরীশ্বরবাদী হয়ে থাকেন। সুতরাং আপাত দৃষ্টিতে বাম রাজনৈতিক মতাদর্শের সাথে ইসলামের

Read More »
নবী মুহাম্মদ–কে কটূক্তি Prophet Muhammad Insult
ধর্ম

নবী মুহাম্মদ–কে কটূক্তির অভিযোগে প্রবাসীর বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ, পরে মামলা

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বেলজিয়ামপ্রবাসী এক যুবকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলাম ধর্ম ও নবী মুহাম্মদ –কে নিয়ে কটূক্তির অভিযোগ ওঠার

Read More »
বানিশান্তা যৌনপল্লি Banisanta Brothel at Risk
নারী

নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কায় বানিশান্তা যৌনপল্লি

বিশেষ প্রতিবেদন: তীব্র নদীভাঙন, বারংবার প্রাকৃতিক দুর্যোগ ও বৈশ্বিক উষ্ণায়নের শিকার হয়ে অস্তিত্বের সংকটে পড়েছেন বানিশান্তার শতাধিক পরিবার। অসংখ্যবার বাসস্থান

Read More »
Scroll to Top