গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার তারাইল গ্রামের মিঠুন বিশ্বাস (৪০), একজন হিন্দু কাঠমিস্ত্রি, তার ফেসবুক আইডি হ্যাক হওয়ার পর ইসলামবিরোধী উসকানিমূলক পোস্টের কারণে বিপাকে পড়েছেন। যদিও তার অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটি ছয় মাস আগে থানায় জমা দেওয়া হয়েছে, তবুও তার নামের ফেসবুক আইডি থেকে এখনও বিতর্কিত পোস্ট করা হচ্ছে।
মিঠুন বিশ্বাস জানান, প্রায় এক বছর আগে শখের বসে একটি অ্যান্ড্রয়েড ফোন কিনে ফেসবুক অ্যাকাউন্ট খোলেন। কিছুদিন পর তার আইডি হ্যাক হয়ে যায় এবং কেউ বা কারা তার আইডি থেকে ইসলামবিরোধী উসকানিমূলক পোস্ট দিতে শুরু করে। এতে তিনি ইউএনও এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানান এবং তাদের পরামর্শে ২০২৪ সালের ১৪ সেপ্টেম্বর টুঙ্গিপাড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এছাড়া ওয়ার্ডের সাবেক মেম্বারের পরামর্শে মোবাইলটি থানায় জমা দেন এবং সাধারণ মোবাইল ব্যবহার করতে শুরু করেন।
রোজার ঈদের তিনদিন পর থেকে আবার তার নামের ফেসবুক আইডি থেকে উসকানিমূলক পোস্ট দেওয়া শুরু হয়। এতে স্থানীয়রা তাকে বিভিন্ন প্রশ্ন করতে থাকেন এবং তিনি আতঙ্কিত হয়ে পড়েন। পরে আবার থানায় জিডি করেন। তিনি জানান, তিনি একজন সাধারণ মানুষ এবং তাকে ফাঁসাতে যারা এই কাজ করছে, তাদের চিহ্নিত করে শাস্তি দেওয়া হোক।
তারাইল এলাকার সাবেক ইউপি সদস্য মিজান শিকদার বলেন, “মিঠুন একজন সাধারণ ছেলে, তার পড়াশোনা কম এবং কাঠমিস্ত্রির কাজ করে। আগের ঘটনার পর তার ফোনটি থানায় জমা দিয়েছিলাম। কিন্তু এখনো তার নাম ব্যবহার করে উসকানিমূলক পোস্ট করা হচ্ছে। সে নির্দোষ প্রমাণিত হয়েছে। ধর্মীয় উসকানিমূলক পোস্টদাতাকে খুঁজে বের করে শাস্তি দেওয়া উচিত।”
টুঙ্গিপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আকরাম হোসেন জানান, মিঠুন বিশ্বাসের অ্যান্ড্রয়েড মোবাইলটি কয়েকমাস ধরে থানায় জব্দ রয়েছে। কিন্তু তারপরও তার নামের আইডি থেকে ধর্মীয় উসকানিমূলক পোস্ট করছে কেউ। এ ঘটনায় তিনি দুইবার সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টির তদন্ত চলমান রয়েছে।
টুঙ্গিপাড়া থানার ওসি খোরশেদ আলম বলেন, “মিঠুনের মোবাইল ফোন আমাদের কাছে রয়েছে, তবে এখনও তার আইডি থেকে পোস্ট করা হচ্ছে। আমরা বিষয়টি তদন্ত করছি। ধারণা করা হচ্ছে, একটি দুষ্কৃতকারী চক্র তাকে ফাঁসানোর জন্য এই কাজ করে থাকতে পারে।”
মিঠুন বিশ্বাসের ঘটনা স্থানীয়ভাবে উদ্বেগ সৃষ্টি করেছে। একজন নিরীহ হিন্দু কাঠমিস্ত্রির ফেসবুক আইডি হ্যাক করে ধর্মীয় উসকানিমূলক পোস্ট দেওয়া হচ্ছে, যা সামাজিক সম্প্রীতির জন্য হুমকি। পূর্বেও একইভাবে হিন্দু ধর্মাবলম্বীদের ফেসবুক আইডি হ্যাক করে ধর্মীয় উষ্কানিমূলক পোস্ট করে হিন্দু বাড়িঘর ভাংচুর অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
তারিখ: ১১ এপ্রিল, ২০২৫
এ বিষয়ে বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন: channel24, bd-journal
Click here to read this article in English