September 15, 2025 8:19 am

সন্দেহভাজন আল-আমিন গ্রেপ্তার: পটুয়াখালীতে সৎ মা ও শতবর্ষী দাদিকে নৃশংসভাবে হত্যা

আল-আমিন গ্রেপ্তার

পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের চারাবুনিয়া গ্রামে গত ১৩ জুন শুক্রবার দুপুরে ঘটে একটি চাঞ্চল্যকর পারিবারিক হত্যাকাণ্ড। হত্যার অভিযোগে ওই পরিবারেরই এক সদস্য, মো. আল-আমিন (২৭), বর্তমানে গ্রেপ্তার ও পুলিশের হেফাজতে রয়েছে। স্থানীয়ভাবে প্রাপ্ত তথ্য ও পুলিশের আনুষ্ঠানিক বিবরণ অনুযায়ী, ১০৫ বছর বয়সী কুলসুম বিবি এবং ৪৮ বছর বয়সী সহিদা বেগম—যিনি অভিযুক্ত যুবকের সৎ মা—তাদের নিজ বাড়িতেই দা দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়।

 

AP1GczMzgW4T12CWUXpj3KPG 1jvAzIuEyWoGRYgcV4w91gYSwJaBzmjP0 R O FNlXYagfuC9gLWmO3QM9YA4X7m pyhYDsVMH5XcXkBqE2PDdYJqjPOvZ2d4 2wtV2Tnm7Y 984HO1bBvsq gxgB55GtDy=w1562 h878 s no gm?authuser=0

ঘটনার বিবরণ
পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্যে জানা গেছে, ঘটনার দিন দুপুরে পরিবারের পুরুষ সদস্যরা বাড়ির বাইরে ছিলেন। আল-আমিনের বড় ভাই ইউপি সদস্যের কাছ থেকে জাতীয় পরিচয়পত্র আনতে যান এবং তার বাবা রাজ্জাক খান কাজের জন্য বাইরে ছিলেন। এ সময় বাড়িতে একা ছিলেন সহিদা বেগম ও শতবর্ষী কুলসুম বিবি। এ সুযোগেই আল-আমিন তাদের উপর অতর্কিতে হামলা চালায়। ধারালো দা দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে বাড়ির আঙিনায় ফেলে রাখে এবং এরপরই পালিয়ে যায়।

 

স্থানীয়রা জানান, আল-আমিন দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। পরিবারের সদস্যরা তার অস্বাভাবিক আচরণ লক্ষ্য করে কয়েকদিন আগে তাকে বাড়িতে ফিরিয়ে আনেন। ঘটনাটির দিন রাতেই তাকে পাবনা মানসিক হাসপাতালে পাঠানোর জন্য বাসের টিকিট সংগ্রহ করা হয়েছিল।

 

গ্রেপ্তার ও আইনি প্রক্রিয়া

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ জানান, ঘটনার পরপরই অভিযুক্ত আল-আমিন পলাতক হয়। তাকে ধরতে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালায়। অবশেষে ১৭ জুন সকালে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা সদরঘাট এলাকার ‘প্রিন্স অব কামাল’ লঞ্চের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে পটুয়াখালী আনা হচ্ছে এবং আইনি প্রক্রিয়ার আওতায় আদালতে তোলা হবে বলে নিশ্চিত করেছেন তিনি।

AP1GczMFYvfudkamKa4OEN3l2QuWwrz1cmXw KlJRmJFxLSmKNWIDX2tohxaKiUlDo3mZ1o0tA xnB1l4wamTnqQU6vheTMAfF7HzVGESk5 U1tFwINBIdcvCXOg1b 0oydoODdxhnFQqDLXKLwWxmsSLbDy=w1000 h600 s no gm?authuser=0

প্রাথমিক তদন্ত ও মেডিকেল রিপোর্ট

ঘটনার পর নিহতদের মরদেহ উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে, উভয়কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং গলা কেটে হত্যা করা হয়েছে। পুলিশ এবং সিআইডি যৌথভাবে ঘটনাটি তদন্ত করছে।

পারিবারিক প্রেক্ষাপট ও মানসিক অবস্থা

নিহত কুলসুম বিবি ছিলেন আল-আমিনের দাদি এবং সহিদা বেগম তার সৎ মা। পরিবারের বরাত দিয়ে জানা গেছে, আল-আমিন চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় পড়ালেখা করতেন। সেখান থেকে বাড়িতে ফেরার পর থেকেই তার মাঝে অস্বাভাবিকতা দেখা দেয়। পরে স্থানীয় চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তাকে মানসিক হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়। ঘটনার কয়েক দিন আগেই তিনি নিখোঁজ ছিলেন এবং তিন-চার দিন আগে তাকে খুঁজে এনে পুনরায় বাড়িতে রাখা হয়।

AP1GczM1HwiTDHhAXBrLa8XqWLZX9N SGUffhSGW EBcz5QPZq4MWDlPLnR4iIzFesPb5R47RrvkCqVJ1WtX 3vlN9DispVd3xjMaAI6njo0zrApJ0gUtRQyNvbZ1h58Sm Cd5HhbiZeZ9RgBtqwT2ItR9RV=w800 h450 s no gm?authuser=0

সামাজিক প্রতিক্রিয়া

স্থানীয় বাসিন্দারা জানান, অভিযুক্ত আল-আমিন মাঝে মাঝেই অস্বাভাবিক আচরণ করতেন। তবে কেউই কল্পনা করতে পারেননি যে এই ধরনের একটি নৃশংস হত্যাকাণ্ড ঘটতে পারে। তাদের দাবি, সমাজে মানসিকভাবে অসুস্থ ব্যক্তিদের জন্য কার্যকর চিকিৎসা ও নজরদারির ব্যবস্থা থাকা জরুরি, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধ করা যায়। তবে মানসিক ভারসাম্যহীনতার কোনো প্রাতিষ্ঠানিক প্রমাণ এখনো পাওয়া যায়নি।

মামলা ও পরবর্তী পদক্ষেপ

ঘটনার পরদিন, ইসমাইল মোল্লা নামের এক ব্যক্তি সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় মো. আল-আমিনকেই একমাত্র আসামি করা হয়। বর্তমানে পুলিশ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে তোলার প্রস্তুতি নিচ্ছে।

প্রশাসনের মন্তব্য

পটুয়াখালী জেলা পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তদন্তে সহায়তা করছে সিআইডি। তিনি জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী, পারিবারিক প্রেক্ষাপট এবং মানসিক অস্থিতিশীলতা হত্যাকাণ্ডের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তবে বিষয়টি আরও বিস্তারিতভাবে তদন্ত করা হচ্ছে।

তারিখ:  ১৮ জুন, ২০২৫

এ বিষয়ে বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন: prothomalo, jugantor, kalerkantho, banglanews24, ittefaq, bd-pratidin, dailyjanakantha, somoynews

Click here to read this article in English

আরো খবর পড়ুন

হিন্দু নিশ্চিহ্নের ইহুদিদের ভাগ্য ইসলামের সাথে কমিউনিজমের
মতামত

বিকাশ মজুমদারের কলামঃ ইসলামের সাথে কমিউনিজমের অবৈধ সম্পর্ক

ছোটবেলা থেকে শুনে আসছি বাম রাজনীতি করা লোকজন সাধারণত নিরীশ্বরবাদী হয়ে থাকেন। সুতরাং আপাত দৃষ্টিতে বাম রাজনৈতিক মতাদর্শের সাথে ইসলামের

Read More »
নবী মুহাম্মদ–কে কটূক্তি Prophet Muhammad Insult
ধর্ম

নবী মুহাম্মদ–কে কটূক্তির অভিযোগে প্রবাসীর বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ, পরে মামলা

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বেলজিয়ামপ্রবাসী এক যুবকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলাম ধর্ম ও নবী মুহাম্মদ –কে নিয়ে কটূক্তির অভিযোগ ওঠার

Read More »
বানিশান্তা যৌনপল্লি Banisanta Brothel at Risk
নারী

নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কায় বানিশান্তা যৌনপল্লি

বিশেষ প্রতিবেদন: তীব্র নদীভাঙন, বারংবার প্রাকৃতিক দুর্যোগ ও বৈশ্বিক উষ্ণায়নের শিকার হয়ে অস্তিত্বের সংকটে পড়েছেন বানিশান্তার শতাধিক পরিবার। অসংখ্যবার বাসস্থান

Read More »
সীতাকুণ্ডে আসাদ নূরের
ধর্ম

সীতাকুণ্ডে আসাদ নূরকে জন্মদিনের শুভেচ্ছা জানানোয় ধর্ম অবমাননার অভিযোগে যুবক থানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে ব্লগার ও অধিকারকর্মী আসাদ নূর – এর জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট শেয়ারকে কেন্দ্র করে এক হিন্দু

Read More »
হিন্দু নিশ্চিহ্নের ইহুদিদের ভাগ্য ইসলামের সাথে কমিউনিজমের
মতামত

ইহুদিদের ভাগ্য লিখন । শেষ পর্ব । বিকাশ মজুমদার

প্রথম পর্বের পর…… মদিনায় হিজরত আরবের বিভিন্ন গোত্র গোষ্ঠী সবসময় পরস্পরের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত ছিল। এরমধ্যে মক্কাবাসীর অবস্থান সবথেকে সুবিধাজনক।

Read More »
হিন্দু নিশ্চিহ্নের ইহুদিদের ভাগ্য ইসলামের সাথে কমিউনিজমের
মতামত

ইহুদিদের ভাগ্য লিখন । প্রথম পর্ব । বিকাশ মজুমদার

ইসলামের উত্থানের হাজার আগে থেকেই সৌদি আরবে খুব সমৃদ্ধশালী ইহুদি সম্প্রদায় বসবাস করছিল। আরব উপদ্বীপের উত্তরাঞ্চলে মরুভূমির বৈরি পরিবেশে মরুদ্যান

Read More »
Scroll to Top