January 29, 2026 1:32 am

অভিযুক্ত বৃদ্ধ গ্রেপ্তার
কুমিল্লায় বাকপ্রতিবন্ধী তরুণী দলবদ্ধ ধর্ষণের শিকার

বাকপ্রতিবন্ধী তরুণী
কুমিল্লার লালমাই উপজেলায় এক বাকপ্রতিবন্ধী তরুণীকে চিপস কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইতিমধ্যে একজন বৃদ্ধকে গ্রেপ্তার করা হয়েছে এবং অপরজনকে আটকাতে পুলিশ তদন্ত ও অভিযান চালাচ্ছে। গতকাল বৃহস্পতিবার রাতে ভুক্তভোগীর বাবা লালমাই থানায় ধর্ষণের অভিযোগে দুজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন।

 

ঘটনার বিবরণ
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের পোহনকুচা গ্রামের একটি নির্মাণাধীন ভবনের শ্রমিকদের থাকার কক্ষে এ ধর্ষণের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে ওই বাকপ্রতিবন্ধী তরুণীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিমাদ্রি খিসা ঘটনাটি নিশ্চিত করে বলেন, “বাকপ্রতিবন্ধী তরুণীর বাবা একজন চা বিক্রেতা। ঘটনার পর বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। পরে ভুক্তভোগীর বাবা পুলিশকে জানালে পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে একজনকে গ্রেপ্তার করে। অপরজনকে আটকাতে অভিযান চলছে।”

482085612 122103040688794668 7593525546404941112 n.jpg? nc cat=108&ccb=1 7& nc sid=127cfc& nc ohc=0bP9IgnE8p4Q7kNvgHSao2w& nc oc=AdlblTJDDfxqzjDv1qeZckxzoc1vlOIVS5u5OkYykWuwhKXRyxC14XgZPWilFL NVC35nphLTY6r3GhemHmnVDGw& nc zt=23& nc ht=scontent.fktm3 1

মামলার বিবরণ
মামলায় অভিযুক্ত দুই ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে। তারা হলেন লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের পোহনকুচা গ্রামের মৃত আরব আলীর ছেলে মো. জাহাঙ্গীর (৫০) এবং মৃত রজ্জব আলীর ছেলে বাহার মিয়া (৫০)।

অভিযোগের পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে মামলার ১ নম্বর আসামি মো. জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামি বাহার মিয়াকে আটকাতে পুলিশ তদন্ত চালাচ্ছে।

ভুক্তভোগীর পরিবারের বক্তব্য
ধর্ষণের শিকার তরুণীর খালা ঘটনার বিস্তারিত বর্ণনা করে বলেন, “আমার বোনের মেয়ে শারীরিক ও বাক প্রতিবন্ধী। সে প্রতিদিন সকালে বাড়ির পাশের রাস্তায় হাঁটাহাঁটি করে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে বাড়ি থেকে বের হলে জাহাঙ্গীর তাকে সড়কের পাশের দুলালের দোকানে নিয়ে চিপস কিনে দেন। এরপর তাকে একটি নির্মাণাধীন ভবনের শ্রমিকদের থাকার কক্ষে নিয়ে যান। বিষয়টি জানতে পেরে আমি সকাল ৮টার দিকে ওই কক্ষে গিয়ে দেখি জাহাঙ্গীর ও বাহার মিয়া তাকে ধর্ষণ করছেন। আমি বাহার মিয়াকে চড়-থাপ্পড় দিই। এরপর তারা দুজনেই পালিয়ে যায়।”

পুলিশের বক্তব্য
লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, “বাকপ্রতিবন্ধী তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার ১ নম্বর আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগীকে মেডিকেল পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা অপর আসামিকে আটকাতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি।”

তথ্যসূত্রঃ ইন্ডিপেন্ডেন্ট

তারিখঃ ০৮ মার্চ, ২০২৫

আরো খবর পড়ুন

গ্যারেজে চঞ্চল ভৌমিকের The Death of Chanchal Bhowmik
ধর্ম

নরসিংদীর গ্যারেজে চঞ্চল ভৌমিকের রহস্যজনক দগ্ধ মরদেহ এবং অনিশ্চিত তদন্ত

নরসিংদীর একটি গ্যারেজে গভীর রাতে অগ্নিদগ্ধ হয়ে এক তরুণ শ্রমিকের মৃত্যু। নিহত চঞ্চল ভৌমিকের মৃত্যু দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড—এ প্রশ্নের

Read More »
দীপু চন্দ্র দাস হত্যা Killing of Dipu Chandra Das
ধর্ম

‘নারায়ে তাকবীর’ স্লোগানে দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ড ও বিচারের অনিশ্চয়তা

ময়মনসিংহের ভালুকা উপজেলায় একটি পোশাক কারখানার ভেতর থেকে দীপু চন্দ্র দাস নামের একজন শ্রমিককে ধরে নিয়ে প্রকাশ্যে পিটিয়ে হত্যা এবং

Read More »
ফটিকছড়িতে রাতভর গণপিটুনি Overnight Mob Beating in Fatikchhari
শিশু

ফটিকছড়িতে রাতভর গণপিটুনি: সেতুর সঙ্গে বেঁধে কিশোর হত্যা, আহত দুইজন

চট্টগ্রামের ফটিকছড়িতে চুরির সন্দেহে তিন কিশোরকে সেতুর রেলিংয়ের সঙ্গে বেঁধে রাতভর পিটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বেদনাদায়ক এই ঘটনায় ঘটনাস্থলেই নিহত

Read More »
আব্দুল্লাহ আল মাসুদ Abdullah Al Masud
অন্যান্য

বাংলাদেশী ব্লগার ও মানবাধিকার কর্মী মুফতি আব্দুল্লাহ আল মাসুদ ভারতে গ্রেফতার

নির্বাসিত বাংলাদেশী লেখক, ব্লগার ও মানবাধিকার কর্মী আব্দুল্লাহ আল মাসুদ ভারতে গ্রেফতার হয়েছেন। নভেম্বরের ৩ তারিখ পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কল্যাণী

Read More »
পাথর দিয়ে নির্মম হত্যা স্বর্ণময়ীর মৃত্যু
মতামত

“ভচকানো” বাংলার প্রতিশোধ: স্বর্ণময়ীর মৃত্যু নয়, এক কর্মসংস্কৃতির চপেটাঘাত

“যার ব্রে’স্টের শেপ এরকম ভচকানো, তার বাংলাটা ভচকানো হবে।” এই এক বাক্যই যথেষ্ট বুঝিয়ে দেয়, কেমন বিষাক্ত মানসিকতা লুকিয়ে থাকে

Read More »
Scroll to Top