October 31, 2025 9:40 am

লাকী রানী দে: এক অসহায় মায়ের কান্না

লাকী রানী দে
স্বামীর অকালমৃত্যুর পর সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন লাকী রানী দে। স্বামীর রেখে যাওয়া সামান্য সম্পদ ও গরু পালনের মাধ্যমে তিনি সংসার চালিয়ে যাচ্ছিলেন। পাঁচটি গরু ছিল তাঁর একমাত্র অবলম্বন, যার আয় দিয়ে তিনি সংসার ও দুই মেয়ের পড়াশোনার খরচ চালানোর পরিকল্পনা করেছিলেন। তবে দুর্বৃত্তদের হামলায় সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। সম্প্রতি এক চোরের দল তাঁর গোয়ালঘরের তালা ভেঙে চারটি গরু চুরি করে নিয়ে যায়, ফেলে যায় নিঃস্ব এক মা ও তার পরিবারকে।

 

লাকী রানী দে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের উত্তর ভবানীপুর গ্রামের বাসিন্দা। তাঁর স্বামী প্রশান্ত দে ভবানীগঞ্জ বাজার বাসস্ট্যান্ড এলাকায় একটি ছোট্ট পানের দোকান চালাতেন। প্রায় তিন বছর আগে তিনি আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান, সেই সঙ্গে লাকীর সাজানো সংসারও ভেঙে পড়ে। স্বামীর মৃত্যুর পর তিনি পরিবার চালানোর দায়িত্ব নেন এবং গরু পালন শুরু করেন। তাঁদের বড় মেয়ে রিয়া রানী দে এবারের এসএসসি পরীক্ষার্থী, আর ছোট মেয়ে রুহি রানী দে পঞ্চম শ্রেণিতে পড়ে।

লাকী রানী দে
লাকী রানী দে

পরিবারে নেমে এসেছে শোকের ছায়া

গত রোববার বিকেলে লাকীর বাড়িতে গিয়ে দেখা যায়, পাশের একটি ঘরে বিয়ের আয়োজন চললেও লাকীদের ঘর নীরব, শোকাবহ পরিবেশ। পরিবারের সবাই চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন।

লাকী রানী দে জানালেন, অর্থসংকটে পড়ে ১০-১৫ দিন আগে তিনি ৩৫ হাজার টাকায় একটি বলদ বিক্রি করেন। গোয়ালঘরে বাকি ছিল দুটি গাভি ও দুটি বাছুর। কিন্তু ২৮ ফেব্রুয়ারি রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর দুর্বৃত্তরা গোয়ালঘরের তালা কেটে গরুগুলো চুরি করে নিয়ে যায়। সকালে উঠে লাকি দেখেন, গোয়ালের দরজা খোলা, তালা ভাঙা, আর ভেতরে শূন্যতা। কথাগুলো বলতে বলতেই কান্নায় ভেঙে পড়েন তিনি।

চোখ মুছতে মুছতে লাকি রানী বললেন, ‘এই গরুগুলাই ছিল আমার সংসারের শেষ সম্বল। বড় মেয়ের সামনে পরীক্ষা, তার বই-খাতা, প্রাইভেট পড়ার খরচ দরকার। সব শেষ হয়ে গেল। চোরে মরা মানুষরে মারিয়া গেল!’

গরু চুরি রোধে পুলিশি তৎপরতা

প্রশান্ত দের ভাই বেচন দে জানিয়েছেন, তাঁরা ইতিমধ্যে জুড়ী থানায় লিখিত অভিযোগ করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শনও করেছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ফেব্রুয়ারি মাসে জুড়ী উপজেলার বিভিন্ন গ্রামে অন্তত ৩০টি গরু চুরির ঘটনা ঘটেছে। কয়েকটি ঘটনায় থানায় লিখিত অভিযোগ জমা দেওয়া হলেও চুরি বন্ধ হয়নি।

এ বিষয়ে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদুল আলম ভূঁইয়া বলেন, ‘প্রতিটি চুরির ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। গরু চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি আরও বলেন, ‘রাতে পুলিশের টহল বাড়ানো হয়েছে। তবে গ্রামবাসীদেরও নিজ নিজ এলাকায় পাহারার ব্যবস্থা করা উচিত।’

সোর্স: প্রথমআলো, ইত্তেফাক

Click here to read this article in English.

পাথর দিয়ে নির্মম হত্যা স্বর্ণময়ীর মৃত্যু
মতামত

“ভচকানো” বাংলার প্রতিশোধ: স্বর্ণময়ীর মৃত্যু নয়, এক কর্মসংস্কৃতির চপেটাঘাত

“যার ব্রে’স্টের শেপ এরকম ভচকানো, তার বাংলাটা ভচকানো হবে।” এই এক বাক্যই যথেষ্ট বুঝিয়ে দেয়, কেমন বিষাক্ত মানসিকতা লুকিয়ে থাকে

Read More »
শৈলকুপায় প্রতিমা ভাঙচুর Idol Vandalism in Shailkupa
ধর্ম

শৈলকুপায় প্রতিমা ভাঙচুরের ঘটনায় প্রশ্ন, ষড়যন্ত্র নাকি মানসিক অসুস্থতা?

ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায় আসন্ন দুর্গাপূজাকে ঘিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। ভোররাতে ঘটে যাওয়া এই ঘটনায় সিসিটিভি ফুটেজের মাধ্যমে শনাক্ত

Read More »
হিন্দু নিশ্চিহ্নের ইহুদিদের ভাগ্য ইসলামের সাথে কমিউনিজমের দুর্গোৎসবে
মতামত

বিকাশ মজুমদারের কলামঃ ইসলামের সাথে কমিউনিজমের অবৈধ সম্পর্ক

ছোটবেলা থেকে শুনে আসছি বাম রাজনীতি করা লোকজন সাধারণত নিরীশ্বরবাদী হয়ে থাকেন। সুতরাং আপাত দৃষ্টিতে বাম রাজনৈতিক মতাদর্শের সাথে ইসলামের

Read More »
নবী মুহাম্মদ–কে কটূক্তি Prophet Muhammad Insult
ধর্ম

নবী মুহাম্মদ–কে কটূক্তির অভিযোগে প্রবাসীর বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ, পরে মামলা

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বেলজিয়ামপ্রবাসী এক যুবকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলাম ধর্ম ও নবী মুহাম্মদ –কে নিয়ে কটূক্তির অভিযোগ ওঠার

Read More »
বানিশান্তা যৌনপল্লি Banisanta Brothel at Risk
নারী

নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কায় বানিশান্তা যৌনপল্লি

বিশেষ প্রতিবেদন: তীব্র নদীভাঙন, বারংবার প্রাকৃতিক দুর্যোগ ও বৈশ্বিক উষ্ণায়নের শিকার হয়ে অস্তিত্বের সংকটে পড়েছেন বানিশান্তার শতাধিক পরিবার। অসংখ্যবার বাসস্থান

Read More »
Scroll to Top