September 15, 2025 7:48 am

টাঙ্গাইলে মুসল্লিদের চাপে ‘তাণ্ডব’ সিনেমার প্রদর্শনী বন্ধ – মবিংয়ের বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবি

'তাণ্ডব' সিনেমার

টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার আউলিয়াবাদ এলাকায় শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ সিনেমার প্রদর্শনী বন্ধ হয়ে গেছে। ঈদুল আজহার দিন থেকে শুরু হওয়া এই চলচ্চিত্র প্রদর্শনীর উদ্যোগটিকে স্থানীয় আলেম সমাজ ও ধর্মভিত্তিক গোষ্ঠীর প্রতিবাদের মুখে বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন আয়োজকরা। আয়োজকদের দাবি, ব্যাপক হুমকি, নিরাপত্তাহীনতা ও প্রশাসনিক নিষ্ক্রিয়তার কারণে কয়েক লাখ টাকার বিনিয়োগসহ সাংস্কৃতিক প্রচেষ্টা হঠাৎই থমকে যায়।

 

AP1GczMw 10wszjCC HNOF6J3f06GYNA0uym7 0W4xKS1MhZQKV6xO5 nJixMksksSmbDE1l9tlY7cBNZHW4Z 2XmCaORPnE5PADZxAHRH5udfdXr Yy2uBE1bVCdYgZQdzwWJ 8aBIXFTU uQ 7ULKrvCoJ=w800 h450 s no gm?authuser=0

ঈদ উপলক্ষে অস্থায়ী প্রেক্ষাগৃহে প্রদর্শনের উদ্যোগ

টাঙ্গাইলে স্থায়ী কোনো সিনেমা হল না থাকায় স্থানীয় দুই সংস্কৃতিকর্মী কামরুজ্জামান সাইফুল এবং সাজু মেহেদী ঈদ উপলক্ষে জেলা পরিষদের মালিকানাধীন একটি অডিটোরিয়াম ভাড়া নিয়ে ‘তাণ্ডব’ প্রদর্শনের আয়োজন করেন। অডিটোরিয়ামটি এক মাসের জন্য ভাড়া নিলেও ১০ দিনের অগ্রিম ভাড়া এবং প্রস্তুতিমূলক খরচ মিলিয়ে আয়োজকরা নয় লাখ টাকারও বেশি বিনিয়োগ করেন। প্রচার, টিকিট ছাপানো, এসি সার্ভিসিং, স্বেচ্ছাসেবক নিয়োগসহ যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়।

ধর্মীয় গোষ্ঠীর বিরোধিতা এবং বিক্ষোভ

ঈদের আগের দিন, পারকি ইউনিয়নের মসজিদ ও মাদ্রাসা থেকে মাইকিং করে ‘তাণ্ডব’ প্রদর্শনী বন্ধের আহ্বান জানানো হয়। পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলার ঘটনাও ঘটে। এরপর ‘পারকি ইউনিয়ন ওলামা পরিষদ’-এর ব্যানারে একটি বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়, যেখানে সিনেমা প্রদর্শনী বন্ধের দাবি জানানো হয়। আয়োজকদের অভিযোগ, এরপর থেকেই নানা রকমের হুমকি আসতে শুরু করে এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রশাসনিক সহায়তা না পাওয়ার অভিযোগ

আয়োজকরা জানান, তারা ঈদের আগেই থানায় লিখিতভাবে পুলিশি সহায়তা চান। তবে স্থানীয় প্রশাসন কিংবা পুলিশ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এমনকি ঈদের ছুটির অজুহাতে জেলা প্রশাসনের পক্ষ থেকেও তারা সহায়তা পাননি। আয়োজক সাইফুল বলেন, “আমরা চেষ্টা করেছিলাম সবদিক থেকেই বৈধতা নিশ্চিত করতে। কিন্তু বাস্তবিক সহায়তা ছিল অনুপস্থিত।”

AP1GczMMpeZm36n6QlMYKKqR3ZHW4jN5dBsXTkHzbf5lECECoqiQb3T VRxnfhDYr L2ll6Sc8MY7yE LpXndA53uZK5ldj7LY1IdkqGA51kTidPfL8OL7vw3fD2imD0GSKieESVWDCnG7ZsCZ3 5d 1rrTn=w750 h390 s no gm?authuser=0

নিরাপত্তাহীনতার কারণে শো বন্ধ

ঈদের দিন সন্ধ্যায় মাত্র ২০–২৫ জন দর্শকের উপস্থিতিতে প্রথম শো চালু হলেও পরদিনই স্থানীয় আলেম সমাজ গণস্বাক্ষর সংগ্রহ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে সিনেমা বন্ধের আবেদন করে। আয়োজকরা জানান, স্থানীয়ভাবে প্রচারণা চালানো নিষিদ্ধ করা হয়, মাইক বন্ধ করে দেওয়া হয় এবং অডিটোরিয়ামের কর্মীদের অবরুদ্ধ করে রাখার হুমকি দেওয়া হয়।

আয়োজক কামরুজ্জামান সাইফুল তার ব্যক্তিগত বিবৃতিতে জানান, তাকে ‘নাস্তিক’ ও ‘মুরতাদ’ আখ্যা দিয়ে ব্যক্তিগতভাবে অপমানিত ও আতঙ্কিত করা হয়। একপর্যায়ে তিনি নিজেই ব্যানার খুলে সিনেমা প্রদর্শনী বন্ধ করে দেন এবং রাতের আধারে এলাকা ত্যাগ করতে বাধ্য হন।

জেলা পরিষদ ও প্রশাসনের অবস্থান

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সফিকুল ইসলাম জানান, গোয়েন্দা সংস্থার সুপারিশের ভিত্তিতে অডিটোরিয়াম ভাড়া দেওয়া হয় এবং শর্ত হিসেবে বলা ছিল, আইনশৃঙ্খলার অবনতি হলে প্রদর্শনী বন্ধ করতে হবে। কালিহাতী থানার ওসি জাকির হোসেন বলেন, এই বিষয়ে তিনি সিদ্ধান্ত দেওয়ার দায়িত্বে নেই। ইউএনও খায়রুল ইসলাম ছুটিতে থাকায় তৎপরতা ছিল সীমিত।

সাংস্কৃতিক সংগঠনের প্রতিক্রিয়া

বাংলাদেশ চলচ্চিত্র সংস্কার রোডম্যাপ নামের একটি সংগঠন এই ঘটনাকে গভীর উদ্বেগের সঙ্গে বিবেচনা করে এক বিবৃতি প্রকাশ করেছে। তারা এটিকে শুধু একটি সিনেমার প্রদর্শনী বন্ধ নয়, বরং সাংস্কৃতিক বহুত্ববাদ এবং শিল্প-সাংস্কৃতিক স্বাধীনতার ওপর হস্তক্ষেপ হিসেবে উল্লেখ করে। বিবৃতিতে বলা হয়, “একটি সরকারি অনুমোদিত, সেন্সর বোর্ডের ছাড়পত্রপ্রাপ্ত সিনেমার প্রদর্শনী সংঘবদ্ধ মবের মাধ্যমে বন্ধ করার ঘটনা সাংবিধানিক ও আইনবিরোধী।”

তারা রাষ্ট্রের কাছে দাবি জানিয়েছে, সিনেমা হল, কর্মী এবং দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করা হোক এবং যারা এই ঘটনায় আইন নিজের হাতে তুলে নিয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

তারিখ: ১১ জুন, ২০২৫

এ বিষয়ে বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন: itvbd, banglatribune, samakal, dhakapost, jagonews24, ajkerpatrika, prothomalo

Click here to read this article in English

আরো খবর পড়ুন

হিন্দু নিশ্চিহ্নের ইহুদিদের ভাগ্য ইসলামের সাথে কমিউনিজমের
মতামত

বিকাশ মজুমদারের কলামঃ ইসলামের সাথে কমিউনিজমের অবৈধ সম্পর্ক

ছোটবেলা থেকে শুনে আসছি বাম রাজনীতি করা লোকজন সাধারণত নিরীশ্বরবাদী হয়ে থাকেন। সুতরাং আপাত দৃষ্টিতে বাম রাজনৈতিক মতাদর্শের সাথে ইসলামের

Read More »
নবী মুহাম্মদ–কে কটূক্তি Prophet Muhammad Insult
ধর্ম

নবী মুহাম্মদ–কে কটূক্তির অভিযোগে প্রবাসীর বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ, পরে মামলা

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বেলজিয়ামপ্রবাসী এক যুবকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলাম ধর্ম ও নবী মুহাম্মদ –কে নিয়ে কটূক্তির অভিযোগ ওঠার

Read More »
বানিশান্তা যৌনপল্লি Banisanta Brothel at Risk
নারী

নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কায় বানিশান্তা যৌনপল্লি

বিশেষ প্রতিবেদন: তীব্র নদীভাঙন, বারংবার প্রাকৃতিক দুর্যোগ ও বৈশ্বিক উষ্ণায়নের শিকার হয়ে অস্তিত্বের সংকটে পড়েছেন বানিশান্তার শতাধিক পরিবার। অসংখ্যবার বাসস্থান

Read More »
সীতাকুণ্ডে আসাদ নূরের
ধর্ম

সীতাকুণ্ডে আসাদ নূরকে জন্মদিনের শুভেচ্ছা জানানোয় ধর্ম অবমাননার অভিযোগে যুবক থানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে ব্লগার ও অধিকারকর্মী আসাদ নূর – এর জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট শেয়ারকে কেন্দ্র করে এক হিন্দু

Read More »
হিন্দু নিশ্চিহ্নের ইহুদিদের ভাগ্য ইসলামের সাথে কমিউনিজমের
মতামত

ইহুদিদের ভাগ্য লিখন । শেষ পর্ব । বিকাশ মজুমদার

প্রথম পর্বের পর…… মদিনায় হিজরত আরবের বিভিন্ন গোত্র গোষ্ঠী সবসময় পরস্পরের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত ছিল। এরমধ্যে মক্কাবাসীর অবস্থান সবথেকে সুবিধাজনক।

Read More »
হিন্দু নিশ্চিহ্নের ইহুদিদের ভাগ্য ইসলামের সাথে কমিউনিজমের
মতামত

ইহুদিদের ভাগ্য লিখন । প্রথম পর্ব । বিকাশ মজুমদার

ইসলামের উত্থানের হাজার আগে থেকেই সৌদি আরবে খুব সমৃদ্ধশালী ইহুদি সম্প্রদায় বসবাস করছিল। আরব উপদ্বীপের উত্তরাঞ্চলে মরুভূমির বৈরি পরিবেশে মরুদ্যান

Read More »
Scroll to Top