October 31, 2025 4:53 pm

নারীর প্রতি সহিংসতা: এক নির্মম বৈশ্বিক অভিশাপ

নারীর প্রতি সহিংসতা55
তানজিয়া রহমান: নারীর প্রতি সহিংসতা একটি বিশ্বব্যাপী সমস্যা। নারীর প্রতি সহিংসতার মাত্রা বিভিন্ন সময়ে বিভিন্ন ছিল, এমনকি আজও বিভিন্ন সমাজে এগুলোর মাত্রা ও ঘটনার ধরণ ভিন্ন ভিন্ন হয়। নারীর জন্ম থেকে শুরু করে বৃদ্ধ বয়স পর্যন্ত সকল পর্যায়ে নারীর প্রতি সহিংসতা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের হয়। নারীর প্রতি সহিংসতা হচ্ছে সেই সব অপরাধ যেগুলো প্রধানত বা কেবল মাত্র নারীর উপরেই করা হয়।

 

নারীর প্রতি সহিংসতা ব্যক্তির দ্বারা হতে পারে আবার রাষ্ট্রের দ্বারাও হতে পারে। ব্যক্তির দ্বারা যে সহিংসতাগুলো ঘটে তা হলো– ধর্ষণ, গৃহ নির্যাতন, যৌন হয়রানি, প্রজননগত জোর-জবরদস্তি, কন্যাশিশু হত্যা, লিঙ্গভিত্তিক গর্ভপাত, প্রসবকালীন সহিংসতা, সম্মান রক্ষার্থে হত্যা বা অনর কিলিং, যৌতুক সহিংসতা, নারী খৎনা, জোরপূর্বক বিবাহ।

নারী সহিংসতা যে কেবলমাত্র পুরুষের দ্বারা ঘটে তা কিন্তু নয়। নারী, পুরুষ যে কারো দ্বারাই নারী নির্যাতন হতে পারে। অনেকক্ষেত্রেই নারী সাফল্য, অধিকার সচেতন মনোভাবের কারণে সহিংসতার শিকার হয়।

রাষ্ট্র দ্বারা যে সহিংসতাগুলো ঘটে তা হলো– যুদ্ধকালীন যৌন সহিংসতা, সংঘর্ষের সময় যৌন সহিংসতা এবং যৌন দাসত্ব, জোরপূর্বক গর্ভপাত, পুলিশ ও কর্তৃত্বকারী কর্মকর্তা বা কর্মচারীর দ্বারা সহিংসতা, পাথর ছুড়ে হত্যা বা চাবুক মারা। এছাড়াও অনেক ধরনের সহিংসতা সংঘটিত হয় অপরাধ চক্রের দ্বারা। যেমন– নারী পাচার, জোরপূর্বক বেশ্যাবৃত্তি। নারী সহিংসতাগুলো পর্যবেক্ষণ করলে দেখা যায়, বেশির ভাগ ক্ষেত্রেই সহিংসতার শিকার নারীরা তার পরিবার, আত্মীয় বা পরিচিত ব্যক্তির দ্বারা নির্যাতিত হয়।

নারী সহিংসতা যে কেবলমাত্র পুরুষের দ্বারা ঘটে তা কিন্তু নয়। নারী, পুরুষ যে কারো দ্বারাই নারী নির্যাতন হতে পারে। অনেকক্ষেত্রেই নারী সাফল্য, অধিকার সচেতন মনোভাবের কারণে সহিংসতার শিকার হয়। ঐতিহ্য ও ধর্মীয় কারণে কোথাও কোথাও নারীর প্রতি সহিংসতা দেখা যায়। নারী বিদ্বেষ, নারীর প্রতি ঘৃণা থেকে নারী প্রতি সহিংসতার জন্ম হয়। এছাড়াও স্বভাবগত সহিংস প্রকৃতির কারণেও নারীর প্রতি সহিংস আচরণ কেউ করতে পারে।

গৃহ নির্যাতন, ধর্ষণ, যৌন হয়রানি বিশ্বের প্রায় প্রতিটি দেশেই রয়েছে। নারী সহিংসতার বিস্তর জায়গা দখল করে আছে গৃহ নির্যাতন। পারিবারিক যে সহিংসতাগুলো ঘটে সেগুলোই গৃহ নির্যাতন।

যুদ্ধ বিধবস্ত দেশগুলোতে নারী সহিংসতার চরম মাত্রা দেখা যায়। যুদ্ধকালীন যৌন সহিংসতা বলতে সাধারণত যুদ্ধ, সশস্ত্র সংঘাত অথবা সামরিক দখলদারিত্বের সময় যোদ্ধাদের দ্বারা সংঘটিত ধর্ষণ এবং অন্যান্য যৌন সহিংসতাকে বুঝানো হয়। কোনো দখলদার শক্তি কর্তৃক দখলকৃত ভূখণ্ডের নারীদের পতিতাবৃত্তি কিংবা যৌন দাসত্বে বাধ্য করাটাও যুদ্ধকালীন যৌন সহিংসতার অন্তর্গত। অনেক মুসলিম প্রধান রাষ্ট্রগুলোতে দেখা যায় নারীর প্রতি বিভিন্ন বর্বর শাস্তি প্রথা। এর মধ্যে চাবুক মারা, পাথর ছুড়ে হত্যার মতো বর্বর শাস্তি প্রথা আজও প্রয়োগ করা হচ্ছে।

487304112 122117391584794668 9003430761420067695 n.jpg? nc cat=102&ccb=1 7& nc sid=127cfc& nc ohc=JuRoo1HLtVwQ7kNvgFLGnLy& nc oc=AdnYr8uELBPFH1 it7 DFX5O5u5unmf2q7jZofQWf5e4w1vW j7z4bQE2wyvgWs3wgiMJUNycF6KBHiJHEQUmiFe& nc zt=23& nc ht=scontent.fktm3 1

গৃহ নির্যাতন, ধর্ষণ, যৌন হয়রানি বিশ্বের প্রায় প্রতিটি দেশেই রয়েছে। নারী সহিংসতার বিস্তর জায়গা দখল করে আছে গৃহ নির্যাতন। পারিবারিক যে সহিংসতাগুলো ঘটে সেগুলোই গৃহ নির্যাতন। এটি শারীরিক, মৌখিক, মানসিক, অর্থনৈতিক, ধর্মীয়, প্রজননমূলক, যৌন নির্যাতন, জবরদস্তি থেকে শুরু করে ধর্ষণ, মারধর, নারী জননাঙ্গের বিকৃতি ও এসিড নিক্ষেপের মতো সহিংস শারীরিক নির্যাতন পর্যন্ত হতে পারে, যা অবশেষে পঙ্গুত্ব বা মৃত্যু ডেকে আনে। এছাড়া অনুন্নত রাষ্ট্র, উন্নয়নশীল রাষ্ট্রগুলোতেও নারী সহিংসতা প্রচুর দেখা যায়। এসব দেশে শিক্ষার হার কম থাকায় অপরাধ প্রবণতা বেশি দেখা যায়।

সম্মান রক্ষার্থে হত্যা বা অনর কিলিং প্রায়ই ধর্ম, বর্ণ এবং যৌনতার সাথে যুক্ত থাকে। প্রায়শই, এতে পরিবারের পুরুষ সদস্যদের দ্বারা একজন নারী বা মেয়েকে হত্যা করা হয়।

লিঙ্গভিত্তিক গর্ভপাত প্রধাণত গর্ভে কন্যা শিশু থাকলে জোরপূর্বক গর্ভপাত করানো। এসব দেশে বেশি লক্ষ্য করা যায়। লিঙ্গভিত্তিক গর্ভপাত রোধে অনেক রাষ্ট্রে আইন রয়েছে, গর্ভাবস্থায় গর্ভের শিশুর লিঙ্গ প্রকাশ না করা। এর পরেও অপরাধ ঘটে চলেছে। আজও কন্যা শিশুর জন্ম হলে তাকে হত্যা করে অনেক পরিবার। ঐতিহ্য ও ধর্মীয় কারণে নারী খৎনা এখনো অনেক সমাজে রয়ে গিয়েছে। বিভিন্ন দেশে নারী খৎনার প্রচলন থাকলেও বিশেষ করে আফ্রিকা ও ইন্দোনেশিয়াতে এর চর্চা বেশি দেখা যায়। এছাড়াও আরব উপদ্বীপের কিছু গোষ্ঠীর মধ্যেও এটির চর্চা দেখা যায়। যে সমস্ত দেশে নারী খৎনার ব্যাপকতা সবচেয়ে বেশি সেগুলো হলো মিশর, সুদান, ইথিওপিয়া ও মালি।

সম্মান রক্ষার্থে হত্যা বা অনর কিলিং প্রায়ই ধর্ম, বর্ণ এবং যৌনতার সাথে যুক্ত থাকে। প্রায়শই, এতে পরিবারের পুরুষ সদস্যদের দ্বারা একজন নারী বা মেয়েকে হত্যা করা হয়। অপরাধীরা মনে করে ওই নির্দিষ্ট নারী বা মেয়ে পরিবারের নাম, খ্যাতি বা প্রতিপত্তির জন্য অসম্মান বা লজ্জা বয়ে এনেছে। সম্মান রক্ষার্থে হত্যা প্রাথমিকভাবে মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার দেশগুলিতে ব্যাপকভাবে দেখা যায়, তবে ভারত এবং ফিলিপাইন সহ অন্যান্য সংস্কৃতিতেও এর মূল রয়েছে।

নারী সহিংসতা বিশ্বের প্রতিটি দেশেই রয়েছে। সুশিক্ষা আর সচেতনতার কারণে উন্নত দেশগুলোতে নারীর প্রতি সহিংসতার মাত্রা কম। অভিবাসনের মাধ্যমে ঐতিহ্য ও ধর্মীয় নারী সহিংসতাগুলো উন্নত দেশেও কিছুটা ছড়িয়ে পড়েছে। তবে উন্নত দেশে কঠোর আইন প্রণয়নের জন্য এর মাত্রা খুবই কম। আর যদি অপরাধ সংঘটিত হয়ও তবে তার চুড়ান্ত শাস্তি নিশ্চিত করা হয়। শিক্ষা, সচেতনতা, আইন ও অপরাধীর শাস্তি নিশ্চিত করার মাধ্যমে নারীর প্রতি সহিংসতা কমানো সম্ভব।

লেখক: তানজিয়া রহমান
নারীবাদী লেখক ও এক্টিভিস্ট

তারিখঃ ২৭ মার্চ, ২০২৫

Click here to read this article in English

আরো খবর পড়ুন

[মাইনোরিটিওয়াচে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব বক্তব্য]

পাথর দিয়ে নির্মম হত্যা স্বর্ণময়ীর মৃত্যু
মতামত

“ভচকানো” বাংলার প্রতিশোধ: স্বর্ণময়ীর মৃত্যু নয়, এক কর্মসংস্কৃতির চপেটাঘাত

“যার ব্রে’স্টের শেপ এরকম ভচকানো, তার বাংলাটা ভচকানো হবে।” এই এক বাক্যই যথেষ্ট বুঝিয়ে দেয়, কেমন বিষাক্ত মানসিকতা লুকিয়ে থাকে

Read More »
শৈলকুপায় প্রতিমা ভাঙচুর Idol Vandalism in Shailkupa
ধর্ম

শৈলকুপায় প্রতিমা ভাঙচুরের ঘটনায় প্রশ্ন, ষড়যন্ত্র নাকি মানসিক অসুস্থতা?

ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায় আসন্ন দুর্গাপূজাকে ঘিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। ভোররাতে ঘটে যাওয়া এই ঘটনায় সিসিটিভি ফুটেজের মাধ্যমে শনাক্ত

Read More »
হিন্দু নিশ্চিহ্নের ইহুদিদের ভাগ্য ইসলামের সাথে কমিউনিজমের দুর্গোৎসবে
মতামত

বিকাশ মজুমদারের কলামঃ ইসলামের সাথে কমিউনিজমের অবৈধ সম্পর্ক

ছোটবেলা থেকে শুনে আসছি বাম রাজনীতি করা লোকজন সাধারণত নিরীশ্বরবাদী হয়ে থাকেন। সুতরাং আপাত দৃষ্টিতে বাম রাজনৈতিক মতাদর্শের সাথে ইসলামের

Read More »
নবী মুহাম্মদ–কে কটূক্তি Prophet Muhammad Insult
ধর্ম

নবী মুহাম্মদ–কে কটূক্তির অভিযোগে প্রবাসীর বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ, পরে মামলা

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বেলজিয়ামপ্রবাসী এক যুবকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলাম ধর্ম ও নবী মুহাম্মদ –কে নিয়ে কটূক্তির অভিযোগ ওঠার

Read More »
বানিশান্তা যৌনপল্লি Banisanta Brothel at Risk
নারী

নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কায় বানিশান্তা যৌনপল্লি

বিশেষ প্রতিবেদন: তীব্র নদীভাঙন, বারংবার প্রাকৃতিক দুর্যোগ ও বৈশ্বিক উষ্ণায়নের শিকার হয়ে অস্তিত্বের সংকটে পড়েছেন বানিশান্তার শতাধিক পরিবার। অসংখ্যবার বাসস্থান

Read More »
Scroll to Top