April 29, 2025 3:42 am

নারীর প্রতি সহিংসতা: এক নির্মম বৈশ্বিক অভিশাপ

নারীর প্রতি সহিংসতা55
তানজিয়া রহমান: নারীর প্রতি সহিংসতা একটি বিশ্বব্যাপী সমস্যা। নারীর প্রতি সহিংসতার মাত্রা বিভিন্ন সময়ে বিভিন্ন ছিল, এমনকি আজও বিভিন্ন সমাজে এগুলোর মাত্রা ও ঘটনার ধরণ ভিন্ন ভিন্ন হয়। নারীর জন্ম থেকে শুরু করে বৃদ্ধ বয়স পর্যন্ত সকল পর্যায়ে নারীর প্রতি সহিংসতা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের হয়। নারীর প্রতি সহিংসতা হচ্ছে সেই সব অপরাধ যেগুলো প্রধানত বা কেবল মাত্র নারীর উপরেই করা হয়।

 

নারীর প্রতি সহিংসতা ব্যক্তির দ্বারা হতে পারে আবার রাষ্ট্রের দ্বারাও হতে পারে। ব্যক্তির দ্বারা যে সহিংসতাগুলো ঘটে তা হলো– ধর্ষণ, গৃহ নির্যাতন, যৌন হয়রানি, প্রজননগত জোর-জবরদস্তি, কন্যাশিশু হত্যা, লিঙ্গভিত্তিক গর্ভপাত, প্রসবকালীন সহিংসতা, সম্মান রক্ষার্থে হত্যা বা অনর কিলিং, যৌতুক সহিংসতা, নারী খৎনা, জোরপূর্বক বিবাহ।

নারী সহিংসতা যে কেবলমাত্র পুরুষের দ্বারা ঘটে তা কিন্তু নয়। নারী, পুরুষ যে কারো দ্বারাই নারী নির্যাতন হতে পারে। অনেকক্ষেত্রেই নারী সাফল্য, অধিকার সচেতন মনোভাবের কারণে সহিংসতার শিকার হয়।

রাষ্ট্র দ্বারা যে সহিংসতাগুলো ঘটে তা হলো– যুদ্ধকালীন যৌন সহিংসতা, সংঘর্ষের সময় যৌন সহিংসতা এবং যৌন দাসত্ব, জোরপূর্বক গর্ভপাত, পুলিশ ও কর্তৃত্বকারী কর্মকর্তা বা কর্মচারীর দ্বারা সহিংসতা, পাথর ছুড়ে হত্যা বা চাবুক মারা। এছাড়াও অনেক ধরনের সহিংসতা সংঘটিত হয় অপরাধ চক্রের দ্বারা। যেমন– নারী পাচার, জোরপূর্বক বেশ্যাবৃত্তি। নারী সহিংসতাগুলো পর্যবেক্ষণ করলে দেখা যায়, বেশির ভাগ ক্ষেত্রেই সহিংসতার শিকার নারীরা তার পরিবার, আত্মীয় বা পরিচিত ব্যক্তির দ্বারা নির্যাতিত হয়।

নারী সহিংসতা যে কেবলমাত্র পুরুষের দ্বারা ঘটে তা কিন্তু নয়। নারী, পুরুষ যে কারো দ্বারাই নারী নির্যাতন হতে পারে। অনেকক্ষেত্রেই নারী সাফল্য, অধিকার সচেতন মনোভাবের কারণে সহিংসতার শিকার হয়। ঐতিহ্য ও ধর্মীয় কারণে কোথাও কোথাও নারীর প্রতি সহিংসতা দেখা যায়। নারী বিদ্বেষ, নারীর প্রতি ঘৃণা থেকে নারী প্রতি সহিংসতার জন্ম হয়। এছাড়াও স্বভাবগত সহিংস প্রকৃতির কারণেও নারীর প্রতি সহিংস আচরণ কেউ করতে পারে।

গৃহ নির্যাতন, ধর্ষণ, যৌন হয়রানি বিশ্বের প্রায় প্রতিটি দেশেই রয়েছে। নারী সহিংসতার বিস্তর জায়গা দখল করে আছে গৃহ নির্যাতন। পারিবারিক যে সহিংসতাগুলো ঘটে সেগুলোই গৃহ নির্যাতন।

যুদ্ধ বিধবস্ত দেশগুলোতে নারী সহিংসতার চরম মাত্রা দেখা যায়। যুদ্ধকালীন যৌন সহিংসতা বলতে সাধারণত যুদ্ধ, সশস্ত্র সংঘাত অথবা সামরিক দখলদারিত্বের সময় যোদ্ধাদের দ্বারা সংঘটিত ধর্ষণ এবং অন্যান্য যৌন সহিংসতাকে বুঝানো হয়। কোনো দখলদার শক্তি কর্তৃক দখলকৃত ভূখণ্ডের নারীদের পতিতাবৃত্তি কিংবা যৌন দাসত্বে বাধ্য করাটাও যুদ্ধকালীন যৌন সহিংসতার অন্তর্গত। অনেক মুসলিম প্রধান রাষ্ট্রগুলোতে দেখা যায় নারীর প্রতি বিভিন্ন বর্বর শাস্তি প্রথা। এর মধ্যে চাবুক মারা, পাথর ছুড়ে হত্যার মতো বর্বর শাস্তি প্রথা আজও প্রয়োগ করা হচ্ছে।

গৃহ নির্যাতন, ধর্ষণ, যৌন হয়রানি বিশ্বের প্রায় প্রতিটি দেশেই রয়েছে। নারী সহিংসতার বিস্তর জায়গা দখল করে আছে গৃহ নির্যাতন। পারিবারিক যে সহিংসতাগুলো ঘটে সেগুলোই গৃহ নির্যাতন। এটি শারীরিক, মৌখিক, মানসিক, অর্থনৈতিক, ধর্মীয়, প্রজননমূলক, যৌন নির্যাতন, জবরদস্তি থেকে শুরু করে ধর্ষণ, মারধর, নারী জননাঙ্গের বিকৃতি ও এসিড নিক্ষেপের মতো সহিংস শারীরিক নির্যাতন পর্যন্ত হতে পারে, যা অবশেষে পঙ্গুত্ব বা মৃত্যু ডেকে আনে। এছাড়া অনুন্নত রাষ্ট্র, উন্নয়নশীল রাষ্ট্রগুলোতেও নারী সহিংসতা প্রচুর দেখা যায়। এসব দেশে শিক্ষার হার কম থাকায় অপরাধ প্রবণতা বেশি দেখা যায়।

সম্মান রক্ষার্থে হত্যা বা অনর কিলিং প্রায়ই ধর্ম, বর্ণ এবং যৌনতার সাথে যুক্ত থাকে। প্রায়শই, এতে পরিবারের পুরুষ সদস্যদের দ্বারা একজন নারী বা মেয়েকে হত্যা করা হয়।

লিঙ্গভিত্তিক গর্ভপাত প্রধাণত গর্ভে কন্যা শিশু থাকলে জোরপূর্বক গর্ভপাত করানো। এসব দেশে বেশি লক্ষ্য করা যায়। লিঙ্গভিত্তিক গর্ভপাত রোধে অনেক রাষ্ট্রে আইন রয়েছে, গর্ভাবস্থায় গর্ভের শিশুর লিঙ্গ প্রকাশ না করা। এর পরেও অপরাধ ঘটে চলেছে। আজও কন্যা শিশুর জন্ম হলে তাকে হত্যা করে অনেক পরিবার। ঐতিহ্য ও ধর্মীয় কারণে নারী খৎনা এখনো অনেক সমাজে রয়ে গিয়েছে। বিভিন্ন দেশে নারী খৎনার প্রচলন থাকলেও বিশেষ করে আফ্রিকা ও ইন্দোনেশিয়াতে এর চর্চা বেশি দেখা যায়। এছাড়াও আরব উপদ্বীপের কিছু গোষ্ঠীর মধ্যেও এটির চর্চা দেখা যায়। যে সমস্ত দেশে নারী খৎনার ব্যাপকতা সবচেয়ে বেশি সেগুলো হলো মিশর, সুদান, ইথিওপিয়া ও মালি।

সম্মান রক্ষার্থে হত্যা বা অনর কিলিং প্রায়ই ধর্ম, বর্ণ এবং যৌনতার সাথে যুক্ত থাকে। প্রায়শই, এতে পরিবারের পুরুষ সদস্যদের দ্বারা একজন নারী বা মেয়েকে হত্যা করা হয়। অপরাধীরা মনে করে ওই নির্দিষ্ট নারী বা মেয়ে পরিবারের নাম, খ্যাতি বা প্রতিপত্তির জন্য অসম্মান বা লজ্জা বয়ে এনেছে। সম্মান রক্ষার্থে হত্যা প্রাথমিকভাবে মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার দেশগুলিতে ব্যাপকভাবে দেখা যায়, তবে ভারত এবং ফিলিপাইন সহ অন্যান্য সংস্কৃতিতেও এর মূল রয়েছে।

নারী সহিংসতা বিশ্বের প্রতিটি দেশেই রয়েছে। সুশিক্ষা আর সচেতনতার কারণে উন্নত দেশগুলোতে নারীর প্রতি সহিংসতার মাত্রা কম। অভিবাসনের মাধ্যমে ঐতিহ্য ও ধর্মীয় নারী সহিংসতাগুলো উন্নত দেশেও কিছুটা ছড়িয়ে পড়েছে। তবে উন্নত দেশে কঠোর আইন প্রণয়নের জন্য এর মাত্রা খুবই কম। আর যদি অপরাধ সংঘটিত হয়ও তবে তার চুড়ান্ত শাস্তি নিশ্চিত করা হয়। শিক্ষা, সচেতনতা, আইন ও অপরাধীর শাস্তি নিশ্চিত করার মাধ্যমে নারীর প্রতি সহিংসতা কমানো সম্ভব।

লেখক: তানজিয়া রহমান
নারীবাদী লেখক ও এক্টিভিস্ট

তারিখঃ ২৭ মার্চ, ২০২৫

Click here to read this article in English

আরো খবর পড়ুন

[মাইনোরিটিওয়াচে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব বক্তব্য]

মুর্শিদাবাদ বিক্ষোভ
ধর্ম

মুর্শিদাবাদ বিক্ষোভ: বাংলাদেশ ও ইসলামি জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে সুপরিকল্পিত সহিংসতার অভিযোগ

সম্প্রতি মুর্শিদাবাদ জেলার সুতি, ধুলিয়ান এবং সামসেরগঞ্জসহ বেশ কয়েকটি অঞ্চলে ঘটে যাওয়া সহিংসতা রাজ্যের গোয়েন্দা মহলে গভীর উদ্বেগ ও নানা

Read More »
ছায়ায় প্রতিবন্ধী নারীরা
বাংলা

নিরাপত্তাহীনতার ছায়ায় প্রতিবন্ধী নারীরা: রংপুর, হবিগঞ্জ ও পিরোজপুরে প্রতিবন্ধী নারীদের উপর যৌন সহিংসতার ভয়াবহ অভিযোগ

বাংলাদেশের তিনটি জেলার পৃথক তিনটি ঘটনায় প্রতিবন্ধী নারীদের ওপর যৌন সহিংসতার গুরুতর অভিযোগ উঠেছে। এই ঘটনাগুলো একদিকে যেমন মানবাধিকারের চরম

Read More »
বিদেশী নারীকে ধর্ষণ Feni
নারী

বিদেশী নারীকে ধর্ষণ ও প্রতারণার অভিযোগে ফেনীতে মামলা, অভিযুক্ত গ্রেপ্তার

বাংলাদেশের ফেনী জেলার শর্শদি ইউনিয়নে থাইল্যান্ডের এক নারী নাগরিকের (৪০) দায়ের করা ধর্ষণ ও প্রতারণার মামলায় মোখসুদুর রহমান (৪৮) নামের

Read More »
ওয়াকফ আইন
ধর্ম

অশান্ত পশ্চিমবঙ্গ: বিতর্কিত ওয়াকফ আইন ঘিরে জ্বলছে প্রতিবাদের আগুন

ভারতের সংসদে পাস হওয়া বিতর্কিত ওয়াকফ (সংশোধন) আইন, ২০২৫-এর বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনা ও হুগলি জেলায় ব্যাপক

Read More »
তামিলনাড়ুতে ঋতুস্রাবের
ধর্ম

ভারতের তামিলনাড়ুতে ঋতুস্রাবের সময় দলিত ছাত্রীকে বাইরে বসিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ

ভারতের তামিলনাড়ুতে ঋতুস্রাবের সময় দলিত ছাত্রীকে বাইরে বসিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠেছে। ঐ ছাত্রীকে শ্রেণিকক্ষে প্রবেশে নিষেধ করা হয় এবং

Read More »
Scroll to Top