পটুয়াখালীর দুমকী উপজেলায় এক মর্মান্তিক ঘটনায় সরকারি জনতা কলেজের দ্বাদশ শ্রেণির এক কলেজছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় দুমকীর পাঙ্গাশিয়া নলদোয়ানি এলাকায় রাস্তা থেকে তাকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়। এ ঘটনায় পুলিশ ইতিমধ্যে একজনকে আটক করেছে।
বিস্তারিত জানা গেছে, ওই কলেজছাত্রীকে বাবার কবর জিয়ারত শেষে নানাবাড়ি ফিরছিলেন। পথে মুন্সীবাড়ি এলাকায় স্থানীয় মামুন মুন্সীর ছেলে সাকিব মুন্সী (১৯) ও সোহাগ মুন্সীর ছেলে সিফাত মুন্সী (২০) তাকে রাস্তা থেকে তুলে একটি বাগানবাড়িতে নিয়ে ধর্ষণ করে। অভিযুক্তরা ভুক্তভোগী কলেজছাত্রীর ছবি তুলে ধরে এবং তাকে ভয় দেখিয়ে বলে, যদি তিনি কাউকে কিছু বলেন, তাহলে ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হবে। এরপর তারা তাকে ছেড়ে চলে যায়। ঘটনার পর বুধবার ওই কলেজছাত্রী দুমকী থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ সাকিব মুন্সীকে আটক করেছে। এই ঘটনায় ওই কলেজছাত্রী মানসিকভাবে ভেঙে পড়েছেন।
এদিকে বাগেরহাটের মোংলা ও ফকিরহাটে দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মোংলা পৌর শহরের পারহাউস রোড এলাকায় আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনায় আলী মোল্লা (৩৬) নামের এক দিনমজুরকে স্থানীয়রা গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। অন্যদিকে ফকিরহাট উপজেলার বেতাগার চাকুলী এলাকায় ১১ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে শওকত শেখ (৪৫) নামের এক ভ্যানচালককে গ্রেপ্তার করা হয়েছে।
রংপুরের মিঠাপুকুরে এক প্রতিবন্ধী ছাত্রী প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে ধর্ষণের শিকার হয়েছেন। মঙ্গলবার উপজেলার চিতলী পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ওই দিন রাতে বোরকা পরে এলাকা থেকে পালানোর সময় স্থানীয়রা তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
নোয়াখালীর কবিরহাটে তিন বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে ইমাম হোসেন (৫৫) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি চাঁদপুরের শাহরাস্তি থানার সূচিপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শৌরশাক গ্রামের বাসিন্দা।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গার্মেন্ট ট্রেনিং সেন্টারের মালিক হান্নানের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এক নারী শ্রমিককে রড দিয়ে পিটিয়ে একটি হাত ভেঙে দেওয়া হয়েছে। গত মঙ্গলবার সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শ্রমিক রুমি আক্তার আয়েশা গতকাল সংবাদ সম্মেলনে অবিলম্বে হান্নানকে গ্রেপ্তারের দাবি জানান।
পাবনার চাটমোহরে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে শমসের আলী (৭০) নামের এক বৃদ্ধকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বাঘলবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
রাঙামাটির লংগদু উপজেলার গুলশাখালী ইউনিয়নের মুর্শিদাবাদ এলাকায় এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে সোহাগ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন।
যশোরে পঞ্চম শ্রেণির এক কিশোরের বিরুদ্ধে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। অভিযুক্ত কিশোরকে থানা হেফাজতে নেওয়া হলে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে একদল শিক্ষার্থী।
ভোলার লালমোহনে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে পঞ্চাশোর্ধ এক বৃদ্ধের বিরুদ্ধে। গত মঙ্গলবার সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান বাজারসংলগ্ন লাঠিয়াল বাড়িতে এ ঘটনা ঘটে।
রাজবাড়ীর কালুখালী উপজেলার হরিণবাড়িয়া কামিয়া দারুল উলুম কওমি মাদ্রাসার তিন ছাত্রকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে ওই মাদ্রাসার শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে। পুলিশ ইতিমধ্যে তাকে গ্রেপ্তার করেছে।
চট্টগ্রামের হাটহাজারীতে এক মানসিক ভারসাম্যহীন ছেলেকে ধর্ষণচেষ্টার অভিযোগে অলি উল্লাহ (২২) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
নরসিংদীর রায়পুরায় গৃহবধূকে ধর্ষণ ও হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল নরসিংদী প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধন থেকে ধর্ষক রাকিব মিয়া ও তার দুই সহযোগীকে দ্রুত গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানানো হয়।
রংপুরের মিঠাপুকুরে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণে অভিযুক্ত আলম মিয়ার ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদ চত্বরে সোনার বাংলা আদর্শ স্কুলের আয়োজনে এই বিক্ষোভ ও মানববন্ধন হয়।
সারাদেশে নারী-শিশু ধর্ষণ ও নিপীড়নের ঘটনায় দোষীদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে নাটোরের লালপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষার্থীসহ এলাকাবাসী। গতকাল উপজেলার আড়বাব ইউনিয়ন পরিষদের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ থেকে নারী ও শিশুর প্রতি সহিংসতার ঘটনায় অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়।
এই ঘটনাগুলো বাংলাদেশে নারী ও শিশু নির্যাতনের ভয়াবহ চিত্র তুলে ধরেছে। প্রতিটি ঘটনায় দোষীদের দ্রুত বিচার ও কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছে সাধারণ মানুষ।
তারিখ: ২১ মার্চ, ২০২৫
তথ্যসূত্র: samakal
Click here to read this article in English